পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

טא"לכי - » سبب مینماید. محاسبه حی. কবি শেখ সাদী তৎকালীন এক দুশ্চরিত্র রাজকুমারের আদেশে গদ্যপদ্যময় অঙ্গীল গজল রচনা করেন । এইসমস্ত গজল নীতি-বিৎ কবি ( Ethical Poet ) শেখ সাদীর দ্বারা রচিত হষ্টয়াছে বলিয়া তুলে বিশ্বাস করিতে প্রবৃত্তি হয় না। কবি শেখ সাদী এই অল্পীল রচনার জন্য কৈফিয়ং দিয়াছেন ও অতুতপ্ত হইয়৷ শ্ৰীভগবানের নিকট ক্ষম প্রার্থনা করিয়াছেন।* তিনি বলিয়াছেন—“এক বাদশাহপুত্র হকিম সোজনীর অশ্লীল গজলকে আদর্শ করিয়৷ শামাকে কতকগুলি গজল রচনা করিতে আদেশ করেন । আমি তাহার প্রস্তাব কার্য্যে পরিণত করিতে অস্বীকৃত হুইলে, তিনি আমাকে হত্যা করিবেন বলিয়া ভয় দেখান। প্রাণবপের আশঙ্কায় ভীত হইয়। এরূপ রচনা করিতে বাধ্য ইয়াছি। এই রুচিবিগহিত কর্মের জন্য আমি অমৃতপ্ত ও শীিভগবানের নিকট ক্ষম প্রার্থনা করিতেছি । পারস্য সাহিত্যের ইতিহাস আলোচনা করিলে জানা যায় যে শুধু শেখ সাদীই নহেন, পারঙ্গের অনেক কবি, নীতিবেত্ত, অমার্জিত রুচি, চিন্ম: ৪ ভাব দ্বার নীতির সীম উল্পজ্ঞান করিয়াছেন । পারল্যের প্রাচীন যুগে ৰে কবি অশ্লীলতার অবতার রূপে "কিম” উপাধিতে ভূমিত হইয়াছিলেন এবং র্যাহার অশ্লীল রচনাকে আদর্শ করিয়া কবি শেপ সাদী থেউড় গজল রচনা করিবার জন্তু তৎকালীন বাদশাহ-পুত্র কর্তৃক আদিষ্ট হন, সেই খেউড় গজলের কবি হকিম সোজানীর সংক্ষিপ্ত পরিচয় দিয়া প্রবন্ধ শেষ করিলাম। সমরখন্দনিবাসী হকিম মহম্মদ বি আলি সোজনীণ প্রধানতঃ অশ্লীল এবং বিদ্ধপাত্মক কবিতার জন্যই বিশেষ ভাবে বিখ্যাত। শৈশব হইতে সোজনী প্রধানতঃ অশ্লীল ও বিক্ৰপাত্মক রচনার অঙ্কুশীলন করেন এবং পরিণত বয়সে তাহার প্রতিভা কুরুচি ছাড়া স্বরুচিপূর্ণ কবিতা রচনার দিকে অতি অল্প সময়ই নিয়োজিত হইয়াছিল। হকিম সোজনীর প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯

  1. The author, however, seems to have repented of having written , these indecent verses, yet endeavours to excuse himself on account of thus giving a relish to other poems, as “salt is used in the

seasoning of neat.”—T. W. Peal. + তারিখ-ই-গুজিদা—ষ্ট কার নাম আবুবকর ইত্রিস-গোলমানি বলির উল্লিখিত হইয়াছে। 哆 [ ২২শ ভাগ, > શ્રહ - - * - - هم ص - م ن ه - - به مته রচিত অশ্লীল গজলগুলির মত অশ্লীলতার এরূপ অত্যুৎকৃষ্ট নিদর্শন বোধ হয় কোন সভ্য দেশের সাহিত্যে পাওয়া যায় না। ঐতিহাসিক হামলাও বলিয়াছেন, সোজনী র্তাহার কাব্যে চরম-অশ্লীলতা প্রকাশ করিয়াছেন।* দৌলত সাহু তৎপ্রণীত পারস্য কবিগণের জীবনী পুস্তকে লিথিয়াছেন—সোজনীর কবিতা এতই অশ্লীল যে পড়িলেট বমনের উদ্রেক করে।4 এই কারণেই তিনি অশ্লীলতা প্রকাশ বৃদ্ধির ভয়ে সোজনীর কবিতা উদ্ধার হইতে বিরত হইয়াছেন। কিন্তু পারস্যের সুপণ্ডিত লেখক ও জীবনীকার আউফিঞ্চ সোজনীর অশ্লীল গজলগুলিকে প্রতিভাশালী কবির প্রতিভা-সঙ্কাত রচনা বলিয়া প্রশংসা করিয়াছেন ॥১ কবির অশ্লীল রচনা ব্যতীত অল্প সংখ্যক স্বরুচি ও গভীর ভাবপূর্ণ কবিতা আছে। ঐতিহাসিক হামদুল্লা মুন্তোফি বলেন, সোজনীর এইসকল রচনা সুন্দর ও অতুলনীয়। কথিত আছে নিম্নলিপিত কবিত| রচনার জন্য কবি শ্ৰীভগবানের ক্ষমার পাত্র। আমরা নিম্নে সেই কবিলটির অনুবাদ প্রকাশ করিলাম :– তোমার এ বিশ্ব-গৃহে নাহি দুখ নাহি দৈন্য নাহি ক্রটিপাপ, পাত্র ভরি’ আমি তাহা করিয়া স্বজন বাড়াই সন্তাপ ॥৭ ৫৬৯ হিজরাৰে ( ১১৭৩-৭৪ ) হকিম সোজনীর মৃত্যু হয় | জীমুরেশচন্দ্র নদী তারিখ-ই-গুজিদা । + অধ্যাপক ব্রাউন সম্পাদিত, আমির দৌলত সাঙ্গ প্রণীঃ তঙ্গুকিরাতুস্শোয়ার দ্রষ্টব্য। } ইনি মহম্মদ আউফি নামে স্বপরিচিত। ই হার প্রকৃত নাম মহম্মদ আবৃদর রহমম বি আউফি। আউফি তৎকালীন অনেকগুলি সাধুর জীবনচরিত রচনা করেন। “লুবাউলঙ্গলবাৰু” নামক গ্রন্থের জন্য জাউকি বিখ্যাত। আউকি সুলতান নশীৰ্ব্বন কুবাচারের রাজত্বসময়ে ভারতবর্ষে আগমন করেন । § While Awfi, though regarding his facetie as full of talent, considers it sest * * –Oriental Biographical Dictionary. ৭ তারিখ-ই-গুজিদ । | cलथ८कब्र सृङ्मझ अंश् ८ञथ मांशैब्र औयनैौका 4क श्रृंग्निष्क्रान । বেঙ্গল পাবলিশিং গেম কর্তৃক শীঘ্রই পুস্তক প্রকাশিত হটৰে । ,