পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] उबांनल कांब्र*७ ७ नग्न ; কথা এই যে, সরকারী অনেক কৰ্মচারী লক্ষ লক্ষ (মোট ৮৯ কোটি) টাকা চুরি করিয়াছে, তাহারাও ধরা পড়িবে বলিয়া ঐ দুজন আসামীকে ছাড়িয়া দেওয়া হইল। উহাদিগকে ছাড়িয়া দেওয়ায় ভারতে ও বিলাতে আন্দোলন হয়, এবং মিউনিশ্যন বোর্ডের কর্তা স্তার টমাস হল্যাণ্ডের কাজ যায়। দেশী ছজন লোককে ছাড়িয়া দেওয়ায় এ্যাংলোইণ্ডিয়ান কাগজগুলা খুবই উত্তেজিত হইয়াছিল। এখন কিন্তু ক্রমে ক্রমে প্রায় সব ইউরোপীয় আসামীকে ছাড়িয়া দেওয়া হইল ; তাহাতে ত কেহ টু শব্দ করিতেছে না। এখন ঐ-সব সম্পাদকের সাধুতাজনিত ক্রোধ (যার ইংরেজী নাম ইণ্ডিগ্রেশান্‌) কোথায় গেল ? ওয়েট নামক একজন ইংরেজ আসামী বিলাতে ছিল। গবর্ণমেণ্ট বহুব্যয়ে এখান হইতে বিলাতে কয়েকজন পুলিশ কৰ্ম্মচারী পাঠাইয় তাহাকে নামে মাত্র গ্রেফতার করান। তাহার পর সে পীড়ার ওজুহাতে জামিনে খালাস ছিল। সে আর বঁচিবে না, এইরূপ অনুমানে এখন তাহাকে নিষ্কৃতি দেওয়া হইয়াছে। মানুষের মৃত্যুকামনা করিতে নাই ; এবং ওয়েট বাস্তবিক দোষী ছিল কি ন জানি না। অতএব আশা করা যাইতে পারে, যে, মোকদ্দমায় শাস্তির আশঙ্কা হইতে মুক্ত হওয়ায় সে নিরুদ্বেগ হইয়া আরোগ্য লাভ করিবে ও দীর্ঘজীবী হইবে । স্যার টমাস হল্যাণ্ডও এখন বিলাতে। হল্যাণ্ড, ও ওয়েট, উভয়ে হল্যাণ্ড, ওয়েট, এও কোম্পানী নাম দিয়া যদি একটা কারবার খোলে, এবং "সস্তায়” ভারত-গবর্ণমেণ্টকে সকল রকম যুদ্ধসামগ্ৰী যোগায়, তাহা হইলে মিউনিশুন বোর্ডের মাম্লায় যতলক্ষ টাকা অপব্যয় হইয়াছে, তাহা কাগজে আদায় দেখান যাইতে পারে! গবর্ণমেণ্টের যে-সব আইনকৰ্ম্মচারীর পরামর্শে মোকদ্দমা দায়ের হয়, তাহাদের নিকট হইতে উহার ব্যয় আদায় করিবার উপায় নাই, কিন্তু তাহাদিগকে অন্ততঃ তিরস্কার করা উচিত। কিন্তু যত কোটা টাকা চুরি হইয়াছে, তাহ আদায় কাগজেও দেখাইবার উপায় নাই। . বৰ্ত্ততঃ মিউনিখন বোর্ডের সবু উচ্চ-কর্মচারীর এবং ভারত-গবর্ণমেণ্টের মন্ত্ৰীসভার ও বিলাতের ইণ্ডিয়া বিবিধ প্রসঙ্গ—স্বামী ব্ৰহ্মানন্দ ©•ፃ يتجه جنوبيهة কৌন্সিলের যে-সব কর্মচারীর ੇ ৰোর্ডের সঙ্গে সম্বন্ধ ছিল, সকলেরই চাকরী যাওয়া ও পেনশন বন্ধ হওয়া উচিত । অধিকন্তু, তাহাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করিয়া অপহৃত কয়েক কোটী টাকার যতটা সম্ভব আদায় করা উচিত । কিন্তু কে তাহা করিবে এবং তাহার थांशेनहे दी ८कांशाग्न ? बांहेन वज्र कभ९कब्र छैौच । উহার জালে চুনো পুটি ধরা পড়ে, কিন্তু অনেক সময় রুই কাংলা ধরা যায় না । গরীব দুঃখী অতি কষ্টে যে ট্যাক্স দেয়, তাহার বিনিময়ে তাহদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, জমীতে জল সেচন, প্রভৃতির যথোচিত বন্দোবস্ত হয় না ; কিন্তু বিদেশী ও দেশী চোরে কোটি কোটি টাকা চুরি করিয়াe দণ্ডিত হয় না। যে গবর্ণমেণ্টের শাসনকালে ইহা ঘটে, তাহাকে কিন্তু খুব বেশী কাৰ্য্যদক্ষ (efficient ) বলিয়া মানিতেই হইবে ! ংগ্রেসের কৰ্ম্মী কমিটির ছুটি নির্ধারণ কংগ্রেসের কৰ্ম্মী কমিটির দুটি আধুনিক নির্ধারণ প্রশংসনীয়। একটিতে র্তাহারা বলিতেছেন, যে, কংগ্রেসকে আরও অধিক গণতান্ত্রিক ও দেশের প্রতিনিধিস্থানীয় করিবার জন্য “অস্পৃশু” ও অবনমিত শ্রেণীর খুব অধিকসংখ্যক লোককে কংগ্রেসের সভ্যতালিকাভুক্ত করিতে হইবে । আর-একটিতে বলিতেছেন, যে, কংগ্রেসের কোন সমিতির ভাণ্ডারে সম্পূর্ণরূপে চরকার স্বতায় বোন খন্দর ভিন্ন অন্ত কাপড় রাখা হইবে না, এবং ঐ প্রকার খন্দর ভিন্ন অন্ত কোন রকম কাপড় প্রস্তুত করিবার জন্ত কংগ্রেসের টাকা খরচ করা চলিবে না। স্বামী ব্ৰহ্মানন্দ রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের মহামনা সভাপতি ব্ৰহ্মানন্দ স্বামীর মৃত্যুতে মিশন ত ক্ষতিগ্রস্ত হইলেনই, দেশও ক্ষতিগ্রস্ত হইল। তিনি সন্ন্যাসী হইলেও গরীব দুঃখী বিপয়ের মা-বাপ স্বতরাং অতি বৃহৎ পরিবারের কর্তা ছিলেন। তিনি মানবপ্রেমিক ছিলেন, কিন্তু ভাববিলাসী ছিলেন না। তিনি হিসাবী ছিলেন এবং