পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.م. مص------ ૭૭૨૭ [ ২২শ ভাগ, ১ম খণ্ড কোরিয়ার রাজধানী শিউলে কেংবক্‌ নামক রাজপ্রাসাদের তোরণ। কবলিত করিতে আরম্ভ করে । জাপান কোরিয়ার নিকট এক সন্ধিপত্র উপস্থাপিত করে । তার মৰ্ম্ম এই, যে, জাপান গভর্ণমেণ্ট কোরিয়ার বৈদেশিক কৰ্ম্মভার গ্রহণ করিয়া তাহা পরিচালনা করিবে। কোরিয়া এই সন্ধি-সৰ্ত্তে আবদ্ধ হয়। ১৯০৭ সালে জুলাই মাসে আবার কোরিয়ার ঘাড়ে যে সন্ধিসওঁ চাপান-হুইল তাহ হইতেই সব কথা স্পষ্ট হইবে। তার মৰ্ম্ম এই— (১) কোরিয়ার রাজ-সরকার শাসন-কধ্যে জাপানী রেসিডেন্ট -জেনারেলের অনুজ্ঞা ও অনুমোদন অন্তসারে কাৰ্য্য করিবেন । ( ২ ) কোরিয়ার রাজ-সৰ্বকার যাই। কিছু আইন গঠন করিবেন বা যাহা কিছু অভিনব শাসনপ্রণালী প্রবর্তন করিবেন—সমস্ত কাজেই পূৰ্ব্ব হইতে, জাপানী রেসিভেণ্ট জেনারেলের সন্মতি ও অঙ্গুমোদন গ্রহণ করিতে হইবে । (৩) কোরিয়ার রাজ-সরকারের বিচার-কাৰ্য্য এবং সাধারণ শাসন-কার্য্যের মধ্যে পার্থক্য রক্ষিত হইবে। ( ৪ ) কোরিয়ার রাজ-সৰ্বকারে ব্যক্তি নিয়োগকাৰ্য্য রেসিডেন্ট-জেনারেলের দ্বারা সম্পন্ন হইবে । ( ৫ ) রেসিডেন্ট-জেনারেল অনুমোদন করিলে যেকোন জাপানী কোরিয়ার রাজকাৰ্য্যে নিযুক্ত হইতে পরিবে । ( ৬ ) রেসিডেন্ট-জেনারেলের বিনা অনুমতিতে কোরিয়ার রাজ-সৰ্বকার কোন বিদেশীকে রাজকাৰ্য্যে নিযুক্ত করিতে পারিবেন না । কোরিয়াকে সমগ্রভাবে গ্রাস করা বা এই সন্ধি-সত্ত্ব তার ঘাড়ে চাপ।নো প্রায় একই কথা । ইহা সত্ত্বেও ১৯০৮ সালে রেসিডেন্ট-জেনারেল প্রিন্স, ইত্তো ঘোষণা করিলেন যে, কোরিয়াকে জাপানরাজ্যভূক্ত করিবার ইচ্ছা তাদের নাই ! অবশেষে ১৯১০ সালে আগষ্ট মাসে, জাপানগভর্ণমেণ্ট কোরিয়াকে জাপানরাজ্য-ভূক্ত করিল ! এইরূপেই জাপান তার প্রতিজ্ঞ পূরণ করিল ! تھی۔ কোরিয়ার বিচারালয়-সমূহে বিচারকার্ধ্যের দুই রকম ব্যবস্থা আছে। একজন জাপানী অপরাধ করিলে সে