পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ヘヘヘヘヘヘヘヘヘヘ・ト* অরণ্যে ফিরিয়া আসিয়া অভাগিনী দেখিল যে পিতা নিজবক্ষে ছুরিকা বিদ্ধ করিয়াছেন। অমিয়া পিতার পায়ের উপর কাদিয়া পড়িল । অমিয়াকে দেখিয়া রুদ্রচণ্ড চমকিয়া উঠিল। এতদিন পরে আজ মরিবার সময় তাঙ্গর মনে পড়িল যে তাহার কন্তু আছে। প্রতিহিংসা-বৃত্তির কঠিন আবরণ ভেদ করিয়া রুদ্ৰচণ্ডের পিতৃস্নেহ উদ্বেল হইয়া উঠিল। রুদ্রচণ্ড । অার মা আমির মোর, কাছে অlর বাছ । এতদিন পিতা তোর ছিল না এ দেহে, আজ সে সহসী ষ্ঠেথা এসেছে ফিরিয়া । অমিয়া, মলিন বড় মুখখানি তোর, আহা বাছ, কত কষ্ট পেলি এ জীবনে। আর তোরে দুঃখ পেতে হবে না, বালিক, পাষণ্ড পিতার তোর ফুরয়েছে দিন । এতদিন পরে অমিয়া এই প্রথম পিতৃস্নেহের পরিচয় পাইল, সে পিতাকে জড়াইয়া ধরিয়া বলিল— অমিয়। ও কথা বোল ন পিতা, বোল না, বোল ন । অমিয়ার এ সংসারে কেহ নাই আর । তাড়ায়ে দিয়েছে মোরে সমস্ত সংসার, এসেছি পিতার কোলে বড় শ্রীস্থ হয়ে । যেথা তুমি যাবে পিত। যাব সাথে সাথে, যা তুমি বলিবে মোৰে সকলি গুনিকু তোমারে তিলেক তরে তাড়িব না আর । م۔ rی وجہی : اے میے ہمہ আসন্ম-মৃত্যু রুদ্রচও কন্যাকে বুকে টানিয়া लठेठ । রুদ্রচণ্ড । আয় মা আমার তুষ্ট থাক বুকে থাক । সমস্ত জীবন তোরে কত কষ্ট দিন । এখন সময় মেয়ে ফুরীয়ে এসেছে, আজ তোরে কি করিয় ভুগী করি বাছ ? রণরঙ্গ AASAASAASAA AAAS A S A S A S A AAAAA AAAA M M M S S S S S S S S * * 家 求 藝 求 অমিয়াম, কঁপিনে থাক বকে থাকু। ২১) এদিকে মহম্মদ-ঘোরী হস্তিনাপুর অধিকার করিয়াছে, পৃথ্বীরাজের সাম্রাজ্য বিলুপ্ত। চাকবি ধ্বংসস্তুপ ছাড়িয়া চলিয়াছেন। চাকবি। পৃথ্বীরাজ, রাজদও, দোর্দণ্ড প্রস্তাপ, হাসি-কান্ন-লীলাময় নগর নগরী, আচল অটল কাল ছিল বর্তমান, আজ তার কিছু নাই। চিহ্নমাত্র নাই । এই যে চৌদিকে হেরি গ্রাম দেশ যত, এই যে মানুষগণ করে কোলাহল, এ কি সব শ্মশানেতে মরীচিক আঁক| (২২) এ সমস্তের মধ্যেও কিন্তু চাদকবির মনে পড়িতেছে অমিয়ার কথ। । চাদকবি আর থাকিতে পারিলেন না, অমিয়ার সন্ধানে অরণ্যে চলিলেন । কুটীরের নিকট আসিয়া দেখিলেন যে সমস্ত নিস্তব্ধ, কোন সাড়াশব্দ নাই। পদশকে প্রতিধ্বনি কঁাদিয়া উঠিতেছে, হাহা করিয়া বায়ু বহিতেছে। সন্তপণে কুটীরের দ্বার উদঘাটন করিয়া চাদকবি দেখিলেন রুদ্ৰচণ্ডের মৃত-দেহের পাশে মুম্‌ধু অমিয়া । আকুল কণ্ঠে অমিয়াকে ডাকিলেন— অমিয়, অমিয়া, স্নেহের প্রতিমা, চাদকবি ভাই তোর এসেছে হেথায় । ঐ প্রশান্তচন্দ্র মহলানবিশ मृश्र, જૂ: 8૭-8૧ । هدد ويع g5مي (اد د) (১১) বন্দ্রচণ্ড, ১৩শ দৃষ্ঠ, পৃ: ৪৮ । রণরঙ্গ আজি গগনে গগনে ঘন-গর জনে রণঝঞ্চনা য'জে, ভডিত চমকে অলির ফলক ঝলকে জলদ মাঝে । ভূবিমানে আজি জীমূত্ৰমন্দ্রে বাজিল তুমুল রণ, কঁাপিল বিশ্ব, কি ঘোর দৃশ্য, ভয়াতুর জীবগণ । মহা বোম ঘিরি’ নিকষকৃষ্ণ নীবধর নিনাদিল, বাত্যাতাড়িত ধুলায় অন্ধ ধরা আঁখি নিমীলিল । বিহুগ কুলায়ে আশ্রয় নিল, নরনারী নিল ধরে, জননীৰ ক্লোড়ে লুকাইল শিশু বিপুল শর্ধ ভরে । পারাধুর-ধার ধরণীর গলে অযুত অস্ত্রচার, বজর গরজে ? নাকি অসংখ্য অনাকিনী-ছক্কার ? বৃক্ষ ভাঙিল, ব্রততী ছিড়িল, বাধিল গণ্ডগোল, মুক্ত প্রকৃতি-বুকে আজ একি পরলম্ব-কলরোল ? শ্ৰী গোপেন্দ্রনাথ সরকার