পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীস দেশের প্রাচীন কীৰ্ত্তি আবিষ্কার • ১৮৭০ খৃষ্টাব্দ হইতে আজ প্রায় পঞ্চাশ বছর ধরিয়৷ গ্ৰীস দেশের প্রাচীন কীৰ্ত্তি খননের চেষ্টা চলিতেছে। লণ্ডনের বার্কবেক্ কলেজের অধ্যাপক মিঃ এফ, এইচ, মার্শাল সম্প্রতি একটি পুস্তক প্রকাশ করিয়াছেন, তাহাতে তিনি সেই চেষ্টার ফলে কি কি প্রাচীন কীৰ্ত্তি আবিষ্কৃত হইয়াছে চিত্রের সহিত তাহার পরিচয় দিয়াছেন। উত্তর গ্রীসে, ১৮৭১ খৃষ্টাব্দ হইতে, এথেন্সের কাছাকাছি জায়গায় श्रृंनन-कॉर्षीं श्रांद्रस्र झग्न ! यांब्र कूछि बझल्ल ५ब्रिग्नl dझे कांछ 5ाल । ধ্বংসাবশেষে যেসব জিনিষ আবিষ্কৃত হইয়াছে তাহা অনৈতিহাসিক যুগের খৃষ্টপূর্ব প্রায় ১• • •-৭•• শতাব্দীর। ১৮৭৩-৭৪ খৃষ্টাব্দে টানাগ্রা নামক স্থানে যে-সব জিনিষ আবিষ্কৃত হয় তাহাতে বিশেষজ্ঞ লোকেরা চমৎকৃত হইয় যান। এখানে একটি আধটি নয়, একেবারে অনেকগুলি মূৰ্ত্তি পাওয়া যায় ; সেগুলি মাটি ও বলি দিয়া তৈয়ারী আর আধুনিক পুতুলের মত চক্ৰচকে ও ঝকঝকে। মূৰ্ত্তিগুলি ছোট ছোট মামুষের। যে-গুলি মেয়েদের মূৰ্ত্তি তাঁহাতে আবার পোষাক-পরিচ্ছদের বাহার অতি চমৎকার। চারিদিকে কবরের সন্ধান করিতে করিতে যে-সব কবর দেখিতে পাওয়া গিয়াছে তাহারা আবার সব এক আকারের নয়, নানা আকারের। কোথাও পাহাড়ের গ কাটির কবর করা হইয়াছে, কোথাও বা ইট-পাথর দিয়া তৈয়ারী। যেসমস্ত মূৰ্ত্তির উল্লেখ করিলাম, তাহার মধ্যে কতকগুলি অত্যন্ত প্রাচীন, কবেকার ঠিক ধরা যায় না। তবে অধিকাংশই খ্ৰীষ্টপূৰ্ব্ব চতুর্থ শতাব্দীর । ১৮৭৫ খৃষ্টাব্দে ডোডোন নামক স্থানে খনন আরম্ভ হয় এবং ১৮৯২ সালে উত্তর গ্রীসের ডেলফি নামক স্থানে। অর্কেমেনস্ নামক স্থানে একটি অদ্ভূত মৌচাকের মন্ত কবর দেখিতে পাওয়া যায়। পারগামনের প্রাচীন থিয়েটার গৃহ । इंडिभाषा इंटॅलिमि८मग्न भग्निरब्रञ्च श्रवइीन निर्भीङ झग्न ।। 4हें छांग्रश्नांग्र কতকগুলি মূল্যবান ধ্বংসাবশেষ পাওয়া গিয়াছে। মন্দিরটির চারিদিকে প্রচুর জায়গা, সামূনে একটি প্রকাও দালান, তাহাতে বোধ হয় রোগীর রোগ সারাষ্ট্রবার জন্ত স্বপ্নলব্ধ ঔষধের আশায় হত্যা দিক। পড়িয়া থাকিত। এথেন্সের কাছে ১৮৮৪ খৃষ্টাব্দে একটি প্রকাও প্রাচীর পাওয়া গিয়াছে। একটি এক-শত ফুট লম্বী মন্দিরও আবিষ্কৃত হইয়াছে। এই মন্দিরের অধিকৃত অনেক সুন্দর ভাস্কৰ্য্যযুক্ত জিনিষ দেখিতে পাওয়া গিবাছে, এগুলি আগে রঙিন ছিল বলিয়৷ বোধ হয় । বিওটিয়৷ নামক পাহাড়ের উপর জার-একটি মন্দিরের অবস্থান জানিতে পার গিয়াছে। শিলালিপি হইতে বুঝিতে পারা যায় যে মন্দিরটি এপোলোর (সুর্য্য) পূজার জঙ্ক নির্মিত। মন্দিরে একটি আশ্রম সংলগ্ন ছিল। আর দৈববাণী শুনিবার জন্তও একটি গৃহ ছিল। এখানকার কাবিরি মন্দিরও নূতন আবিষ্কৃত। এ মন্দিরটি প্রাচীন, মাঝে মাঝে সারানো হইয়াছিল মাত্র। এটির গঠন স্বতন্ত্র। গ্রীসের অস্তান্ত মন্দিরে দেখা যায় ভিতরে তিনটি ভাগ ; কিন্তু এই মন্দিরটির ভিতরে চারিটি ভাগ। এ মন্দিরের উপাস্ত দেবতা ভূগর্ভস্থ জীবাদির মত। সামোৰ্থেস নামক দ্বীপে ও বিওটাতে এই রকম দেবতার পূজা আরম্ভ হয়। খিব সূ-এ আবার এই দেবতার পিতাপুত্র ডেলফির এক ধনভাণ্ডারের বহির্ভাগ-লাম্বনে ফিঙ্কস-এর মূৰ্ত্তি ।