পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ মানিয়ে নেবেন । তোমরা ভাগ্যবান। আমি যে-সব অভাগাদের জানি তার কেবল মেনে মেনেই গুরুকে -খোয়ালে। আমাকে স্বদ্ধ তারা মানার তাড়ায় দেশ ছাড়া করেচে । 电影 -۶یه സ്പ് তাদের গুরু কে ? ধনঞ্জয় যার হাতে তারা মার খায় । ° N তা হলে তোমার উপর গুরুগিরি আমরাই সুরু করি না কেন ? 磁 ধনঞ্জয় রাজি আছি, বাবা । দেখে নিই ঠিকমত পাঠ দিতে • পারি কি'না। পরীক্ষা হোক । ૨ সন্দেহ হচ্চে তুমিই আমাদের যুবরাজকে নিয়ে কিছু চালাকী করেচ ।

ে . ধনঞ্জয়

তোমাদের যুবরাজ আমার চেয়েও চালাক, তার চালাকী আমাকে নিয়ে । & ર দেখুলি ত, কথাটার মানে আছে। দুজনে একটা কি ফন্দি চলছে। > নইলে এত রাত্রে এখানে ঘুরে বেড়ায় কেন ? যুবরাজকে শিবতরাইয়ে সরাবার চেষ্টা। এইখানেই ওকে বেঁধে রেখে যাই। তার পরে যুবরাজের সন্ধান পেলে ওর সঙ্গে বোঝা-পড়া করব। ওহে, কুন্দন, বাধ না। দড়িগাছটা ত তোমার কাছেই আছে । কুন্দন .এই নাও না দড়ি, তুমিই বাধ না ૨ ബ ওরে, জোর উত্তরকুটের মানুষ ? দে, আমাকে দে!, বাধিতে বাধিতে ) কেমন হে, গুরু কি বলচেন ?

  • एंटु): কষে চেপে ধরেছেন, সহজে ছাড়টেন না। "

প্রবাসী-বৈশাখ, ১৩২৯ [ ২২শ ভাগ, ১ম,খণ্ড, [ ভৈরব পন্থীর প্রবেশ ] গান 曾 তিমির-হৃদবিদারণ . জগদগ্নি-নিদারুণ, মরুগ্মশান-সঞ্চর, শঙ্কর শঙ্কর । বজ্ৰঘোষ-বাণী রুদ্র, শূলপাণি, মৃত্যু-সিন্ধু-সন্তর শঙ্কর শঙ্কর । কুন্দন ঐ দেখ চেয়ে । গোধূলির আলো যতই নিবে আসচে আমাদের যন্ত্রের চূড়াটা ততই কালো হয়ে উঠচে । দিনের বেলায় ও সুৰ্য্যের সঙ্গে পাল্লা দিয়ে এসেছে, অন্ধকারে ও রাত্রিবেলাকার কালোর সঙ্গে টক্কর দিতে লেগেচে । ওকে ভূতের মত দেখাচ্চে। কুন্দন বিভূতি তার কীৰ্ত্তিটাকে এমন করে গড়ল কেন ভাই ? উত্তরকুটের যে দিকেই ফিরি ওর দিকে না তাকিয়ে থাকবার জো নেই, ও যেন একটা বিকট চীংকারের মত। [ ৪র্থ নাগরিকের প্রবেশ ] 8 খবর পাওয়া গেল, ঐ আমবাগানের পিছনে রাজার শিবির পড়েচে, সেখানে যুবরাজকে রেখে দিয়েচে । - a • এতক্ষণে বোঝা গেল। তাই বট বৈরাগী এই পথেই ঘুচে। ও থাক এইখানে বাধা পড়ে। ততক্ষণ [ প্রস্থান । দেখে আসি । [ প্রস্থান । ধনঞ্জয় ( १iन ) শুধু কি তার বেধেই তোর কাজ ফুরাবে, গুণী মোর ও গুণী ? 酸 বাধাবীণা রইবে পড়ে, এমনি ভাবে, wဇ္ဈင်္ချို) মোর, ও গুণী ?