পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] টিকিতে পারে না। বিন্ধুেণী গবর্ণমেণ্টের অস্তিত্বের মানেই এই, যে, তারা শাসিত জাতির এই পরম ধন নটু। এই কারণে আমরা ভাবেবিশ্বাস করি যে ভবিষ্যতে ভারতীয় ইংরেজ গবর্ণমেণ্ট যতই উন্নত হইয়া উঠুক না, আমরা সৰ্ব্বদাই সম্পূর্ণ স্বাধীনতার আকাঙ্ক্ষ রাখিব এবং এইরূপ আকাজ করাই আমাদের পক্ষে স্বাভাবিক হইবে। আমাদের অন্তরে স্বাধীন হইবার প্রয়াস জাগ্রত রাখিবার জন্য ইংরেজ গবর্ণমেণ্টকে শয়তানী হইতে হইবে বা তাহাকে সেইরূপ ভাবিতে হইবে, এমন কোন কথা নাই। উহা সাধুই হোক বা শয়তানীই হোক,আমরা স্বভাবতঃ চিরকালই স্বাধীন হইবার আকাঙ্ক্ষা করিব। বিদেশীর শাসনপাশ হইতে মুক্ত হইবামাত্রই যে অধিকতর স্বাধীন বা উন্নত হইবার ইচ্ছ। লোপ পায়, এমন নয়। ইংরেজরা ত স্বাধীন, কিন্তু তাহারা কি মনে করেন, যে, তাহীদের শাসনযন্ত্র একেবারে উন্নতির চরম সীমায় পৌঁছিয়াছে, না তাহাদের আর অধিকতর স্বাধীনতার প্রয়োজন নাই ? পৃথিবীর বৃহত্তম সাধারণতন্ত্রে প্রকাশিত ‘নিউ মেজরিটি' নামক কাগজের ১১ই মার্চের সংখ্যায় এই সংবাদ প্রকাশিত হয়, যে, কেণ্টকী প্রদেশের নিউপোর্ট সহরের ইস্পাতের কাবুখানাগুলির ২০০০ ধৰ্ম্মঘট শ্রমীকে সায়েস্ত করিবার জন্য অশ্বারোহী ও পদাতিক সৈন্য নিযুক্ত করা হইয়াছে, ও শ্রমীদের ঘরবাড়াগুলিতে শতছিন্দ্র করা হইয়াছে, এবং তজ্জন্য তথায় বিভীষিকার রাজত্ব প্রবর্তিত হইয়াছে। তাহা হইলে দেখা যাইতেছে, যে, আমেরিকার ইউনাইটেড ষ্টেটুসের শাসনযন্ত্রেরও এখন অনেক উন্নতি হইতে পারে। - ব্যবস্থাপক সভা কাজে লাগাইবার উপায় আমাদের ব্যবস্থাপক সভাগুলি কাজে লাগাইবার একটি উপায় এই;—সভ্যদের উপর যে-সকল ক্ষমতা ও অধিকার অর্পণ করা হইয়াছে, তাহা যতই সামান্য হউক, সেই অধিকার ও ক্ষমতাকে একেবারে শেষ সীমা অবধি খাটান। কিন্তু এইভাবে কাজ, করার জন্য সৰ্ব্বাগ্রে প্রয়োজন অধিকাংশ সভোর অতি সাহসী, অতি বিবিধ প্রসঙ্গ—তৃতীয় শ্রেণীর রেলযাত্রী । 9-D جھ* سیئے۔ حمیم ’جمیھrیبیحہ هماییه حبیعیحیی سخه ۶ ماه ختم میسه ۹ প্রত্যুৎপন্নমতি, অতি উৎসাহী, অতি জ্ঞানী, বুদ্ধিমান, এবং সম্পূর্ণ স্বাধীনচেতা হওয়া । এইরূপ একদল মানুষকে নির্বাচনপূর্বক ব্যবস্থাপক সভাসমূহে পাঠাইয়া না দেখিলে ব্যবস্থাপক সভাসমূহ কি করিতে পারেন বা না পারেন, তাহা বুঝিবার আর কোন উপায় নাই। নিজামের রাজ্যে অবৈতনিক প্রাথমিক শিক্ষা কয়েকটি দেশী রাজ্যে অনেক বৎসর ধরিয়া অবৈতনিক প্রাথমিক শিক্ষা চলিয়া আসিতেছে। নিজামের রাজ্য হায়দরাবাদ দেশী রাজ্যসকলের মধ্যে বৃহত্তম। সম্প্রতি নিজামের আদেশে ইহাতেও প্রাথমিক শিক্ষা অবৈতনিক করা হইয়াছে। ইহার জন্য নিজাম নূতন ট্যাক্স, স্থাপন করেন নাই। মহিলা মু্যনিসিপাল কমিশুনার মাম্রাজ প্রদেশে মহিলাদের মুনিসিপাল কমিশুনার নিৰ্ব্বাচনে ভোট দিবার অধিকার আছে, কিন্তু উাহার নিজে করদাতাদের দ্বারা মূনিসিপাল কমিখনার নির্বাচিত হইতে পারেন না। নেভোরের মিউনিসিপাল কাউন্সিলে ও ডিট্রিক্ট বোর্ডে মহিলা সভ্য মনোনীত করিয়া মান্দ্রাজ গবর্ণমেণ্ট স্বফল পাইয়াছেন। এবং সম্প্রতি মাম্রাজ শহরের মিউনিসিপাল কাউন্সিলে এই প্রস্তাব গৃহীত হইয়াছে, যে, ঐ মিউনিসিপালিটির কার্য্যপরিচালন হিতকর করিবার জন্য—বিশেষতঃ নারী ও শিশুদের কল্যাণার্থগবর্ণমেণ্ট উহার কৌন্সিলে একজন মহিলা সভ্য মনোনীত করুন । তদনুসারে মান্দ্রাজ প্রদেশের স্থানিক স্বায়ত্তশাসনের ভারপ্রাপ্ত মন্ত্রী একজন মহিলাকে মনোনীত করিবার উপায় অবলম্বন করিতেছেন। সকলের অগ্রণী বলিয়া বাংলার একটা অহঙ্কার আছে। সেইজন্যই বোধহয় ভাল কাজ অন্য কোথাও হইয়৷ গেলে বাংলা তাহা করিতে চায় না ! তৃতীয় গ্রৈণীর রেলযাত্রী রেলের তৃতীয় শ্রেণীর গাড়ীর ভাড়াও বাড়িয়াছে, কিন্তু পশু ও মন্থয্যের যে-সব প্রাকৃতিক প্রয়োজন সাধন আবখ্যক, সেইসকলের ব্যবস্থা উহাতে হয় নাই। -যাত্রী