পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨$8 .സ്.സസ്സസ്സ്സസ് চারিটি শ্বেখা টানিয়া কোনোমতে অর্ধ ঘণ্টা কাটাইল । তারপর মাধবী, ভালো লাগছে না, বলিঃ তাহাকে বিদায় দিল। এব। ঘরে সে দিবাস্বপ্নের জাল বুনিতে লাগিল। রজত বিকালে যখন বেড়াইতে বাহির হইল, মাধবী ও কমল পিয়ানোর কাছে বসিয়া গল্প করিতেছিল। ড্রয়িংক্লমের পাশ দিয়া গেলেও কেহ তাহাকে ডাকিল না । সে ধীরে এক সামনের পথ ধরিয়া বেড়াইতে চলিয়া গেল । নূতন অজানা জায়গার পথে ঘোরার মহারহস্ত আছে, হঠাৎ কোন পথ যে কোথায় লইয়া যাইবে, কোন কোণে যে কি পরমাশ্চৰ্য্যকর বস্তুর সন্ধান মিলিবে, তাহ কে জানে। চঞ্চল উংস্থক চিত্ত লইয়া ব্লজত পথ ধরিয়া চলিল । রমগা মাধবীর নিকট তাহার কলেজের গল্প করিতেছিল। রজত বারান্দা দিয়া চলিয়া যাইতেছে দেখিয়৷ রমলা বলিয়া উঠিল—আচ্ছ ভাই মধু, রজত-বাৰু বেশ ধাকৃতে পারেন, না ? একখানি সচিত্র বিলাতী পত্রিকার পাতা উন্টাইতে উণ্টাইতে মাধবী বলিল,—ছ । চেয়ারটা একটু দোলাইয়া রমলা বলিল,-কাল রাতে কি সুন্দর বাশি বাজাচ্ছিলেন । আমাদের বোর্ডিংয়ের । সেই ফিরিঙ্গি মেয়েট, মনে নেই যার মুখ ঠিক পানের মত, সে এক খৃষ্টান ছেলের বাশি বাজানো শুনে তাকে বিয়েই করে ফেলে ! এর বাশি শুনলে কি করতো না জানি । আর আঁকেন ত চমৎকার, অবশ্য আমি ছবির কিছুই বুঝি না। মৃদু হাসি৪ মাধবী পত্রিকাখানা মুড়িয়া বলিল,— গুণের ত ব্যাখ্যা হল, এবার তোমার কিন্তু দিয়ে আরম্ভ কর”r রমলা যখন কাহাকেও প্রশংসা করিতে আরম্ভ করে তথুন তাহার বন্ধুর সন্ত্রস্ত হইয়া উঠে, কতকগুলি প্রিয় সত্য ও মিথ্যার পর না জানি কি অপ্রিয় তীক্ষ্ণ সত্যকথা বাহির হইবে। সে কাহারও দোষ বলিতে গেলে জাগে... , তাহার গুণের তালিকা দিয়া স্বরু করে । " চেয়ারে স্থির হইয়া,বসিয়া রমলা বলিল,—ন, কিন্তুট . থাক, তুমি তা হলে,যা,চট্বে ! প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ [ ২২শ ভাগ, • વજ ASAAAAS AAASASAAAAASAAAAee MeAeeA SeAAA AAAA AAAA AAAAS AAAAAS — বেশ মেয়ে! বা, আমি চটব কেন ? রমলা মাধবীর কাছে চেয়ারটা টানিয়া আনিয়া তাহার দীর্ঘ কুঞ্চিত কেশগুলি নাড়িতে নাড়িতে বলিল,—আচ্ছ, ভাই, ওঁর বাড়ী কোথায়, বাবা মা আছেন নিশ্চয় ? একখানি নূতন মাসিকপত্রিকা নাড়িতে নাড়িতে মাধবী বলিল,—তা আমি কি জানি, ছবি আঁকতে । এসেছেন, তার বাড়ির খবর কে জিজ্ঞেস করতে গেছে ? মাধবীর বাম গালটা টিপিয়া রমলা বলিল,—ষ্ঠাকুতেই তো এসেছেন, তোমার মনে কিছু না অঁাকেন তাই বলছি। রমলার হাতটা জোরে টিপিয়া মাধৰী বলিল,—যা, বাজে বকিস্ না, কে কার মনে কি আঁকে তা দেখা যাবে । রমলা ধীরে উঠিয়া মাধবীর গলা জড়াইয়া ধরিয়া তাহার হাতে খোলা পত্রিকার উপর যেন ঝুঁকিয়া পড়িল। হাসিয়া বলিল,-এবার এসে তোকে ভারি স্বন্দর দেখাচ্ছে, কি মেমগুলোর ছবি দেখছিস, ওদের চেয়ে তোকে দেখতে ভালো, দেখ, তো, রং যেন ফেটে পড়ছে —বলিয়া, তাহার রক্তিম অধরে এক চুম্বন করিল। —আ, কি করিস, আর জালাতন করিস না, রমু । —বেশ করবো,—বলিয়া তfহার ডান গালটা সজোরে টিপিয়া রমলা তাহাকে ছাড়িয়া দিল । মাধবীর গভীর মুখের দিকে চাহিয়া রমলা বলিল,— তুমি কিন্তু এবার এমন গম্ভীর হয়ে গেছে, আমার এসে প্রথম ভয়ই করেছিলো । তারপর পিয়ানোর সম্মুখে চেয়ারে বসিয়া রমলা বলিল, –এবার প্রাইজের সময় যে গানটা বাজিয়েছিলুম শুনবি ? পত্রিক উন্টাইতে উটাইতে মাধবী বুলিল,—আচ্ছ, বাজা । 蒙 - রমলা পিয়ানোয় ঝঙ্কার দিল । - এক এক বেশীদূর যাইতে রজতের ইচ্ছা হইল না। সে যখন বেড়াইট ফিরিল, সন্ধ্যা - হয়-হয়। রমলা পিয়ানোর পাশে চুপচাপ বসিয়া আছে, মাধবী উপুরে পিতার নিকট চলিয়া গিয়াছে। , . Q রজত ড্রয়িংরুমে ੇਣ 'রমলা তাহাকে লক্ষ্য করিল