পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२० عمر حرم حتیر ۹ مهر ۳۸ مارس میریه ۹ বনবালিকার চরিত্রে কৃত্রিমতাৰ আভাস মাত্র ছিল না, তাহার জীবন বনদেবতার মতনই সৰল সহজ সুন্দর । আঁধার আমার রাজে, একাকী পৰ্ব্বত-শিরে সেও গে৷ কবির সাথে রহিত দাড়ায়ে, উনমত্ত ঝড় বৃষ্টি বিদ্যুৎ অশনি জাৰ পৰ্ব্বতের বুকে ঘৰে বেড়াত মাতিয়া, তাহারে হৃদয় যেন নদীর তরঙ্গ সাথে করিত গে৷ মাতামাতি হেরি সে বিপ্লব। 事 事 事 বন-দেবতার মত এখন সে এলোখেলো, कथप्न छूब्रड जडि काँग्रैक cषमन, কখনো এমন শাস্ত, প্রভাতের বায়ু যথা, নীরবে শুনে গে। যবে পার্থীর সঙ্গীত। ( ১ ) কিন্তু এত স্বখেও কবির মন তৃপ্ত হইল না, t এখনো কহিছে কবি, “আরো দাও ভালবাসা, আরো ঢাল ভালবাসা হৃদয়ে আমার ” পনেরো বৎসর বয়সে রবীন্দ্রনাথ কবিচরিত্র সম্বন্ধে যাহা লিথিয়াছেন জগতের অনেক কবি সম্বন্ধে এ-সকল কথা খাটে । -- चांौन विश्त्र जम कविप्नद्र ठरङ्ग cफ़्री পৃথিবীর কারাগার যোগ্য নহে কভু। জমন সমুদ্র সম আছে যাহাদের মন তাহাদের তরে দেবী নহে এ পৃধিৰী । - তাদের উদার মন আকাশে উড়িতে যায়, পিপ্লৱে ঠেকিয়া পক্ষ নিয়ে পড়ে পুনঃ, निब्रांशiद्म बबरश्रंश ८खट्त्रं नि षींद्म बन, জগৎ পুরায় তারা আকুল বিলাপে। (২) কৰি বা শিল্পীর মন কিছুতেই তৃপ্ত হয় না, কিছুতে তার সন্তোষ নাই, সে এক অভিজ্ঞতার পর আরেক অভিজ্ঞতা ভাঙিয়া নৃতন নূতন শিল্প-সামগ্ৰী সংগ্রহ করে। কথাটা নূতন নহে, অনেকেই এই কথা বলিয়াছেন, কিন্তু এত অল্প বয়সেই রবীন্দ্রনাথ এই জিনিষটি লক্ষ্য করিয়াছিলেন ইহাই আশ্চর্য্যের বিষয় । যাহা হউক কবির অতৃপ্তি ঘুচিল না। कोष्ठद्र उमटन पञांह जांछि७ कैiक्षिण कवि, “এখনও পুরিল না প্রাণের পূস্ততা” । কালিকার কাছে গিয়া কাতরে কছিল কবি “আরো দাও ভালবাস হৃদয় ঢালিয়। জামি যত ভালবাসি, তত দাও ভালৰীস, নহিলেগে পুরবে না প্রাণের শূন্যতী।” (৩) ( *) क-क], २s * । छl, ७२०-७२२ श्रृं । (২) ক-কা, ২২ পৃ। তা ৩২২ পৃ। (७) क-क, २२ श्रृं। छ, ७२२ श्रृं । প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ { ২২শ ভাগ, ১ম খণ্ড রালিকা এ কথার কি উত্তর দিৰে ? সে ত কিছু বাকি রাখে নাই— যা ছিল জামান কৰি দিয়াছি সঙ্কলি, এ হৃদয়, এ পরাণ, সকলি তোমার কবি । সকলি তোমার প্রেমে দেছি বিসর্জন । cडांबांब्र हैध्रहांब्र मां८ष हैछह भिलांtब्रहि cभांब्र তোমার স্বথের সাথে মিশায়েছি কুখ। (১) কবির মন কিন্তু তৃপ্ত হয় না—ধা পাওয়া যায় না কবির মন চায় তাই । “ওই হৃদয়ের সাথে মিশাতে চাই এ হাদি দেহের জাঁড়াল তবে রছিল গে। কেন ? সারাদিন সৗধ যায় শুনাই মনের কথা, এত কথা তবে কেন পাই না খুজিয়া ? সারাদিন সাধ বায় দেখি ও মুখের গানে, দেখেও মিটে না কেন আঁখির পিপাসা ? sje nk so এত তারে ভালবাসি, তবু কেন মনে হয় ভালবাসী হইল না আশ মিটাইয়া, আঁধার সমুদ্রতলে কি যেন বেড়াই খুজে, কি যেন পাইতেছি না চাহিতেছি যাহা ।” (২) মনের ভিতরে এই অতৃপ্তি, বাহিরের কোন জিনিযে মিটিবে না। কবি ঠিক করিল সে দেশ-ভ্রমণে বাহির হইবে, অন্য দেশে অন্ত লোকালয়ে কোথাও তৃপ্তি পায় কি না দেখিয়া আসিবে । কবি বালিকার নিকট বিদায় লইয়া চলিয়া গেল । বালিকা নয়ন তুলি নীরবে রহিল চাহি, কি দেখিছে সেই জানে অলিমিব চখে । সন্ধ্যা হোরে এল ক্ৰমে, তবুও রহিল চাহি, তবুও ত পড়িল না নয়নে নিমেষ। so tk tk কবি ত চলিয়া যায়—সন্ধ্যা হোরে এল ক্রমে, अॅीषांछ कांननडूमि इश्ल अडौब्रএকটি লড়ে ন পাত, একটু বহে না বায়ু, স্তন্ধ বন কি যেন কি ভাবিছে নীরবে ।

  • * nji

তখন বনাঞ্জ হোতে সুধীরে শুনিল কবি, छfरह जैौब्रव भूछ विदs #औङ, एठांदे रऽनि वन cरुन ब्रटब्राह नौब्रटव अङि, জোনাকি নয়ন শুধু মেলিছে মুদিছে। (৩) বালিকা গান করিতে লাগিল । ( s ) क-क, २२ श्रृं । छ,७२२ श्रृं । (২) ক-কা, ২৩ পৃ ৷ ভী, ৩২২ পৃ । (૭) ઃ-ર, ૨૧-૨, જૂ । છl, ૭૨૬ જૂ |