পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম স্বংখ্যা B । ছেলেরা . ওরা যে খারাপ লোক ! বুজিং কেন খারাপ * ছেলেরা ওরা খুব খারাপ, ভয়ানক খারাপ, সবাই জানে । রণজিং কেন খারাপ তা জান না ? 1 * গুরু জানে বই কি, মহারাজ। কি রে, তোরা পড়িল নি— বইয়ে পড়ি নি—ওদের ধর্থ খুব খারাপ— - - ছেলেরা হুঁ, ই, ওদের ধৰ্ম্ম খুব পারাপ । • গুরু । আর ওরা আমাদের মত—কি বল না— (নাক দেখাইয়৷ ) ছেলেরা নাক উচু নয়। গুরু - আচ্ছা, আমাদের গণাচাৰ্য্য কি প্রমাণ করে দিয়েচেন— নাক উচু থাকলে কি হয় ? ' - ছেলেরা - " খুব বড় জাত হয়। ’ . গুরু । তারা কি করে ? বল না—পৃথিবীতে—বল--তারাই সকলের উপর জয়ী হয়, না ? : . ছেলেরা ' हैं, खन्नैौ झग्न । গুরু * উত্তরকুটের মানুষ কোনো দিন যুদ্ধে হেরেচে জানিস? " '• ছেলের .কোনো দিনই না। @ গুরু , ' ' ' ' আমাদে পিতামহ-মুহীরাজ প্রাগ্‌জিং দুশো মুক্তধারা . സ്പ معیت ۶۹یماه ۹ویه ۶یمیایی ۶یایی ۶یایی ۶۳میته صیایی জিরেনকাই জন সৈন্ত নিয়ে একত্রিশ হাজার সাড়ে সাতশো দক্ষিণী বৰ্ব্বরদের হটিয়ে দিয়েছিলেন না ? ছেলেরা ই দিয়েছিলেন। • গুরু নিশ্চয়ই জানবেন, মহারাজ, উত্তরকুটের বাইরে ৰে হতভাগার মাতৃগর্ভে জন্মায়, একদিন এইসব ছেলেরাই তাদের বিভীষিকা হয়ে উঠবে। এ যদি না হয় তবে আমি মিথ্যে গুরু। কত বড় দায়িত্ব যে আমাদের সে আমি একদণ্ডও ভুলিনে। আমরাই ত মানুষ তৈরী করে দিই, আপনার অর্মাতারা তাদের নিয়ে ব্যবহার করেন। অথচ তারাই বা কি পান আর আমরাই বা, কি পাই তুলনা করে দেখবেন। মন্ত্রী কিন্তু ঐ ছাত্ররাই যে তোমাদের পুরস্কার গুরু বড় স্বন্দর বলেচেন, মন্ত্রীমশায়ু, ছাত্ররাই আমাদের পুরস্কার! আহ, কিন্তু খাদ্যসামগ্ৰী বড় দুর্মুলা-এই দেপেন না কেন, গব্যস্থত, যেটা ছিল— মন্ত্রী *আচ্ছা বেশ, তোমার এই গব্যস্থতের কথাটা চিন্ত৷ করব। এখন যাও, পুজার সময় নিকট হল। জয়ধ্বনি করাইয়া ছাত্রদের লইয়া গুরুমশায় প্রস্থান করিল। রণজিৎ :k : তোমার এই গুরুর মাথার খুলির মধ্যে অন্ত কোনাে স্থত নেই, গব্যস্তুতই আছে। মন্ত্রী .পঞ্চগব্যের একটা কিছু আছেই। কিন্তু, মহারাজ, এইসব মানুষই কাজে লাগে। ওকে যেমনটি বঙ্গ দেওয়া গেচে, দিনের পর দিন ও স্ট্রি তেমনিট করে চলেচে। বুদ্ধি বেশি থাকূলে কাজ কলের মত চলে না । . . . রণজিং মন্ত্রী, ওটা কি, আকাশে ?