পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিমির-হৃদবিদারণ জলদগ্নি-নিদারুণ, মরু-পােশনি-সঞ্চর । শঙ্কর শঙ্কর ! বজ্ৰঘোষ-বাণী, রুদ্র শূলপাণি, মৃত্যুসিন্ধু-সন্তর, শঙ্কর, শঙ্কর ! [ প্রস্থান । উদ্ধবের প্রবেশ ] উদ্ধব এ কি ? যুবরাজের সঙ্গে দেখা না করেই মহারাজ চলে গেলেন ? মন্ত্রী পাছে মুখ দেখে প্রতিজ্ঞা ভঙ্গ হয় এই ভয়ে। এতক্ষণ {রে বৈরাগীর সঙ্গে কথা কচ্চিলেন মনের মধ্যে এই দ্বিধা নয়ে। শিবিরের মধ্যেও যেতে পারছিলেন না, শিবির ছেড়ে যেতেও পা উঠছিল না। যাই যুবরাজকে দেখে আসিগে । [ প্রস্থান । [ দুইজন স্ত্রীলোকের প্রবেশ ] > মাসী, ওরা কেন সবাই এমন রেগে উঠেচে ? কেন লিচে যুবরাজ অন্তীয় করেচেন-আমি এ বুঝতেও পারিমে, সইতেও পারিনে। ૨ বুৰ্বতে পারিসনে উত্তরকুটের মেয়ে হয়ে ? উনি নন্দিসঙ্কটের রাস্তা খুলে দিয়েছেন। S আমি জানিনে জুতে অপরাধাক হয়েচে ? কিন্তু আমি কিছুতেই-বিশ্বাস করিনে যে যুবরাজ অন্তয় করেচেন। ● 越 তুই ছেলেমানুষ, অনেক দুঃখ পেয়ে তবে একদিন ৰবি বাইরে থেকে যাদের ভালো বলে বোধ হয় তাদেরি বশি সন্দেহ করতে হয়। মুক্তধারা .3 - কিন্তু যুবরাজকে কি সন্দেহ কবুচ তৈামরা ? ૨ - সবাই বাঁচে ৰে শিৰতরাষ্টমের লোকদের স্বশ করে নিয়ে, উনি এথনি উত্তরকুটের সিংহাসন জয় করতে চান,— ওঁর আর তর সইচে না। } সিংহাসনের কি দরকার ছিলু ওঁর । উনি ত সবারই হৃদয় জর করে নিয়েছেন। যারা ওঁর নিলে কবৃচে তাদেরই বিশ্বাস করব আর যুবরাজকে বিশ্বাস করব না ? - $ তুই চুপ কর। একরৰি মেয়ে, তোর মূপে এসব কথা সাজে না। দেশস্কন্ধ লোক যাকে অভিসম্পান্তু কবৃচে তুষ্ট হঠাং তার— 驗 Ş আমি দেশস্কন্ধ লোকের সামনে গাড়িয়ে একথা বলতে পারি যে— 鬱 ૨ চুপ্‌ চুপূ । } কেন চুপ ? অামার চোখ ফেটে বেরতে চায়। যুবরাজকে আমি সব-চেয়ে বিশ্বাস করি এই কথাটা প্রকাশ করবার জন্তে আমার ধা-হয় একটা কিছু করতে ইচ্ছা কবৃচে । আমার এই লম্ব চুল আমি আজ ভৈরবের কাছে মানং করব–বলব, “বাবা, তুমি জানিয়ে দাও যে যুবরাজেরই জয়, যারা নিন্দুক তার মিথ্যে !" | ૨ চুপ চুপ চুপ। কোথা থেকে কে শুনতে পাবে। মেয়েটা বিপদ ঘটবে দেখৃচি ! , [ উভয়ের প্রস্থান। [ উত্তরকুটের একদল নাগরিকের প্রবেশ ] - > . কিছুতেই ছাড়চিনে, চল রাজার কাছে যাই। ३ ফল কি হবে যুবরাজ যে রাজ্বর বক্ষে স্থাকি,