পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

←Ꮹb~ প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩২৯ * [ ২২শ ভাগ, ১ম খণ্ড ইজিপ্টের বিবাহ-মিছিলে কস্তার চতুৰ্দোল । হেন-বাট হাতে করিয়া লয়, তাহাতে কন্যার সহচরীবৃন্দ সকলে মিলিয়| এক জায়গায় বসিয়া ভোজনাদি হয় । এই-সমস্ত কাজ হইয় গেলে পর বিবাহ হয়। বিবাহে উভয় পক্ষের বন্ধুবান্ধর আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশী নিমন্ত্রিত হয় । ভোজন-উৎসব বিবাহের একটি বিশেষ অঙ্গ। বিবাহ হইয় গেলে পর বর-কষ্ঠা সংসার করিতে আরম্ভ করে। নিম্ন ইজিপ্টে কন্যা বিবাহের পূৰ্ব্বে দলবল লই৷ কোন বিশেষ স্নানাগারে স্নান করিতে যায়। কন্যা যদি অবস্থাপন্ন ঘবের হয় তবে এই স্বানোংসব বেশ জাকछभक कब्रिग्नांझे झग्न । হয়। দলের আগে গায়ক ও বাষ্ঠকার থাকে। তাহার সারাপথ বাদ্য বাজাইতে ও গান করিতে করিতে যায়। স্নানাগারে প্রবেশ করিয়া প্রবেশ-পথে একটা রুমাল লটুকাইয় দেওয়া হয়। ইহার অর্থ “পুরুষদের আসা নিষেধ।” স্নান শেষ হইয় গেলে পর কন্যা সহচরীবেষ্টিত হইয়৷ আমোদ-আহ্লাদ করে, নাচ দেখে এবং গান rশনে স্নানাগাৰ ত্যাগ করিবার পর্বে কঙ্গ একতাল একটি বেশ ছোটখাট শোভাযাত্রা এক-একটি করিয়া স্বর্ণমুদ্রা লাগাইয় দেয়। অবশ্য যাহার যেমন সাধ্য তেমনি মূল্যের মুদ্র দেয়। সকলকেই যে সমান দিতে হইবে এমন কোন আইন নাই। তাহার পর কন্যা তাহার হাতের এবং পায়ের নখ হেনাতে লাল করিয়া লইয়া বিদায় গ্রহণ করে । কন্যা চলিয়া যাইবার পর অন্যান্য অতিথিগণও তাহদের নখ রাঙাইয়া লয়। পরের দিন সকালে কন্যার সাজ-গোজ আরম্ভ হয়। সারা সকাল ইহাতেই কাটিয়া যায়। বিকালের দিকে কন্য তাহার সঙ্গে তাহার বিশেষ -একজন আত্মীয়া লইয়া স্বামীর গৃহের দিকে যাত্র করে। কন্যার সঙ্গে উট বা ঘোড়৷ বোঝাই করিয়া তাহার যৌতুকাদিও প্রেরণ করা হয়। কন্যার দলের সঙ্গে আরব কুস্তিগীর, খেলোয়াড়, গায়ক, বাদক প্রভৃতি অনেক কিছু থাকে । তাহারা পথের মাঝে মাঝে থামিয়া নানা রকমের খেলা সঙ্গীত প্রভৃতি করে। সঙ্গে ভিস্তিওয়ালা থাকে, সে পিপাস্থকে জলদানে তৃপ্ত করে ।