পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&め、 eMAeSAAAAAAS AAAAAS AAAAAeS AAAAA AAAAAS S MS A S A S A S AMe S S কথা বলিবার আর অবসর ধfটল না, চাদকবি চলিয়া গেলেন । 彰 তাহার পর অমিয়া যখন চাদকবিকে খুজিবার জন্য রাজধানীতে আসিল, চাদ কবি তখন মহম্মদঘোরীর সহিত যুদ্ধ করিবার জন্য শিবিরে চলিয়া গিয়াছেন। অমিয়া সার দিন পথে পথে ঘুরিয়া চাদকবির দেখা পাইল না। রাত্রির অন্ধকারে ঝড় উঠিয়াছে, দিকে দিকে বিদ্যুৎ চমকাইতেছে —এই ভীষণ দুৰ্য্যোগে অমিয়া হতাশ-হৃদয়ে পথের ধারে বসিয়া পড়িল । সৌভাগ্যক্রমে বনের এক কাঠুরিয়া তাহাকে আশ্রয় দেওয়ায় অমিয়ার প্রাণরক্ষা হইল । এদিকে চাদকবি অমিয়ার জন্য ভাবিয়া আকুল, শিবিরে বধিয়া শুধু অমিয়ার কথা মনে পড়িতেছে । সহস্র থাকুক্‌ কাজ, আজ একবার অমিয়ারে না দেখিলে নারিব থাকিতে । না জানি সে অভাগিনী কি করিছে আহ ! হয়ত সে সহিছে দ্বিগুণ অত্যাচার। sk sk 發錄 প্রভাতের ফুল তুই, দিবসের পার্থী, কবে এ আঁধার রীত্রি ফুরাইবে তোর ? ওই মুখখনি নিয়ে প্রফুল্ল নয়নে গান গালি খেলাইবি প্রশান্ত হরলে। (১৭) আবার দূত আসিয়া খবর দিল যে শত্রুসৈন্ত রাত্রিযোগে অলক্ষ্যে আসিয়া তিন ক্রোশ দূরে শিবির ফেলিয়াছে, এখনি যুদ্ধসজ্জা করিতে হইবে। চাদকবি সৈন্যদলকে প্রস্তুত করিবার জন্য চলিয়া গেলেন, অমিয়ার সহিত আর দেখা করা হইল না। & বেল দ্বিপ্রহরে রাজধানীর পথে দলে দলে লোক অস্ত্রশস্ত্র লইয়া চলিয়াছে, সৈন্যদল যুদ্ধযাত্রা করিতেছে । নেপথ্যে অমিয়া গান গাহিয়া চলিয়াছে, বিদায়ের পূৰ্ব্বে চাদকবি যে গান তাহীকে শিখাইয়াছিলেন সেই গানটি।— তরুতলে ছিন্ন-বৃন্ত মালতীর ফুল মুদিয়া আসিছে আঁখি তার। চারিদিকে কেহ নাহি - তার— নিরদয় অসীম সংসার।” * চাদকবি একদল সৈন্তকে লইয়া যুদ্ধক্ষেত্রে যাইতেছিলেন, হঠাৎ মনে হইল যেন অমিয়ার কণ্ঠ 京 (১৭) রুদ্রচণ্ড, ৬ষ্ঠ দৃপ্ত, পৃঃ ২৭ । { প্রবাসী--শ্রোবণ, ASAA AAAA S AAAAS AAAASS AAAA S AAAAS AAAAA AAAAM AeM AMS AM AAAAS AAASASAAAAAS AAAAA AAAA S Sలిసిసి [ ২২শ ভাগ, ১ম খণ্ড ہپ ہے ... یعنی ہمہ --مہ ھ*حمتہ শুনিলেন, কিন্তু পরক্ষণেই ভাবিলেন যে মধ্যাহ্নে রাজপুথে সে কি করিয়া আসিবে। একজন সেনাপতি আসিয়া সংবাদ দিল যে হিন্দুসৈন্য যুদ্ধশ্রমে অতিশয় ক্লান্ত, সাহায্যের আশায় এখন একটা যুদ্ধ করিতেছে, বিলম্ব হইলে তাহারা হতাশ হইয়া পড়িবে। চাদকবি বুলিলেন ‘ভবে চল, চল ত্বর, আর দেরী নয়।” এমন সময়ে অমিয়া আসিয়া ডাকিল— অমিয় । চাদ, চীদ—ভাই মোর— সৈন্তাগণ । ८क छूझे ! पूज़ श' । সেনাপতি। সরে দঁাড়, পথ ছাড়, চল সৈন্যগণ ! झैाझकति । (सृष्टिङ इड्रेङ्ग ) अभिग्न| ८ङ्ग– সেনাপতি । চাদকবি, এই কি সময় ! আমাদের মুখ চেয়ে সমস্ত ভারত, ছেলেখেল পেলে একি পথের ধারেতে x চল চল" বাজাও বাজাও রণ-ভেরী । চাদকবি । ( যাইতে যাইতে ) অমিয়া রে, ফিরে এসে– সেনাপতি । বাজাও দুন্দুভি । { রণবাদ্য। সৈন্যগণের সহিত চাদকবির প্রস্থান । ] (১৮) দুন্দুভির শব্দে চাদ-কবির কথা ডুবিয়া গেল, অমিতার কানে কোন কথা পৌছিল না। অমিয়া অার সহ করিতে পারিল না, অবুসন্নহৃদয়ে পথপ্রান্তে বসিয়া পড়িল। ক্রমে রাত্রি হইয়া আসিল, রাজধানীর পথ নিস্তব্ধ। অমিয়ার মনে শুধু এক কথা— চলে গেল ! —সকলেই চলে গেল গে| ! দিনরাত্রি পথে পথে করিয় ভ্রমণ এক মুহূৰ্ত্তের তরে দেখা হ’ল যদি, চ'লে গেল ? একবার কথা কহিল না ? একবার ডাকিল না অমিয়। বলিয়৷ ? স্বপ্নের মতন সব চ'লে গেল গো ? (১৯) চলিতে চলিতে অমিয়া সেই অরণ্যের পথে আসিয়া উপস্থিত হইল। অমিয়া ভাবিল আর কোথাও যখন আশ্রয় মিলিল না পিতার নিকটেই ফিরিয়া ধাই, সে অরণ্যে ফিরিয়া চলিল। তার হৃদয় কিন্তু ভাঙ্গিয়া গিয়াছে। ম| গে৷ মা, হৃদয় বুঝি ফেটে গেল মোর ! প্রাণের বন্ধন বুঝি ছিড়ে গেল সব। 飆 চাঁদ, চাদ, ভাই মোর, দেখা হ'ল যদি, একবার ডাকিলে না অমিয়া বলিয়৷ ? (২০) SAAAAAA S SAAAAASA SAAAAA T S AAS AAAA S SA SAS AAAAAS AAAAA AAAA AAAAS AAAAAS AA AAS (১৮) রুদ্রচও, ৮ম দৃগু, পৃঃ ৩৫-৩৬ । ১৯ ) রুদ্রচও, ১০ম দৃষ্ঠ, পৃ: ৪• । , (২৭) রুদ্রচণ্ড, ১০ম দৃষ্ঠ, পৃঃ ৪১ ৷