পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sob-e معجیبی حکیمیایی -سته পুরোহিত বয়ন কার্ধ্যে লিপ্ত ব্যক্তিদিগকে মন্ত্ৰপূত করিয়া দিত, পাছে তাহাদের কোন প্রকার অনিষ্ট হয়, বা কেহ তাহাড়ের কোন ক্ষতি করে। মাওরি পোষাকের বিশেষ আড়ম্বর ছিল না। মাওরিরা এই পাতার জাশের বোন দুখানি বস্ত্র ( এগুলিকে পাতলা মান্থর বলাও চলে ) ব্যবহার করিত। একখানা কোমরে জড়ান থাকিত, আর একথান। গলায় জড়ান থাকিত, তাহ দেখিতে কতকটা আমাদের দেশের অ-সংসারী বাবাজীর আলখাল্লার মত। কোন কাজ করিবার সময় এই গলার বস্ত্র খুলিয় ফেলা হইত। পুরুষ এবং নারীর পোষাকের মধ্যে প্রভেদ কিছুই ছিল না । পুরুষ তাহার গলার বস্ত্র ডান পাশে কাধের উপর বাধিত, নারী বাধিত বা পাশের কাধের উপর। আট বছর বয়স না হওয়া পৰ্য্যন্ত বালক-বালিকার কোন প্রকার বস্ত্র পরিধান করিত না । মহিলারা চুল খোলা রাখিত । ছোট ছোট বালিকার কপালের সামনের চুল ঠিক ক্রর সমান রেখায় কাটিয়া ফেলিত। বড় ঘরের মেয়েরা মাথার দুইপাশে লুইয়া পাখীর লেজ ঝুলাইত। মাওরি মেয়ের কানে নানা প্রকারের গহনা পরিধান করিত। আমাদের দেশের অধিকাংশ মেয়ের মত তাহার কান ফুড়িয়া এইসব গয়না পরিত। কানের গহনার মধ্যে জেড, পাথরের গহনা সবচেয়ে দামী এবং আদরের ছিল । তাহার একমাত্র কারণ–এই পাথর কাটিয়া গহনা করিতে অনেক সময় লাগিত । জেড়, পাথর সবচেয়ে শক্ত পাথর । এই পাথর তাহারা অন্ত পাথরে ঘসিত বা জেড, পাথরের ধার দিয়া কাটিত। শ্বেতাঙ্গদের শুভাগমনের পূৰ্ব্বে মাওরিরা কোন প্রকারের ধাতুর সহিত পরিচিত ছিল না। অন্যান্ত গহনার মধ্যে নানা প্রকার পার্থীর পালক, জন্তুর দাত, হাঙ্গরের দাত, ফুল, এবং প্রিয়জনের বা স্বামীর দাত সারি সারি গাথিয়া গলায় ঝোলান হইত। సీ: সবচেয়ে দামী এবং আদরের গহন ছিল "টকি" । ইহার অর্থ জেড, পাথরের তৈরী মানুষের মুণ্ডমালা। এই মূওগুলি দেখিতে অতি কুৎসিত। ইহা তৈরী করিবার প্রবাসী—আষাঢ়, ১৩২৯ [ २२° डांगं, sञ थर) আবার বাধা পদ্ধতি ছিল, যেমন-তেমন করিয়া তৈয়ারী করিলেই হইত না। 纪 পুরুষেরাই এই টিকি’ বেশী পরিত। তবে মেয়েদের গলাতেও ইহা দেখা যাইত। একটি "টকি" বংশাকুক্ষমে চলিয়া আসিত । অনেক সময় এই টিকি মানুষের মাথার খুলির একটা দিক ভাঙ্গিয় তৈরী করা হইত। তবে এই রকম "টকি" আজকাল নাই বলিলেই হয় । শ্বেতাঙ্গ-আগমনের পূর্বের মাওরি-জীবন —সকাল বেলায় পাহাড়ের উপর হইতে সকলে দল বাধিয়া নীচে নামিয়া আসিত । নীচে তাহাদের চাষ-আবাদের জমি ছিল । তাহারা 'পা' অর্থাৎ পাহাড়ের উপর কেল্লা হইতে যুদ্ধের বেশে অবতরণ করিত। ঐক হাতে বর্শ বা মুগুর, আর এক হাতে চাষবাসের দ্রব্যাদি থাকিত। মেয়ের পিছনে আসিত। সন্ধ্যার অন্ধকার ঘন হইবার পূৰ্ব্বেই, তাহারা আবার পাহাড়ে উঠিত। নারীরা এবং ক্রীতদাসের খাদ্য এবং কাঠের বোঝা লইয়া সামনে থাকিত। যখন চাবের কার্ধ্য একপ্রকার বন্ধ থাকিত, তখন তাহার কোন দূরের দেশে চলিয়া যাইত ; সেখানে মাছ ধরিত, শীকার করিত, নানা রকম অস্ত্ৰ নিৰ্ম্মাণ করিত ; এই সময় নারীরা বস্ত্ৰ-বয়ন-কার্য্যে লাগিয়৷ থাকিত। সকলেই নিদ্রার সময় ছাড়া কোন না কোন কাজ করিত। কাহাকেও অলস বলিলে, তাহাকে বড় অপমান করা হইত। - রান্না-বায়ার কাজ নারীদেরই করিতে হইত । মাওরিদের প্রধান খাদ্য ছিল মাছ এবং শাক-সবৃজী । কিন্তু তখনকার দিনে কুকুর ছাড়া কেবল ইচ্ছুর নিউজিল্যাণ্ডে পাওয়া যাইত। ক্যাপ্টেন কুক প্রথমে এই দেশে শূকর এবং ছাগল আমদানি করেন। ছাগমাংস মাওরিদের খুবই সখের খাদ্য ছিল। তাহারা সকল প্রকার পার্থীর মাংসই ভক্ষণ করিত। কয়েক রকমের পার্থীর মধ্যে মৃত আত্মীয়দের আত্মা থাকে বলিয়া তাহারা রক্ষা পাইত। কোন রকমের মাছ তাহাদের খাদ্যতালিকা হইতে বাদ পড়ে না। কত রকমের শাকসবুজী যে খাইত তাহার বর্ণনা করা যায় না। তাহার এক রকমের ফার্ণ গাছের গোড়া খাইতে খুবই