পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা 3’ .বিশ্বজিং তোমাকে বাধা দিতে পারি এমন শক্তি আগার নেই। অন্ধকারের মধ্যে একলা চলেচ তবুও তোমাকে বিদায় দিয়ে ফিরতে হবে। কেবল একটি আশ্বাসের কথা বলে’ যাও যে আবার মিলনস্টবে। অভিজিং তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হবার নয় এই কথাটি মনে রেখে । [ দুই জনের দুইপথে প্রস্থান । ধনঞ্চয়ের প্রবেশ ( গান ) আগুন, আমার ভাই, আমি তোমারি জু গাই। তোমার শিকল-ভাঙা এমন রাঙ মূৰ্ত্তি দেখি নাই । দুহাত তুলে আকাশ পানে মেতেছ আজ কিসের গানে ? একি আনন্দময় মৃত্য অভয় বলিহারি যাই । যেদিন ভবের মেয়াদ ফুরোবে, ভাঙ্গ, আগল যাবে সরে’ সেদিন হাতের দড়ি পায়ের দড়ি দিবি রে ছাই করে । সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে ঐ নাচনে নাচবেরঙ্গে, সকল দাহ মিট্‌বে দাহে, খুচবে সব বালাই। [ বঁটুর প্রবেশ ] - - বটু -ঠাকুর, দিন ত গেল, অন্ধকার’ হয়ে এল। ধনঞ্জয় বাবা, বাইরের আলোর উপুর ভরসা রাখাই অভ্যাস, চাই অন্ধকার হলেই একেবারে অন্ধকার দেখি । ३छ्रे ভেবেছিলুম ভৈরবের মৃত্যু আজই - জারম্ভ হৰে, মুক্তধারী १5. কিন্তু যন্ত্ররাজ কি তারও হাত পা যন্ত্র দিয়ে বেঁধে দিলে ? - 8R密研 ভৈরবের নৃত্য যখন সবে আরম্ভ হয় তখন চোখে পড়ে যপন শেষ হবার পালা আসে তখন প্রকাশ হয়ে নী । পড়ে। বট : ಈHI 71, ಜೆ ಕ, 5 ಶ್ಲ ধরিয়েচে —জাগে, ভৈরব, জাগো ; আলো নিবেচে, পথ ডুবেচে, সাডা পাইনে মৃত্যুঞ্জয় ! ভয়কে মারো ভয় লাগিয়ে ! জাগে, ভৈরব, জাগো ! [ প্রস্থান । উত্তরকুটের নাগরিক দলের প্রবেশ ] . \ মিথ্যে কথা : রাজধানীর গারদে সে নেই। ওকে লুকিয়ে রেখেচে ।

  • দেগব, কোথায় লুকিয়ে রাগে !

ধনঞ্জয় ন, বাবা, কোথাও পারবে না লুকিয়ে রাখতে। পড়বে দেয়াল, ভাঙবে দরজা, আলো ছুটে বের হয়ে আসবে— সমস্ত প্রকাশ হয়ে পড়বে। এ আবার কে রে ? বুকের ভিতরটায় হঠাৎ চমুকিয়ে দিলে । \o তা বেশ হয়েচে । একজন কাউকে চাই । ত৷ এই বৈরাগীটাকেই ধর । ওকে বাপ । ধনঞ্জয় যে মানুষ ধরা দিয়ে বসে আছে তাকে ধরবে ক্লি করে’ ? , সাধুগিরি রাখ, আমরা ও সব মানিrে. ধনঞ্জর না মানাই ত ভালো। প্রস্থ স্বয়ং হাতে ধরে তোমাদের