পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

gম সংখ্যl }; ট্ৰেদেবের কমণ্ডলু যে জলধারা ড়েলে দিচ্চেন সেই মুক্ত জলকে তোমরা বন্ধ করলে কেন ? রণজিং শক্ৰ দমনের জন্যে। বিশ্বজিং মহাদেবকে শক্র করতে ভয় নেই ? রণজিং যিনি উত্তরকুটের পুরদেবতা, আমাদের জযে তারই জয। সেটজন্যেই আমাদের পক্ষ নিযে তিনি তাব নিজের দান ফিরিয়ে নিষেচেন তৃষ্ণার শূলে শিবতবাইকে বিদ্ধ করে তাকে তিনি উত্তবকুটের সিংহাসনের তলায় ফেলে দিমে যাবেন । e রিশ্বঙ্কিং তবে তোমাদের পূজা পূজাই নয়, বেতন । রণজিং খুড় মগবাজ, তুমি পধেব পক্ষপাতী, আয়ীযের বিবোধী। তোমাব শিক্ষাতেই অভিজিং নিজেব রাজ্যকে নিজেব বলে গ্রহণ করতে পাচে नी ! বিশ্বজিং আমার শিক্ষায় ? একদিন আমি তোমাদেরই দলে ছিলেম না ? চওপত্তনে যপন তুমি বিদ্রোঙ্গ হষ্টি করেছিলে সেখানকার প্রজাব সৰ্ব্বনাশ করে’ য়ে বিদ্রোহ আমি দমন করিনি ? শেষে কথন ঐ বালক অভিজিং আমার হৃদষের মধ্যে এল-আলোর মভ এল । অন্ধকারে ন৷ দেখতে পেয়ে যাদের আঘাত করেছিলুম তাদের আপন বলে দেখতে পুেলুম। রাজচক্ৰবৰ্ত্তীর লক্ষণ দেখে যাকে গ্রীকরলে তাৰুে তোমার ঐ উত্তরকুটের সিংহাসনটুকুর মধ্যেই আটকে রাখতে চাও? ... . . . রণজি; • • • মুক্তধারার ঝঞ্ঝাতলায় অভিজিংকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল একথা তুমিই ওর কাছে প্রকাশ করেছ বুঝি ? 渗 ৰিশ্নজিং , ই, আমিই। সেদিন আমাদের প্রাঙ্গালে ওর দোলির vনিম ছিল। গোধূলির সর্ব দেখি অলিন্সে ও একলা দাড়িয়ে গৌরীশিখরের দিকে তাকিয়ে জাছে। জিজ্ঞাসা -মুক্তধারা- १ কৰূলুম, “কি দেখুচ, ভাই ? সে বললে, “যেসব পণ এখনে৷ কাটা হযনি ঐ দুর্গম পাহাড়ের উপর দিয়ে সেই ভাবীকালের পথ দেখতে পাচ্চি—দূরকে নিকট করুবার পথ ” শুনে তখনি মনে হল, মুক্তধারার উৎসের কাছে কোন ঘরছাড়া মা ওকে জন্ম দিয়ে গেচে, ওকে ধরে রাখবে কে? আর থাকৃতে পাবুলুম না, ওকে বললুম, “ভাই, তোমার জন্মক্ষণে গিরিরাজ তোমাকে পথে অভ্যর্থনা করেছেন,—ঘরের শখ তোমাকে.ঘরে ডাকে নি।” রণজিং এতক্ষণে বুঝলুম । বিশ্বজিং কি বুঝলে ? রপঞ্জিং এই কথা শুনেই উত্তরকুটের রাজগৃহ থেকে অভিজিতের মমত। বিচ্ছিন্ন হয়ে গেচে । সেইটেই স্পৰ্দ্ধ করে দেপাখার জন্যে নন্দিসঙ্কটের পথ সে খুলে দিয়েচে । বিশ্বজিং ক্ষতি কি হয়েচে ? যে পথ খুলে যায় সে পথ সকলেরই— যেমন উত্তরকুটের তেমনি শিবতরাইয়ের। - - রণজিং খুড়া মহারাজ, তুমি আত্মীয, গুরুজন, তাই এতকাল ধৈৰ্য রেখেচি। কিন্তু আর নয, স্বজনবিদ্রোহী তুমি, এ রাজ্য ত্যাগ করে যাও । iff বিশ্বজিং 啤 আমি ত্যাগ করতে পারব না। তোমব। আমাকে ত্যাগ যদি কর তবে সহ করব। [ প্রস্থান । অম্বার প্রবেশ ( রাজার প্রতি ) ওগো তোমরা কে ? সূৰ্য্য ত অস্ত যায়—আমার স্বমন ত এখনো ফিরল না । রণজিং তুমি কে ? ° ज्रश्। * আমি কেউ না। যে আমার সব ছিল তাকে এই পথ দিয়ে নিষে গেল। এ পথের শেষ কি নেই ? কুমন কি তবে এখনো চলেচে, কেবলি চলেটে পশ্চিমে গৌৰীশিখর ελ