পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

登 প্রবাঙ্গী-বৈশাখ, ১৩২৯ [२२* अं★, ५sष ४७ কুন্দন निय्कू - আমার ভালৈ বেীপ হচ্চে না, চক্সেম । অনেৰ মানুষ আসচে, কাকে চিন্‌ব ? *. 碘 [ উভয়ের প্রস্থান । छ्रुतां । : উত্তরকুটের দুইজন রাজদূতের প্রবেশ ] অনেক মানুষের মধ্যে তাকে ধোরো না, আমাদের > এখন কোন দিকে যাই ? নওগাঙ্গতে ধারা ছাগল চরায় তারা ত বললে, তারা দেপেচে যুবরাজ একলা এই পথ দিয়ে পশ্চিমের দিকে গেছেন ।

  • २ আজ রাত্রে তাকে খুজে বের করতেই হবে মহারাজের

হুকুম ! X মোহনগড়ে তাকে নিয়ে গেছে বলে' কথা উঠেচে । কিন্তু অস্থা পাগলীর কথা শুনে স্পষ্ট বোধ হচ্চে সে যাকে দেগেচে সে আমাদের যুবরাজ—আর তিনি এই পথ দিয়েই উঠেচেন । g t ૨ কিন্তু এই অন্ধকারে তিনি একল কোথায় যে যাবেন বোঝা যাচ্চে না । > আলো না হলে আমরাত এক পা এগতে পারব না। কোটপালের কাছ থেকে আলো সংগ্রহ করে আনিগে । [ উভয়ের প্রস্থান । [ একজন পথিকের প্রবেশ] পথিক ( চীংকার করি। ) ওরে বুধ—ন, শঙ্কু—উ! বিপদে ফেলে। আমাকে এগিয়ে দিলে, বললে, চড়াই পথ বেয়ে সোজা এসে আমাকে ধরবে। কারো দেখা নেই। অন্ধকারে ঐ কালে যন্ত্রট ইসারা করচে। ভয় লাগিয়ে দিলে । কে আসে ? কে হে ? জবাব দাও না কেন ? বুধন না কি ? -*. ২ পথিক আমি নিম্নকু, বাতিওয়ালা। রাজধানীতে সমস্ত রাত ভালো জলরে, বাতির দরকার। তুমি কে ? - ১ পথিক T - আমি হুব্বা, যাত্রার দলে গান করি। পথের মধ্যে পেতে পেলে কি আৰু অধিকারীর দল ? আন্দু । সে একেবারে আন্ত একখানি মাহুষ—ভিড়ের মধ্যে তাকে খুঁটে বের করতে হয় ন—সবাইকে ঠেলে দেখা দেয়। দাদা, তোমার ঐ ঝুড়িটার মধ্যে বোধ করি বাতি অনেকগুলো আছে, একখানা দাও না । ঘরের লোকের চেয়ে রাস্তার লোকের আলোর দরকার বেশি। নিম্কু দাম কত দেবে ? श्क्त। দামই যদি দিতে পারতুম ভবে ত তোমার সঙ্গে হেঁকে কথা কইতুম, মিঠে স্বর বের করব কেন ? নিমকৃ রসিক বট ড়ে । [ প্রস্থান । হববা - বাতি দিলে না, কিন্তু রসিক বলে চিনে নিলে। সেটা কম কথা নয়। রসিকের গুণ এই, ঘোর অন্ধকারেও তাকে চেনা যায়।—উঃ, ঝিঝির ডাকে আকাশটার গ৷ ঝিমঝিম করচে। না, বাতিওয়ালার সঙ্গে রসিকতা না করে ডাকাতি করলে কাজে লাগত। [ আরেকজন পথিকের প্রবেশ ] পথিক হেইয়ো ! হববা বাবারে; চমকিণে দাও কেন ? w পথিক ”颜 এখন চল ! ক্ববা চলব বলেই ত বেরিয়েছিলুম। দলের লোককে ছাড়িয়ে চলতে গিয়ে কি রকম অচল হয়ে পড়তে হয় সেই তৰটা মনে মনে হজম করবার চেষ্টা করছি। পথিক দলের লোক তৈরী আছে এখন তুমি গিয়ে জুটলেই হবে। -