পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা] | 變 কাজী হাসিয়া বলিলেন,-বেশ মা, জামাদের তুমি রোজ নতুন নতুন পুডিং খাইও। রমল উৎসাহের সহিত বলিল,—আচ্ছা, কি খাবেন? —Almond Pudding, Custard Pudding, French Pudding, Quaking Pudding f রজত বলিল,-ও শেষেরটা নয়। কাজী বলিলেন,—সেই কি রমলা পুডিং খাইয়েছিলে ? —ও, বলিয়া রমলা তাহার রুটিতে মন দিল । যোগেশ-বাৰু উঠিয়া দাড়াইতে কাজী ও মাধৰী উঠিয়া দাড়াইলেন। তিনি একহাতে র্তাহার লাঠিতে আর-এক হাতে মাধবীর হাতে ভর দিয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইলেন। কাজী তাহার পিছন পিছন চলিলেন। রজত একবার রমলার মুখের দিকে বিমুগ্ধ নয়নে চাহিয়া পাশের দরজা দিয়া বারানায় বাহির হইল। সবাই চলিয়া গেল, রমলা তাহার জ্যাম মাখ রুটির শেষটুকরা চিবাইতে চিবাইতে একটা চামচ লইয়া প্লেটে কাপে টুং টুং শব করিয়া এক পিয়ানোর স্বর বাজাইতে লাগিল । হালিভরা স্বরে বলিয়া উঠিল,—কেমন বাজছে বল ভো মনিয়া ? কিশোর চাক্ষরটি কালো টিকের মুখে আগুনের মত তাহার পানে-রাঙা ঠোঁটগুলি আনন্দে কাপাইয়া বলিল,— ভারি স্বন্দর, দিদিমণি, কিন্তু যখন ঝনঝন করে প্লেট ভেঙে পড়ে । 4ள் --তুই ভাঙতে পারিস এ প্লেটখান ? —খুব পারি। _ —ভাঙ, ! —ৰকৃবেন, মধু-দিদিমণি বক্বেন। —আমি বুলছি, তুই ভাঙ, • —না, দিদিমণি । * * * —জাচ্ছ, জামি ওর দাম দেবে, তুই বাজার থেকে क्टिन जानिन् । -ना, निभिगेि ! * . =ায়; जैफू, দেখ স্বামল •চেয়ার হইতে লাফাই উঠিরা একখানি মাখন লাগানো পাৰীকুল-জাক বড় প্লেট মেজেতে জোরে ফেলিয়া রমলা <്യപൂഘകത. താ AMAMAMAeeMMSMSMSMSMSAeeAMeAMAAASAAAS 'SO حصہمہمہمہی صحیگیم صحیحصہمہ۔ہم یہی سب দিল। বনবান শকে প্লেটখানি ভাঙিয়া সাদাটুকরাগুলি চারিদিকে ঠিকৃঝইয়া পড়িল। সহাস্য চোখে সেই ভগ্নখণ্ডগুলির দিকে চাহিয়া রমলা দাড়াইয়া রহিল। প্লেটভাঙার শবে-দুই দিক হইতে মাধবী ও রজত দুটিয়া আসিল । মনিয়া ভীতমুখে মাধবীর মুখের দিকে চাহিয়৷ বলিল,--দিদিমণির হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে গেলো । রমল হাসির বাতাস তুলিয়া বলিল,—যা মিথাক্, একখানা প্লেট ভেঙে দেখলুম ভাই, কেমন শব শুনতে। মাধবীর গভীর মুখ হাসির আলোয় একটু উজ্জল হইয়া উঠিল দেখিয়া রঙ্গতের দীপ্ত মুখের দিকে চাহিয়া কুমল বলিল,—গ্যেটের গল্প জানেন না? একবার তিনি রান্নাঘরে ঢুকে দেখেন, ঘরে কেউ নেই, সাদা ধপূধপে প্লেটগুলো টেবিলে সাজানো ; একে একে সেগুলো তিনি জান্‌লা দিয়ে রাস্তায় ফেলতে স্বরু করলেন ; প্রত্যেক খানা ঝঙ্কার দিয়ে ভাঙে আর তিনি হাততালি দিয়ে ওঠেন; —র্তার মা তো শব্দ শুনে ছুটে এসেছেন, গোটে মনের আনন্দে প্লেটের পর প্লেট ভেঙে চলেছেন, মা এসেছেন খেয়ালই নেই, মা তার ছেলের স্বখের আনন্দের দিকে চেয়ে চুপ করে দাড়িয়ে রইলেন, বকুনি দেওয়া হল না। কথা শেষ করিয়া রমলা চাহিয়া দেখিল, মাধবী নাই, চলিয়া গিয়াছে । সেইজন্যেই তিনি এত বড় কবি হতে পেরেছিলেনবলিং রজতও মুচকিয়া হাসিয়া চলিয়া গেল। রমলা একটা পিয়ানোর স্বর মৃদ্ধ গাইতে গাইতে মনিয়ার সঙ্গে প্লেটের ভাঙা অংশগুলি তুলিতে লাগিল । (• b ) * * সেইদিনই কাজ আরম্ভ করিয়া দিবে বলিল বটে কিন্তু সমস্ত সকাল রজত আপন ঘরে হেলাফেলা করিয়া কাটাইল । প্লেটভাঙার ঝনঝনানির স্বর তাহাকে ঘিরিয়া প্রভাতের আলোয় বাজিতে লাগিল । সমস্ত ছুপুর অলসভাবে কাটিল। একবার মাধবীকে চিত্রবিজ্ঞা শিখাইতে ড্রয়িংক্রমে গিয়াছিল। মাধবী এরূপ আড়ষ্টভাবে বলিয়া রহিল ঞ্জলেজের প্রফেসারের भङ भ्रशयंक बद्धाडां नेिझ १ ঝ মাঝে কাগজে ছ’