পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাটির তলায় আগুন 8ඳව SAAAAAAASAAAA AAAA AAAASASASS ঘাস ৩য় সংখ্যা ] কথন বাদল-ছোওয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সরজ মেঘে মেঘে । ঐ ঘাসের ঘন ঘোরে ধরশীতল হল শীতল চিকন আভায় ভরে ; 《g| ইঠাৎ-গাওয়া গানের মত এল প্রাণের মেঘে ॥ ( গান ) ওরা যে এই প্রাণের রণে মরু-জয়ের সেনা । ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেন । তাই এমন গভীর স্বরে আমার আঁখি নিল ডাকি ওদের থেলাঘরে । ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে ॥ বর্ষা-প্রাতে ( গান ) বর্ষ রাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ-আলো মেশে । বেণুবনের মাথায় মুথায় রং লেগেছে পাতায় পাতায়, রঙের ধারায় হৃদয় হারায় কোথা যে যায় ভেসে ॥ আজি Jo ॐ ঘাসের ঝিলিমিলি, তার সাথে মোর প্রাণের কঁাপন এক ভালে যায় মিলি । মাটির প্রেমে আলোর রাগে, রক্তে আমার পুলক লাগে, বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে । ঐ রবীন্দ্রনাথ ঠাকুর > মাটির তলায় আগুন গত ১৬ই জ্যৈষ্ঠ ঢাকা জেলায় পাচদোনা গ্রামে যাইয়া জানিতে পারিলাম যে সেখান হইতে কয়েক মাইল দূরে একটি মাঠে কৃষকের তামাক খাবার আগুন হইতে একটি মাঠের মাটর নীচে আগুন লাগিয়াছে। আমরা ১৮ই জ্যৈষ্ঠ আমদিয়া গ্রাম হইতে শ্ৰীযুক্ত যোগেন্দ্রচন্দ্র চৌধুরী মহাশয় সহ সেই মাঠে যাই। গিয়া দেখি বুহু বহু বিঘা স্থান ব্যাপিয়া মাটর নীচে দিবারাত্রি আগুন জলিতেছে ; কত বৃষ্টি গেল, মাঠের উপর দিয়া জলের প্রবাহ বহিয়া গেল, তবুও আগুন জলিতেছে, ক্ষেত্র রক্ষার জন্য গভীৰ পরিথ কাটা সত্বেও আগুন ৩০-৪০০ হাত দূরে মাট ভেদ করিয়া বহু বহু ছিদ্ৰ দিয়া ধুম উদ্‌গার করিতেছে । বহু বন্ধদর ব্যাপিয়া কেবলি অসংখ্য ছিদ্রপথে ধূম উদগিরণ করিতেছে। বাছুর, শিয়াল, সাপ প্রায়ই আগুনে পড়িয়া মারা যায় । স্থানীয় কৃষকের বড় ভয় পাইয়াছে। এখানে কি কোন-প্রকারের কয়ল আছে ? স্থানটি বিল, তার চারিদিকে লাল টিলা, কঙ্কৰে ভরা মাটী, স্থানটির নাম সাতগায়ের বিল ৷ ঢাকা হইতে জিনায়দী ষ্টেসন ( A. B. Ry. ), তথা হইতে ৭ মাইল বা ষ্টীমার ষ্টেসন ভাঙ্গা হইতে ৫ মাইল। এখানে অনুসন্ধান হওয়া প্রয়োজন । উী ক্ষিতিমোহন লেন