পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՀ SSASAS SS SAAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAMAMAAA AAAA AAASS चाग्न (४१२७०8७२) क्छुि ८बनौ । श्रोलिङ दिएनौ বৃত্তি ফণ্ডের " আয়ের ৯৬৩৬৯ টাকা আবার স্বদে থাটান হইবে। তাঁহা বাদ দিলেও কলিকাতার জায় কেন্থিজের কাছাকাছি হয়। ইহাও মনে রাখিতে হইবে, যে, কেন্থিজের পরীক্ষার্থীদের ফীর সব টাকা উহার আয়ের মধ্যে ধরা হইয়াছে, কিন্তু কলিকাতার কী ফণ্ডের অংশ মাত্র উহার আয়ের মধ্যে ধরা হইয়াছে । কেন্থি জে জায় অপেক্ষা ব্যয় বেশী হওয়ায় যাট হাজার টাকা কম্‌তি পড়িয়াছিল। কলিকাতায় শুনিয়াছি পাচ লক্ষ টাকা কম্‌তি পড়িয়াছে ! বজেট হইতে দেখা যায়, সাড়ে চারি লক্ষের উপর বটে। কেন্থি জে ১৯১৯-২০ সালে ৪৩৬০ জন ছাত্র পড়াশুনা করিত। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পোষ্টগ্রাজুয়েট ও আইন শ্রেণীগুলিতে কত ছাত্র শিক্ষা পায় জানি না । পাঠকেরা মনে রাখিবেন, বিলাতে জীবনধারণের ব্যয় কলিকাতা অপেক্ষা অনেক বেশী। অবশ্য কেন্থিজ বিশ্ববিদ্যালয়ের নিজের আয় ছাড়া উহার কলেজগুলির স্বতন্ত্র আয় আছে । তদ্রুপ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিরও স্বতন্ত্র আয় আছে। কোন বিশ্ববিদ্যালয়েরই কলেজগুলির আয় আমরা ধরিলাম না। যাহা হউক উভয় বিশ্ববিদ্যালয়ের আয় যখন প্রায় সমান সমান, অথচ কলিকাতায় কমৃতি পড়িয়াছে কেজি অপেক্ষা প্রায় চারি লক্ষ টাকা বেশী, তখন দেখা যাইতেছে, কেন্থিজ অপেক্ষা কলিকাতা প্রায় চারি লক্ষ টাকা বেশী ব্যয় করিয়াছে। কেম্বুিজ ও কলিকাতা তাহাদের প্রত্যেকের ব্যয়ের বিনিময়ে জগতের জ্ঞানভাণ্ডার বৎসরে কি পরিমাণে বৃদ্ধি করে, কিরূপ দরের কত ছাত্র প্রতি বৎসর সংসারের কার্ষ্যক্ষেত্রে প্রেরণ করে, এবং উভয় বিশ্ববিদ্যালয়ের খ্যাতি পৃথিবীতে কিরূপ, তাহা ভাবিবার বিষয়। “আমরা বিশ্বের সব বিদ্যা শিখাইতে চাই, বা শিখাইতে প্রস্তুত, বলিলে চলিবে না, কোন কোন বিদ্যা কেমন শিখাইতেছেন, তাহাই বিবেচ্য। কলিকাতা বিদ্যাপীঠ কলিকাতা বিদ্যাপীঠের মধ্য ও উপাধি পরীক্ষার প্রবাসী-আষাঢ়, ১৩২৯ Aeee eeA AMMMMMAMMAASAMSAMMAMM MAMMAAA AAAA AAASS [ ২২শ ভাগ, ১ম খণ্ড কতকগুলি প্রশ্নপত্র আমরা দেখিয়াছি । অধিকাংশ প্রশ্ন এরূপ, যে, তাহার দ্বারা পরীক্ষার্থীদিগের চিন্তা ও বিচারশক্তি পরীক্ষিত হয়, মুখস্থ করিয়া তাহার উত্তর দেওয়া যায় না। সাহিত্যবিষয়ক প্রশ্নগুলির দ্বারা কাব্যরসগ্রাহিত পরীক্ষিত হয় । প্রশ্নপত্রে যে-সব বাংলা ও ইংরেজী কবিতা ও গদ্য বাক্যাবলী উদ্ধত হইয়াছে, তাহার কোন কোনটি হইতে অনেক উপদেশ পাওয়া शृोंग्न । বাংলা প্রশ্নপত্রগুলির আর-একটি বিশেষত্ব এই, যে, উহ! কেবল সে-কালের সাহিত্য সম্বন্ধেই নহে, দুই মাস আগে প্রকাশিত “মুক্তধারা” সম্বন্ধেও উহাতে প্রশ্ন আছে। go কলিকাতা মিউনিসিপালিটার চেয়ারম্যান শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ মল্লিক কয়েক সপ্তাহের জন্ত কলিকাতা মিউনিসিপালিটার চেয়ারম্যান নিযুক্ত হওয়ার প্রধান বিশিষ্টত্ব এই যে, তিনি বেসরকারী লোক। পরে তিনি বার্তাহার মত অন্য কোন যোগ্য বেসরকারী ব্যক্তি স্থায়ীভাবে চেয়ারম্যান নিযুক্ত হইলে ভাল হয়। আমরা সম্পূর্ণ নিঃস্বার্থওঁ নির্লেভ ভাবে, কেবল স্বনিয়ম প্রবর্তনের থাতিরে, এই কথা লিখিতেছি। আমরা যে বাড়ীতে ভাড় দিয়া বাস করি, তাহার পাশের খোলা কীটাকীর্ণ ও দুর্গন্ধ , নর্দমা ও দুটা খোলা পায়খান সংস্কারের জন্য অনেক লেখালেখি এবং স্থায়ী চেয়ারম্যানের স্বচক্ষে দর্শন সত্ত্বেও পাচমাসে যাহা হয় নাই, স্বরেন্দ্র-বাবুর নিকট হইতে তাহার প্রতিকারের আশায় কিছু লিখিতেছিন্ন। এখানে মশা আগেও খুব ছিল ; তাহার বিষয় মিউনিসিপালিটীকে জানাইয়াছিলাম ; উহার এক কৰ্ম্মচারী বলিয়া গিয়াছিলেন, মাণিকতলা মিউনিসিপালিটী হইতে মশারা আসিয়া থাকে। তাহারা খুব এন্টারপ্রাইজিং সন্দেহ নাই। কিন্তু এখন সন্ধ্যার সময় হইতে মশার আধিক্যে লেখাপড় করা কষ্টকর হইয়াছে। অস্থায়ী চেয়ারম্যান মহাশয়ের নিকট হইতে ঘরজোড়া একটা মশারি পাইবার লোভে তাহার প্রশংসা করিতেছি না— মশার কামড় একান্ত অসহ ইইলৈ, ওরূপ একটা মশারি কোন উপায়ে নিজেই ਸ਼ੇਸ਼ করিব। স্বরেক্স