পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ) । মুক্তধারা' "ملا কিন্তু আপনার পূজা,গোপন করতে পারে নি, তার মুখ সঞ্জয় । - - তোমার মনে পডুচে না ? - •. সে ক্লি কথা ? - अडिछि६ বটু পাচে টু কি। সেইজন্যেই সইতে পাচ্চিনে ঐ বীভৎসটাকে যা এই ধরণীর সঙ্গীত রোধ করে দিয়ে আকাশে লোহার দাত মেলে অট্টহাস্য করচে। স্বৰ্গকে ‘ভালো লেগেচে বলেই দৈত্যের সঙ্গে লড়াই কয়ুর্তে যেতে দ্বিধা করিনে । সঞ্জয় গোধূলির আলোটি ঐ নীল পাহাড়ের উপরে মূচ্ছিত হয়ে রয়েছে—এর মধ্যে দিয়ে একটা কান্নার মূৰ্ত্তি তোমার হৃদয়ে এসে পেচচ্ছে না ?.

  • অভিঞ্জিং ষ্ট, পেচচ্চে । আমারও"বুক কান্নায় ভরে রয়েচে । আমি কঠোরভার, অভিমান রাখিনে -চেয়ে দেখ ঐ পাখী দেবদারু-গাছের চুড়ার ডালটির উপর একল বসে আছে ; ও কি নীড়ে যাবে, না, অন্ধকারের ভিতর দিয়ে দূর প্রবাসের অরণ্যে যাত্রা করবে-জানিনে ; কিন্তু ও যে এই স্বৰ্য্যাস্তের আকাশের দিকে চুপ করে চেয়ে আছে সেই চেয়ে থাকার স্বরটি আমার হৃদয়ে এসে বাঙ্গুচে, * স্বন্দর এই পৃথিবী। যা কিছু আমার জীবনকে মধুময়

করেচে সে সমস্তকেই আজ আমি নমস্কার করি । [ বটুর প্রবেশ ] বটু যেতে দিলে না, মেরে ফিরিয়ে দিলে। অভিজিং কি হয়েচে, বট, তোমার কপাল ফেটে রক্ত পড়চে যে । 尊 - . বটু আমি • সকলকে সাবধান, করতে বেরিয়েছিলুম, বছিকু, “যেয়ো ন ও পথে, ফিরে যাও " · . অভিজিং কেন, কি হয়েচে ? © ২. জান না, যুবরাজ ? ওঁরা যে আজ যন্ত্ৰবেদীর উপর তৃষ্ণারাক্ষসীর প্রতিষ্ঠা করবে ৬ মানুষ-বলি চায়। সেই বেদী গাথার সময় আমার দুই মাতীর রক্ত ঢেলে দিয়েচে। মনে করেছিলুম পাপের বেদী আপনি ভেঙে পড়ে যাবে। কিন্তু এখনো ত ভাঙল না, ভৈরব ত জাগৃলেন না। s - অভিজিৎ ভাঙবে । সময় এসেচে। বটু ( কাছে আসিয়া চুপে চুপে ) তবে শুনেচ বুঝি ? ভৈরবের আহ্বান শুমেচ ? অভিজিৎ শুনেচি । - বট সৰ্ব্বনাশ ! তবে ত তোমার নিষ্কৃতি নেই ? অভিজিৎ - - না, নেষ্ট । বট © i এই দেখৃচ না, আমার মাথা দিয়ে রক্ত পড়চে, সৰ্ব্বাঙ্গে ধুলো। সইতে পারবে কি, যুবরাজ, যখন বক্ষ বিীর্ণ হয়ে যাবে ? - অভিজিৎ ভৈরবের প্রসাদে সইতে পার্ৰ। • বটু 尊 চারিদিকে সবাই যখন শক্র হবে ? আপন লোক যখন ধিক্কার দেবে ? অভিজিং সইতেই হবে । বট তাহলে ভয় নেষ্ট । 尊 অভিজিং না ভয় নেই । • বট বেশ বেশ । তাহলে বটুকে মনে রেখো। "আমিও 廳 ঐ পথে। ভৈরব আমার কপালে, এই যে রক্ততিলক