পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

չԳԵ- প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ [ ২২শ ভাগ, ১ম খণ্ড মোটেই 'মদের দোকান থাকিবে না। নৈতিক উন্নতি বিষয়ে তাহার এই সৎ-চেষ্টা প্রশংসনীয়। র্তাহার এই চেষ্টার ফলও খুব ভাল হইয়াছে। আগে বাগদাদে ১২০টি দেশী ও বিলাতী মদের দোকান ছিল ; এখন তাহার জায়গায় ২০২১খানি মাত্র দাড়াইয়াছে। থিয়েটার ছিল ৮৯টা, এখন প্রায় সমস্তই বন্ধ । এই প্রসঙ্গে বাগ্দাদের কয়েকটি উল্লেখ-যোগ্য বাড়ী, ও দরবারের কয়েকজন প্রধান ব্যক্তির কথা বোধহয় অপ্রাসঙ্গিক হইবে না। এখানকার দরবারগৃহ Clock Tower si Serai Building zitza eff" | পূৰ্ব্বে ইহা তুর্কীর রাজপ্রাসাদ ছিল। টাইগ্ৰীস নদীর উপরে ইহা অবস্থিত। এই প্রাসাদটি এত প্রকাগু যে ইহার ভিতরে একসঙ্গে পাচ ছয় হাজার লোক জমায়েত হইতে পারে। তুর্কী জাতি যে বনিয়াদী ও বিলাসী তাহা এই বাড়ী দেখিয়াই বুঝিতে পারা যায়। সৈয়দ ইমানী আলি বাগ্‌দাদের একজন প্রসিদ্ধ শেখ । ইহার প্রতিপত্তি যথেষ্ট । মক্কা শরীফের রাজার পরই ইহার আসন । ইনি আবার স্বস্লিদের মসজিদ আবদুল কাদির জিলানীর মালিক । ইনি আমীর ফয়জলের রাজপুরোহিত । আবদুল কাদির জিলানী মসজিদটি এত বড় যে আব্দুল কাদিরের গোর-বাগ্‌দাদ