পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*〉b ഹ~~ഹ് يي هيه-۶يجټسمي۰۹میهz. অনন্ত আকাশময় বেড়ার মাতিয়, মণ্ডলে মণ্ডলে ঠেকি লক্ষ স্বৰ্য্য গ্ৰহ চূৰ্ণ চুর্ণ হোয়ে পড়ে ছেথায় হোঞ্চয় ; এ মহান জগতের ভগ্ন অবশেষ চূৰ্ণ নক্ষত্রের শুপ, খণ্ড খণ্ড গ্ৰহ বিশৃঙ্খল হয়ে রহে অনন্ত আকাশে । (১) জারও কিছুটুি পরে “স্মৃষ্টি স্থিতি প্রলয়" নামে একটি কবিতায় কতকটা এই ধরণের বর্ণনা পাওয়া যায়। প্রকৃতির রুদ্র-মুন্তি রবীন্দ্রনাথের মনকে চিরদিনই আকর্ষণ করিয়াছে, পরবর্তীকালের লেখায় সৰ্ব্বত্রই তাহার পরিচয় পাওয়া যায়। কিন্তু এই বাল্যকালের লেখাটির মধ্যেও আমরা প্রকৃতির প্রলয়রূপের বন্দন! দেখিতে পাই । 4** যখন ঝটিক ঝঞ্জ প্রচণ্ড সংগ্রামে অটল পৰ্ব্বতচূড়া করেছে কম্পিত, সুগভীর অসুনিধি উন্মাদের মত করিয়াছে দুটাছুটি যাহার প্রতাপে, তপন একাকী অামি পৰ্ব্বত-শিখরে #াড়াইয়৷ দেখিয়াছি সে ঘোর বিপ্লব, মাথার উপর দিয়া সহস্ৰ অশনি স্নবিকট অট্টহাসে গিয়াছে ছুটিয়া, প্রকাগু শিলার স্তপ পদতল হোতে श्रृंजॆित्रt८छ् ঘরিয়া উপত্যক দেশে, তুষার-সজ্ঞাত রাশি পড়িছে খসিয়া শৃঙ্গ হোতে শৃঙ্গান্তরে উলটি পালটি। (১) এই বয়স হইতে আরম্ভ করিয়া সিন্ধুতরঙ্গে “দোলে রে প্ৰলয় দোলে” অথবা বর্ষশেষের "ঈশানের পুঞ্জমেঘ ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা” পৰ্য্যন্ত ঝড়ের বর্ণনায় কবির হাত কথনে কঁপে নাই । পরিণত বয়সে রবীন্দ্রনাথ গাহিয়াছেন, “মোরে কর সভা-কবি ধ্যান-মৌন তোমার সভায় হে শৰ্ব্বর” ; রাত্রি ও সন্ধ্যার স্তবও তিনি পরে অনেক লিখিয়াছেন ; কিন্তু এই অল্প বয়সের লেথাতেও নিশীথ-রাত্রির সভাকবি হইবার যোগ্যতার পরিচয় দিয়াছেন। অমানিশীথের কালে নীরব প্রাস্তরে বসিয়াছি দেখিয়াছি চৌদিকে চাহিয়, সৰ্ব্বব্যাপী নিশীথের অন্ধকার গর্ভে এখনো পৃথিবী যেন হতেছে স্বজিত। স্বর্গের সহস্ৰ আঁখি পৃথিবীর পরে ( : ) -૨, જૂ ૧-૪ ! છો, જૂ ૨૪૧ (ર) વ-વી, જૂઠ , છ, જૂ ૨૭૧ [ ২২শ ভাগ, ১ম খণ্ড মীরবে রয়েছে চাৰি পলকবিহীনে, - ۹حمرسهها cन्त्रहमी अननौद्ध cत्रह-पीक्षि सूक्ष সুপ্ত বালকের পরে রন্থে বিকশিত। (১) শুধু রাত্রি নয়, সঙ্গে সঙ্গেই আছে— কি কুন্দর রূপ তুমি দিয়াছ উষায় হাসি হাসি নিজোখিত বালিকার মত আধঘুমে মুকুলিত হাসিমাধা আঁখি । কি মন্ত্র শিখায়ে দেছ দক্ষিণ বালারে— ষেদিকে দক্ষিণবধু ফেলেন নিশ্বাস সেদিকে ফুটিয় উঠে কুসুম-মঞ্জরী, সেদিকে গাহিয়া উঠে বিহঙ্গের দল, সেদিকে বসন্তলক্ষ্মী উঠেন হাসিয়া । (২) দ্বিতীয় সর্গ প্রকৃতির কোলে এই ভাবে কবির জীবন কাটিতে লাগিল, কিন্তু কবির হৃদয় শূন্ত থাকিয় গেল—কিসের যেন অভাব থাকিয়া গিয়াছে— এখনো বুকের মাঝে, রয়েছে দারুণ শূন্ত, সে শূন্ত কি এ জনমে পুরবে না আয় ? মনের মন্দির মাঝে প্রতিমা নাহিক যেন, শুধু এ আঁধার গৃহ রয়েছে পড়িয়া। (৩) এই পনেরো ষোল বংসর বয়সেই রবীন্দ্রনাথ বুঝিয়া ছিলেন— মামুষের মন চায় মানুষেরি মন— গম্ভীর সে নিশীথিনী, সুপার সে উষাকাল बिषs cन नांग्रांप्श्द्र झांन भूथव्हनि, বিস্তৃত সে অসুনিধি, সমুচ্চ সে গিরিবর, আঁধার সে পৰ্ব্বতের গহ্বর বিশাল

  1. # # পারে না পুরিতে তারা, বিশাল মানুষ-হদি, মানুষেয় মন চায় মামুধেরি মম। (৪)

প্রকৃতিকে রবীন্দ্রনাথ ভালবাসিয়াছেন বটে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি মাতুষকেও ভালবাসিয়াছেন, তিনি বলিয়াছেন— মরিতে চাহি না আমি স্বনার ভুবনে, _ মানবেন মাঝে আমি বঁচিবারে চাই। (৫) সেইজন্য রবীন্দ্রনাথ মাহুষকে বাদ দিয়া কাব্য রচনা করিতে পারেন নাই। কবিকাহিনীর নায়ক শূন্ত হৃদয়ে বনে বনে ঘুরিয়া ۹ نه qو ,[l s • ژ-ه qو ,{۹۶-* ( د ) (२) क-क,-शृ s० । उां, शृं २७१-२७४ ।। (৩) ক-কা, পৃ ১২। ভা, মাখ, ১২৮৪, পৃ ৩১৮ । هډى په ,l wi ما د يو ,۶l - په ( 8 ) ( e ) কড়ি ও কোমল ।