পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা]

جيخwسميa ভিখারীশঙ্কর সকল ধর্শ্বের প্রতি সমান ভক্তিমান ছিলেন, কারণ তিনি সৰ্ব্বধর্থের মর্শই অবগত হইয়াছিলেন। তিনি হিন্দুধর্থের যেরূপ অনুশীলন করিতেন, অনান্ত ধর্থের মর্শ্ব অবগত হইবার জন্য সেইরূপ পরিশ্রম করিতেন। তিনি পাঞ্জির নিকট বাইবেল, মৌলভির নিকট কোরান এবং ব্রার্থ আচার্ঘ্যের নিকট ব্রাহ্মধর্মের সারতত্ব অধ্যয়ন করিয়াছিলেন । ভিখারীশঙ্কর সাধুসন্ন্যাসীকে যেমন, মুসলমান ফকিরকেও তেমনি ভক্তি করিতেন। ব্যবসা-বাণিজ্য শিক্ষার জন্য বহু অর্থ নষ্ট করিবার পর তিনি তাহাতে ব্যুৎপত্তিলাভ করেন। তিনি ৬৮ বৎসর বয়সে ১৯১৮ খৃষ্টাব্দে পরলোক গমন করেন। কাশীর বিখ্যাত “তাঁর প্লিটিং ওয়ার্কস" নামক যন্ত্ৰালয় এই ভিখারীশঙ্কর কর্তৃক প্রতিষ্ঠিত। ইহার অন্য সহোদর এবং তারাশঙ্করের সকল পুত্রের মধ্যে শ্রেষ্ঠ ধীশক্তি সম্পন্ন গদাধরশঙ্করের জীবনও বৈচিত্র্যময় । তাহার মধুর স্বভাব ও মিষ্ট ব্যবহারে সকলেই মুগ্ধ হইতেন। তিনিও অগ্রজের ন্যায় ব্যবসায়ে মনোনিবেশ করিয়াছিলেন। কলিকাতায় ময়দা ও তেলের কারখানা করিয়া তিনি প্রথমে বহু অর্থ উপার্জন করিয়াছিলেন, কিন্তু পরে তাহার প্রাপ্য টাকা বাজার হইতে উঠাইয়া লইতে ন পারিয়া অভ্যন্ত ক্ষতিগ্রস্ত হন। এবং তাহার ফলে কার্বার বন্ধ করিয়া দিতে বাধ্য হন। টিকারীর মহারাজা তাহার বিশেষ বন্ধু ছিলেন। এই সময় তিনি তাহাকে তাহার বিস্তীর্ণ ভূসম্পত্তির অধিকাংশের সার্ক ল অফিসার পদে নিযুক্ত করেন। পরে টিকারীরাজের অনেকগুলি গ্রাম পত্তনি লইয়া তিনি লাভবান হন। ইহার অল্পদিন পরেই তাহার দেহান্ত হয়। গদাধরশঙ্কর গয়া বেঞ্চে অনারারি ম্যাজিষ্ট্রেট ছিলেন। তাহার প্রতিপত্তি সরকারী কোরকারী সকলের নিকটই সমান ছিল। তাহার সরস আলাপে ও মধুর আপ্যায়নে সকলেই মাকৃষ্ট হইতেন। ভ্রমণের প্রবৃত্তি র্তাহার প্রবল ছিল। তিনি ভারতের প্রধান প্রধান দর্শনীয় স্থান দর্শন জন্ত बमय बहिर्गउ श्उन । .স্থঃ ১৯-০ জন্ধে গয়াতে “খঙ্করভিলা” নামে সুন্দর জাৰাসবাটী নিৰ্ম্মাণ করিয়া তথায় গদাধরশঙ্কর স্থায়ী ভাবে বিহারে এক প্রাচীন ঔপনিবেশিক বাঙ্গালী পরিবার AAAAAA AAAA AAAA AAAA AAAA SAAAAAeMMMMA AMAMMe eMeeMMeAMMAAASAAAA ૨& છે MAMMMMMA AMMS MAMeMA SAMAMAAA AAAA AAAAS অবস্থিতি করিতে থাকেন। সাহিত্য, তৌৰ্য্যত্রিক এবং নাট্যকলায় ও অভিনয়ে তাহার প্রগাঢ় অমুরাগ ছিল। “শঙ্কর ভিলা” এই-সকল ৰিষয় আলোচনার কেন্দ্রস্থান হইয়াছিল। কাশীধামে, বাকিপুরে এবং গয়াতে তাহার যত্নে অনেকগুলি নাটক অভিনীত হইয়াছিল। তিনি স্বয়ং অতি স্বপুরুষ ছিলেন এবং তাহার অভিনয়-চাতুৰ্য্য বিলক্ষণ ছিল। স্বতরাং তিনি যখন রঙ্গমঞ্চে অভিনয় করিতেন, তখন সকলেরই অতিশয় হৃদয়গ্রাহী হইত। এই উপলক্ষে তিনি কলিকাতা হইতে অভিনয়দক্ষ শিক্ষিত বালকদিগকে আনাইয় তাহাদিগকে গয়াতে স্থায়ী ভাবে বাস করাইবার জন্য চাকরি, কণ্টাক্টরি প্রভৃতি কৰ্ম্মে নিযুক্ত করিয়া দিতেন। বঙ্গের স্বনামপ্রসিদ্ধ কবি দ্বিজেন্দ্রলাল রায় মধ্যে মধ্যে গয়ায় আসিয়৷ এই নাট্যামোদীর “শঙ্কর-ভিলা"য় বাস করিতেন এবং তাহার আত্মার তৃপ্তির জন্যই যেন দ্বিজেন্দ্রলাল র্তাহার কোন কোন শ্রেষ্ঠ নাটক এই ভবনেই রচনা করিয়াছেন । - তারাশঙ্করের চতুর্থ পুত্র বিষ্ণুশঙ্কর এবং সৰ্ব্বকনিষ্ঠ পুত্র শরৎশঙ্কর এক্ষণে বৰ্ত্তমান। বিষ্ণুশঙ্কর ইতিপূৰ্ব্বে জমিদারীর সমস্ত কাজ কৰ্ম্ম স্বয়ং পৰ্য্যবেক্ষণ করিতেন। তিনি প্রাচীন মুসলমান রাজধানী এক্ষণে পাটনা জেলার সবডিবিজন বিহারের অনারারী ম্যাজিষ্ট্রেট ছিলেন । অধুনা তিনি গয়াতেই অবস্থিতি করিতেছেন। এখানে তিনি কয়েক বৎসর মিউনিসিপাল কমিশনার হইয়। গয়া সহরের উন্নতিকল্পে বহু আয়াস স্বীকার করেন । বিষ্ণুশঙ্কর সাধুসঙ্গ, সদালাপ ও ধৰ্ম্মচর্চায় বিশেষ শ্রদ্ধাবান। গয়া গোরক্ষিণীর মহাত্মা পরমহংস স্বামী শিবসাগর পুরীর নিকট তিনি উপদেশ গ্রহণ করেন । ধনিওয়া পাহাড়ির ৮ঠাকুরদাস বাবাও র্তাহাকে যথেষ্ট স্নেহ করিতেন। কনিষ্ঠ শরৎশঙ্কর গীতবাদ্যাকুরাগী। প্রায় সকল প্রকার বাদ্যযন্ত্র তিনি আয়ত্ত করিয়াছেন। বাল্যাবধি পশু পক্ষী পালনে তাহার স্বাভাবিক ঝোক থাকায় তিনি লেখা.পড়ায় উন্নতি করিতে পারেন নাই। তিনি বিহার-সন্নিহিত রৈতর জমিদারীতেই বাস করেন। ভিখারীশঙ্করের জ্যেষ্ঠপুত্র উমাশঙ্কর পিতার আদেশে চিকিৎসা ব্যবসায় অবলম্বন করেন পতৃপ্রতিষ্ঠিত