পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] কোরিয়ায় জাপানী শাসন · (ND(t MMeM AMAMAeM MSMMSM MM MM MAAM AM MAM MM MAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAASASASS to a 锣 শিউলের প্যাগোড উদ্যান । এবং রেল-লাইনও বসাইতেছে । কিন্তু জাপান তাদের রিপোর্টে পটুতার সহিত তাদের অর্থ-গৃং তার ভাব চাপ দিয়া রাখিয়াছে। তাদের অর্থ-লোভ কিন্তু কোরিয়ার জাতীয় জীবনের বহু বিভাগে হাত বাড়াইয়াছে। দৃষ্টান্ত স্বরূপ দেখা যায় যে, কোরিয়ার বড় বড় ব্যবসা-কেন্দ্র জাপানীরা নিজেদের কতৃত্বাধীনে আনিয়াছে। কোন ব্যবসার কাজে যদি কোন কোরিয়াবাসী নামিতে চান তবে র্তাকে রাজ-সরকারের হুকুম লইতে হইবে । রাজ-সৰ্বকারে তিনি যে আবেদন করিবেন তাহা তাগাদ সত্ত্বেও দিনের পর দিন ফেলিয়া রাখা হয়, মঞ্জুর আর হয় না । ইতিমধ্যে যদি কোন জাপানী সেইরূপ কাজের জন্ত আবেদন করে তবে, আশ্চৰ্য্য এই, তার আবেদনই भश्ब्र श्च ! কোরিয়ার নিত্যব্যবহার্ষ্য সমস্ত দ্রব্যই জাপান হইতে জামদানি করা হয়। সেখানকার ব্যবসা-বাণিজ্য নামে মাত্র কোরিয়াতে হয়, তার পরিচালনা সম্পূর্ণরূপে জাপানীদের হাতে। এ সম্বন্ধেও একজন বিশেষজ্ঞ ব্যক্তির क्ष१ ५्र • ? )ان “কোরিয়াতে কোন পরিদর্শক উপস্থিত হইলে তাকে জানানো হয় জাপান কেমন করিয়া কোরিয়াতে ব্যবসাবাণিজ্যের প্রসার করিয়াছে। কিন্তু তাকে এ-কথা বলা হয় না যে কোরিয়ায় জিনিসের আমদানি ও রপ্তানি ব্যাপারের শতকরা পচাত্তরটি জাপানীদের হাতে, এবং জাপানীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসা চালাইবার কোন স্থবিধাই কোরিয়াবাসীদের নাই। সম্পূর্ণরূপে জাপানী এবং আধা-সরকারী ওরিয়েন্টাল ডেভেলপ্‌মেণ্ট কোম্পানী যে অপেক্ষাকৃত উচ্চভূমির সমস্ত ধানের ক্ষেত কিনিয়া লইয়া কোরিয়াবাসীদের অধিকৃত নীচেকার জমিসকলের জলসংযোগ কাটিয়া দিয়াছে এবং কোরিয়াবাসীদিগকে জলাভাবে সে-সমস্ত জমি যৎকিঞ্চিৎ মূল্যে বিক্রয় করিতে বাধ্য ৮করাইয়াছে—তাহা পরিদর্শকের গোচর করা श्ध्न नां ।” ব্যবসা ও বাণিজ্যের সমস্ত লাভ জাপানের ঘরে গিয়া উঠিতেছে। এবং এইরূপে কোরিয়ার অর্থ শোষিত হইতেছে। কোরিয়ার অবস্থা যখন এই, তখন জাপানের মুখে কোরিয়ার সমৃদ্ধি-সাধনের কথা শোভা পায় না।