পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য } সাহায্য করিয়াছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ গ্রহণে প্রতিষ্ঠাতা v পূরণসিংহ নেগী মহাশয়ের অনুরোধ রক্ষা করিতে না পারিলেও, বিমলা-বাৰু এই স্কুলের সহিত বিশেষ ভাবে সংহই আছেন। তিনি প্রয়োজনমত এখনও ছাত্রদিগকে গণিত শিক্ষা সম্বন্ধে সাহায্য করিয়া থাকেন । তিনি সম্প্রতি বীজগণিত সম্বন্ধে একখানি পুস্তক লিখিয়াছেন । বিমলা-বাবু দেরাদুনে স্বাস্থ্যোন্নতির জন্য আগত নূতন বাঙ্গালীর প্রধান আশ্রয়স্বরূপ । অমায়িক ব্যবহার ও বিমল চরিত্রের জন্য বিমলাচরণ-বাৰু স্থানীয় অধিবাসী ও প্রবাসী সকলেরই শ্রদ্ধা ও সন্মানভাজন হইয়াছেন । বিমলা-বাকু আসিবার দশ বংসর পরে অর্থাৎ ১৯০০ খৃষ্টাব্দে বাবু রমাপ্রসাদ রায়, বি-এ, জরীপ বিভাগের প্রভিন্সিয়্যাল সার্ভিসে প্রবেশ করিয়া দেরাদুন আগমন করেন। এখানে তিনি সার্ভে অফ ইণ্ডিয়ার একৃষ্ট এ্যাসিট্যান্ট স্বপারিন্টেণ্ডেণ্ট পদে কৰ্ম্ম করিতেছেন। চব্বিশ পরগণার অন্তর্গত গোলাবাড়ী, হালিসহর গ্রামে রমাপ্রসাদ-বাবুর পৈতৃক বাস । তিনি ১৮৭৬ খৃষ্টাব্দে হুগলী জেলায় জন্মগ্রহণ করেন এবং পুরুলিয়া হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়। ১৫২ বৃত্তি লাভ করেন । পরে তিনি প্রেসিডেন্সী কলেজ হইতে গণিত শাস্ত্রে সম্মানের সহিত বি-এ পাশ করেন । দেরাদুনে আসিবার পূৰ্ব্বে তিনি দুই বৎসর কলিকাতা রেভেনিউ বোর্ডে কৰ্ম্ম করিয়াছিলেন। দেরাদুনে তিনি ১৯০০ অব্দে আসেন, এবং সেই বৎসরই তাহার বিশেষ চেষ্টা ও আধ্যবসায়ের ফলে দেরাদনে বাঙ্গল-শিক্ষা-সমিতি স্থাপিত হয়। জরীপ বিভাগের কার্য্য শিক্ষা শেষ হইলে তিনি ঐ বিভাগের ম্যাপ্লেটিক পাটিতে নিযুক্ত হন। এই কার্ধ্যে তিনি প্রায় সমস্ত উত্তর ভারত পরিভ্রমণ করেন এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান ব্রহ্মের টেনাসেরিম উপকূল আন্দামান দ্বীপপুঞ্জ এবং ভারতের মধ্যপ্রদেশের অন্তর্গত বস্তার রাজ্য প্রভৃতি বহু বিপদসঙ্কল প্রদেশে ভ্রমণ করিয়া তত্তং স্থানের কার্ধ্য স্বচারুরূপে সম্পাদন করেন। রমাপ্রসাদ-বাবু ১৯১৮ খৃষ্টাব হইতে টি গোনে-মেটিকাল সার্ভে অফিসের ড্রইং বিভাগে হেড ایسیسیای میانه میسی দেরাদুনে বাঙ্গালী বাবু বিমলাচরণ সোম, দেরাদুন ড্রাফটসম্যানের পদে কাৰ্য্য করিতেছেন । তিনি এক্ষণে দালানওয়াল মহল্লায় "সারদ-লজ” নামে একটি স্বরম্য অট্টালিক নিৰ্ম্মাণ করিয়া দেরাদুনের স্থায়ী অধিবাসী হইয়াছেন । বিগত জর্থন যুদ্ধাবসানে অবসরপ্রাপ্ত কাপ্তেন যতীন্দ্রমোহন মিত্র, আই-এম-এস্ মহাশয় দেরাদুন-প্রবাসী হইয়াছেন। তিনি এখানে অতিঅল্পদিনেই চিকিৎসাভিজ্ঞতা ও অমায়িকতার ফলে প্রবাসী ও স্থানীয় অধিবাসীদিগের শ্রদ্ধা আকর্ষণ করিয়াছেন । স্থানীয় জরীপ বিভাগের ম্যাগ্লেটিক এনার্ভেটিংএর পরিচালক শ্ৰীযুক্ত কুমুদ্রনাথ মুখোপাধ্যায়, এম-এ, মহাশয় অতিশয় দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি এখানে চিকিৎসা করিয়া বহু লোকের উপকার করিতেছেন। ব্যারিষ্টার জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রসিদ্ধ উকীল শ্ৰীযুক্ত শরৎ চন্দ্র সিংহ, এম-এ, ও শ্ৰীযুক্ত পতিতপাবন বন্দ্যোপাধ্যায়, বি-এ, এখানে বিলক্ষণ খ্যাতিলাভ করিয়াছেন। রায় বাহাদুর উপেন্দ্রনাথ কাঞ্জিলাল মহাশয়ের স্বযোগ্য পুত্র শ্ৰীযুক্ত প্রফুল্লচন্দ্র কাঞ্জিলাল, বি-এল-সি, একৃষ্ট্র