পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८छटनाग्न ट्रेक्ट्रैक হতলী ইউরোপের পুনরুদ্ধার-সাধনই জেনোয় বৈঠকের উদ্দেপ্ত, প্রকাগুভাবে সকলে ইহ স্বীকার করিলেও পরোপকার-প্রবৃত্তি হইতে এই বৈঠকের ব্যবস্থ হয় নাই। সম্মিলনোমুখ জাতিবৃন্দ গোপনে নিজ নিজ স্বার্থসিদ্ধির উপায় খুঁজিতেছিলেন। ইউরোপের রাষ্ট্র-কুশল দেশপ্রধানদিগের বুদ্ধির পরীক্ষণ তাই জেনোয়াতে বেশ ভাল রকমেই চলিতেছে । যতদুর দেখা যাইতেছে, প্রথম হইতেই রাশিয়ার বোলুশেভিকরাই জিতিয়া চলিয়াছেন। কূটনীতির যে পরিচয় রাশিয়ার প্রতিনিধিগণের নিকট পাওয়া গিয়াছে তাহ বাস্তবিক মিত্রশক্তিবর্গকে কিংকৰ্ত্তব্যবিমূঢ় করিয়া ফেলিয়াছে। রাশিয়ার প্রতিনিধিবর্গ জেনোয়ায় আসিবার পথে বাস্টিক উপকূলস্থ রিগ সহরেই প্রথম কিস্তি জিতিয়া আসিয়াছেন। উহার বাণ্টিক রাজ্য-সমূহের সহিত একটি সন্ধি করিয়াছেন । সোভিয়েট রাষ্ট্ৰতন্ত্রের রাষ্ট্রজ এযাবৎ-কাল কোনও রাজ্য স্বীকার করেন নাই। এই রিগা সন্ধির একটি সৰ্ব অনুসারে পোলাও, এস্থোনিয়া ও লাটভিয় রাজ্য সোভিয়েট-শাসনতন্ত্রকে রাশিয়ার নিয়মসঙ্গত এবং স্বপ্রতিষ্ঠ রাষ্ট্ৰতন্ত্র বলিয়া স্বীকার করিয়াছেন । বৈধ রাষ্ট্রতন্ত্ররূপে সোভিয়েট শাসনপ্রণালী এই প্রথম স্বীকৃত হইল। জেনোয়ার জন্য রওন। হইবাব পূর্বে সোভিয়েট প্রতিনিধি চিচেপ্পিন বলিয়ছিলেন যে, রাশিয়াতে বিদেশী ব্যবসায়ীকে ব্যবসা করিবার সুবিধা করিয়া দেওয়৷ যাইতে পারে, কিন্তু তাহার পূৰ্ব্বে রাশিয়ার সোভিয়েট শাসনতন্ত্রকে আইনসঙ্গত ও সুপ্রতিষ্ঠ শাসনতন্ত্র বলিয়া মিত্রশক্তিবর্গকে স্বীকার করিতে হইবে। ব্রিটিশ প্রতিনিধি, ইংলণ্ডেয় প্রধানমন্ত্রী লয়েড জর্জ জেনোয়ায় আসিবার পথে পারিতে ফরাসী প্রতিনিধি পয়াকারের সহিত দেখা করিয়া স্থির করেন যে মুদ্রার মূল্য, বিনিময়ের হার, শুষ্ক প্রভৃতি সঠিক ভাবে নিরূপণ করিয়া যাহাতে অর্থসাম্য সাধিত হইয় ইউরোপের সর্বাপেক্ষ হিত সাধিত হয় তাgার উপায় নিৰ্দ্ধারণ করিবার চেষ্টা জেনোয় বৈঠকে করিতে হইবে । এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জেনোয় সহরে বৈঠক আরম্ভ হয়। এবং এক-একটি ভিন্ন ভিন্ন সমস্যার মীমাংসা করিবার জন্ত একএকটি কমিটি গঠিত হয়। ইউরোপের কুপ্রিম কাউন্সিলের পরিবর্তে রাষ্ট্রনৈতিক ভাগ্য-নিৰ্দ্ধারণের জন্য একটি কমিটি গঠিত হইয়াছে। এই কমিটির সভারপে নিৰ্ব্বাচিত হইয়াছেন ইটালীর পক্ষে সিনর স্বানৎসার (সভাপতি), জার্মানীর হার বিখ, ইংলণ্ডের লয়েড জর্জ, রাশিয়ার চিচেরিন, ফ্রান্সের বাখু সুইজারল্যাণ্ডের মোটা, বেলজিয়ামের থিউলিস, কুইডেনের ব্রানটিং, জাপানের ইসি, রুমানিয়ার ব্রাটিানো ও পোলাণ্ডের স্কিরুমণ্ট । ইহার রাষ্ট্রনৈতিক বিবাদগুলির বিচার-পঞ্চায়েৎ হইলেন । বলিয়া মানিয়া লইতে হইবে। বৈঠকের আলোচনা একপ্রকার চলিতেছিল । রাশিয়ান প্রতিনিধির এক চাল চালিয়। সকলকে হীরাইয়াছেন। সভা বসিবার সময় জেনোয় সহরে চিচেরিন জাৰ্ম্মান মন্ত্রী র্যাঠেনোর সহিত একটি রফ নিম্পত্তি করিয়া ফেলিয়াছেন । ইহার সর্বানুসারে রাশিয়া ও জার্মানীর মধ্যে পুনরায় রাষ্ট্রনৈতিক সম্বন্ধ স্থাপিত হইল, এই একাদশমণ্ডলের বিচার শেষ-বিচার কিন্তু স্বচতুর এবং উভয়ে পরস্পরের যুদ্ধসংক্রান্ত সকল দেনা-পাওনার দার্থী পরিত্যাগ করিলেন। জাৰ্ম্মানী সোভিয়েট রাষ্ট্রতন্ত্রকে স্বীকাৰ করিয়া লইলেন এবং উভয় রাজ্য পরস্পরের সহিত ব্যবসা-বাণিজ্য আরম্ভ করিবার আয়োজন করিতে লাগিলেন। রাশিয়া ও জাৰ্ম্মানী সহগ এইরূপ সন্ধি করিয়া বসিবেন এ কথা কেহই কল্পনাও করেন নাই। তাই এই সন্ধির এই অপ্রত্যাশিত সংবাদে অক্ষাস্থ্য রাজ্যের প্রতিনিধির অত্যন্ত আশ্চৰ্য্য হইয় গেলেন। কাজেকাজেই রাশিয়া ও জার্মানীকে ভয় দেখাইয়া এইরূপ স্বতন্ত্র সন্ধি হইতে বিরত রাখিবার TBS BBBBB S BB BB BBBS BBBB BBS KKSYBBB সন্ধি ভাগাই সন্ধি-স্বত্র ও কান প্রস্তাষের বিপরীত হওয়াতে উহার মূলনীতিকে আঘাত করিয়াছে ; ফ্রান্স তাহা কখনই সহ্য করিতে পারে না । কাজেকাজেই ফ্রাগকে জেনোয় বৈঠক পরিত্যাগ করিতে হুইবে । জাৰ্ম্মান প্রতিনিধিরা ইহার উত্তরে বলিলেন যে, তাহার মিত্রশক্তিবর্গের অস্কায় ব্যবহার সহিতে ন পারাতে ও অসম্ভব আব্দীর রক্ষণ করা সম্ভব না হওয়াতে রাশিয়ার সহিত সন্ধি করিতে একপ্রকার বাধ্য হইয়াছেন। মিত্রশক্তিবর্গের অর্থশাস্ত্রবিদ পণ্ডিতগণ জাৰ্ম্মানীর নিকট যে-সকল আর্থিক দাবী-দাওয়া করিয়াছেন তাহ৷ এতই কঠোর ও হৃদয়হীন যে জাৰ্ম্মানী তাহা নীরবে পালন করিতে পারে না । তাই বিত্তহীন জাৰ্ম্মানী অর্থনৈতিক দুর্দশা হইতে আয়রক্ষা করিবার জন্য রাশিয়ার সহিত ব্যবসা-বাণিজ্য ও ধন-সম্পদ সম্বন্ধীয় বন্দোবস্ত করিতে বাধ্য হইয়াছেন । রাশিয়ার সোভিয়েট শাসনতন্ত্রকে রাশিয়ার প্রকৃত শাসনতন্ত্ররূপে স্বীকার জাৰ্ম্মানী বহুদিন পূর্বেই করিয়াছেন। এই সন্ধি অনুসারে রাষ্ট্রনৈতিক নূতন কোনও বঙ্গোবস্ত হয় নাই ; কেবল কতকগুলি অর্থনৈতিক নুতন রফানিপত্তি করাই এই সন্ধির উদ্দেষ্ঠ । অনেক বাক্বিতণ্ডার পরে ফ্রাগ একটু নরম হইলেন এবং সৰ্ব্বসন্মতিক্রমে রাশিয়ার সহিত অর্থনৈতিক মীমাংসা করিবার কমিটিতে জাৰ্ম্মানী প্রতিনিধি প্রেরণের অধিকার হইতে বঞ্চিত হইলেন । রাশিয়ান প্রতিনিধিগণ জানাইলেন যে মিত্রশক্তিবর্গের সাহায্য পাইয়। রুশ বিদ্রোহীর সোভিয়েট রাশিয়ার যে ক্ষতি করিয়াছে তাহ পূরণ করিবার দায়িত্ব মিত্ৰশক্তিবর্গ স্বীকার করিয় রাশিয়ার যুদ্ধখণ হইতে তাহ বাদ না দিলে পুরাতন রুশ সরকারের ঋণ সোভিয়েট সরকার স্বীকার করবেন না। কিন্তু বিদ্রোহীক্লিগের দ্বার বুে ক্ষতি