পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] . দেশবিদেশের কথা—ভারতবর্ষ 88సి চাকিম আজমল গ न'ईौभङ्गिल রাজস্থান-রমণীর তেজ । সম্প্রতি মেবারের বেজোলিয়৷ নামক স্থানে পুলিশ পাঁচজন পুরুষ ও এগারজন স্ত্রীলোককে গ্রেপ্তার করে । ইহাতে লোকের উত্তেজিত হইয় উঠে এবং ঘটনা-স্থলে অনেক নরনারী আসিয়া জমা হয় । রাজস্থান সেবা-সজোর সেক্রেটাবী এই সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি পুরুষদিগকে বুঝাইয়। সেখান হইতে সরাইয় দেন, কিন্তু রাজপুত নারীরা তাহার কথা ন শুনিয়া সেখানে জড় হইতে থাকে । প্রার পাচশত রাজপুত নারী পুলিশকে ধরা দিতে প্রস্তুত হয়। শ্ৰীমতী অনা দেবী চৌধুরাণী এই দলের নেত্রী হন। অবশেষে পুলিশ যত লোক গ্রেপ্তার করিয়াছিল, তাহাদের ছাড়িয়া দিতে বাধ্য হয়। প্রকাশ যে পৃদর লইয়৷ গোলমাল বাধিয়া ছিল।—মেদিনীপুরহিতৈী পরলোকে বীর রমণী--দক্ষিণ আফ্রিকার নেটালের “হিন্দু" পত্রিকার সম্পাদক পণ্ডিত শ্ৰীযুক্ত ভবানীদয়ালের মহীয়সী সহধৰ্ম্মিণী শ্ৰীমতী জগরাণী দেবী সম্প্রতি ইহলোক ত্যাগ করিয়াছেন। তাহার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ভারতীয় প্রবাসীগণের বিশেষ ক্ষতি হইল। দক্ষিণ আফ্রিকায় যে সময় ভারতীয়দিগের প্রতি ঘোর নির্য্যাতন চলিতেছিল, সেই সময় নিক্রিয়-প্রতিরোধ-ব্ৰত-ধারিণী এই পুণ্যশীল। বীর রমণী মহাত্মা গান্ধীর সহধৰ্ম্মিণীর সহিত পুনঃ পুনঃ সানন্দে কারাগারকে বরণ করিয়া লইয়াছিলেন। দেড় বৎসরের শিশু-সন্তানের