পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যm } বাড়ীতে দিয়া আসিলেই চরকা চলিবে না। স্থতাকাটা শিখাইয়া দিতে হইবে। মাঝে মাঝে দেখিয়া আসিতে হইবে, বিগৃড়াইলে ঠিক করিয়া দিতে হইবে। ७नद इफ़ फेखम ब्रह्* cभांना, शचब्र गौण कब्र छून কাগজের পোয়া পোয়া- মোড়কে বিক্রি করিতে হইবে। চরকা দিয়া কাপাস-গাছ দেখাইয়া চলিয়া আসিলে কোনও ফল হইবে না। কোথায় তুলা, কে পিজে, কে খুনে, কে পাঁজ করে, এসব চিন্তার অবকাশ হইলে চরকা চলিবে না। 馨 স্থত কাটা মেয়েদের কম। কিন্তু, মেয়ে মহলে পুরুষের অধিকার নাই। শিক্ষিকাও স্থলভ। যে-সে শিক্ষিক হইলেও চলিবে না। কুলাঙ্গনারও কম নয়। দেরাদুনে বাঙ্গালী ৩৩১ অগত্যা বালক ; বুদ্ধিমান, সৌম্যমূৰ্ত্তি ধীর ও মধুরভাৰী বালককে শিখাইয়া গ্রামে গ্রামে ৰাড়ীতে বাড়ীতে পাঠাইভে হইবে । এক দিন একবার পাঠাইলেও চলিবে না । মেয়েদের সময় থাকে না, এক দিনে মনও ভিজে না। চরকা ও তুলার পাইজ অবশ্ন প্রথম বারেই রাখিয়া আদিতে হইবে, মূল্যের কথাই নাই। তার পর শেখ হইলে কাটা স্থত আনিবার পালা, তাতীকে দিয়া গামছা বুনাইয় বাণি লইয়া দিয়া আসা, কাটা স্থতায় না কুলাইলে অঙ্কের স্বত্তা, বাজারের স্থতা দিয়া ভরতি করিয়া একটা কিছু বোন কাপড় কৰ্ত্তনীকে দিয়া আসিতে হুইবে । ইত্যাদি । লোককে খন্দর পরান মুখের কথা নয়। डबी ८यां८*ां★कट्छ ब्रांश्न দেরাদুনে বাঙ্গালী আমরা ইতিপূৰ্ব্বে বঙ্গের বাহিরে বাঙ্গালী গ্রন্থে দেরাদুন-প্রবাসী কয়েকজন বিশিষ্ট বাঙ্গালীর নাম মাত্র উল্লেখ করিয়াছিলাম; তাহারা যে সৎকার্য্যের দ্বারা বিদেশে থাকিয়া দেশের গৌরব বৃদ্ধি করিয়াছেন, অন্ত তাহার কিছু কিছু পরিচয় প্রদত্ত হইল। " প্রায় ৩৭।৩৮ বৎসর পূৰ্ব্বে ঢাকা কলেজের ভূতপূৰ্ব্ব ছাত্র প্রসিদ্ধ গণিতজ্ঞ শ্ৰীযুক্ত কালীমোহন ঘোষ দেরাদুনে গ্রেট টি গোনোমেটিকাল সর্ভে বিভাগে কৰ্ম্ম করিতেন। র্তাহার পারদর্শিতা দেখিয়া বিভাগের কর্তা গণনা-কার্ধ্যের উপযোগী কৰ্ম্মচারী মনোনয়নের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষের নিকট লিখিবার ভার তাহার উপর স্তন্ত করেন । ডাক্তার বুথ তখন ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন । তিনি রায় সাহেব ঈশানচন্দ্রকে মনোনীত করিয়া পাঠান। ঈশান-বাৰু ১৮৬৪ খৃষ্টাব্দের ১১ই জামুয়ারী শ্ৰীহট্টের অন্তর্গত বথিন গ্রামে জন্মগ্রহণ করেন। জহার পিতা vগৌরকিশোর মুলী মহাশয় লঙ্করপুর মুন্সেফি আদালতের সর্বপ্রধান উকীল ছিলেন। ঈশানচঞ্জ অল্প বয়স পিতৃ-মাতৃহীন হইয়া প্রতিকূলতার ভিতর निग्नां दिछांछांग करब्रन । क्रूि छक प्रशैग्न ¢कडे ७ প্রতিভার বলে সকল অভাব সকল বাধা অতিক্রম করিয়া অতি যোগ্যতার সহিত ছাত্রবৃত্তি, প্রবেশিকা, এফ-এ, এবং বি-এ পরীক্ষায় উত্তীর্ণ হন। বুথ সাহেবের মনোনয়নে ঈশান-বাৰু ১৮৮৫ খৃষ্টাব্দের ২রা সেপ্টেম্বর দেরাদুনে পদার্পণ করেন । কৰ্ম্মদক্ষতার গুণে তিনি অল্পদিনেই হেড কম্পুটিারের পদে উন্নীত হন। আজ ৩৬ বৎসর তিনি দক্ষতার সহিত কৰ্ম্ম করিয়া গবর্ণমেণ্টের যেমন প্রশংসাভাজন হইয়াছেন বহু বৎসরের প্রবাসবাসে স্বীয় উন্নত চরিত্র এবং গুণগ্রামের জন্য সে প্রদেশের সাধারণেরও সম্মানিত এবং সৰ্ব্বজনপ্রিয় হইয়াছেন । আঠার শ আটানব্বই খৃষ্টাব্যের পূর্ণ স্বৰ্য্য-গ্রহণের সময় ইংলণ্ডের রয়েল সোসাইটি হইতে প্রেরিত বহু জ্যোতিৰ্ব্বিদ পণ্ডিত স্বৰ্য্যপরিবীক্ষণের জন্য ভারতবর্ষে আগমন করেন। তাহাদের পর্য্যবেক্ষণাদি কার্ধ্যে সাহায্য করিবার জন্ত ঈশান-বাবু দেরাদুন হইতে প্রেরিত হন, এবং অতি যোগ্যতার সহিত কাৰ্য্য করেন । তিনি যথাসময়ে তাহার বিবরণ “প্রদীপ” নামক মাসিক পত্রিকায় প্রকাশ করেন । ভারতবর্ধের তৎকালীন সর্ডেয়ার জেনারেল,কর্ণেল স্যার সিডনী বায়ার্ড, কে-সি-এস-আই, আর-ই, এফু-জার