পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] অবলম্বন করিতে কুষ্ঠা বোধ করে না। নানাদিক হইতে প্রতিবাদ ও অভিযোগ আসা সত্বেও এবং স্বায়ত্তশাসন দিবার প্রতিজ্ঞ সত্ত্বেও জাপানীরা বীভৎসতার সহিত তাদের দমন-নীতি চালাইয়া চলিয়াছে এবং চালাইবেও। কিন্তু দেশাত্মবোধ এবং স্বাধীনতার প্রেরণায় যখন সমস্ত বিশ্বদরদী ৫৩৭ জগৎ উদ্ধৃদ্ধ হইয়া উঠিতেছে তখন কতদিন জাপান কোরিয়াকে পদদলিত করিয়া রাখিতে . পরিবে ? এসিয়ারই এক জাতি আর-এক জাতির উপর এমন নির্দয় বিশ্বদরদী কত জন দ্বারে আসে, চেয়েও দেখি না, ফিরে যায় তারা গভীর হতাশ্বাসে । তাদের দীর্ঘশ্বাস হা হা করে ফেরে পৃথিবীর বুলে, ছেয়ে ফেলে নীলাকশি। আমি যদি চাই কারে আকুল পরাণে আঁচলটি পেতে বসে থাকি তার দ্বাবে,— পাই না ভিক্ষ-মুঠি, ব্যর্থবাসনা চাপিয়া বক্ষে ধূলার উপর লুটি ; আমার বেদনারাশি সাগরের মত ঢেউ তুলে উঠে আমাকেই ফেলে গ্রাসি । এমনই করিয়া হায় সারাটি ভুবন কেঁদে কেঁদে মরে, পায় না যা-কিছু চায়। দুঃখ-দহনে জলে’ বিধাতারে সবে দোষ দিই শুধু ক্ৰন্দ্রন-কলরোলে ; ভাবি অবোধের প্রায় আমাদের এত দুঃখে বিধির কিছু নাহি আসে যায়। জানি না ভিখারী-সাজে তিনিও ফেরেন হৃদয় মাগিয়া নিখিল-মানব মাঝে । বিমুখ হইয়া যবে ফিরাই তাহারে, কত ব্যথা পান, হিসাব কে রাখে কবে ? অত্যাচার আর কতদিন করিবে ? গুপ্ত যতেক বেদন যার এক সাথে জমে অচল-মুকুট গড়েছে মাথায় তার। যত আশা হল ছাই, . সেসব তাহার অঙ্গবিভূতি,—চিরসন্ন্যাসী তাই । মানব-মনের বিষ -- তিল তিল করে” কণ্ঠে তাহার জমিছে অহনিশ । ব্যথিত বেদন বয়ে সবাকার সাথে ফিরিছেন পথে সবাকার বোঝা লয়ে । ওগো রাজ-অধিরাজ ! তোমার ব্যথার সমুখে আমার এ কান্না পায় লাজ । আমার নয়ন-বারি বিরাট অশ্র-সাগরে হারায় োজ নাহি পাই তারি। মামুষেরে দিয়া হাসি দরদী !.তোমার কাছেতে শুধুই কান্নাটি নিয়ে আসি । ক্ষম সেই অপরাধ, মোর বুকে আজ প্রেমের লীলায় মিটাও তোমার সাধ । পরম-প্রেমিক জন । কঁাদিয়ে তোমায় কাদাব না আর, এই হল মোর পণ । বক্ষে মিলায়ে থাক, হে দরদী বঁধু! আমায় তোমার শান্তি-ৰ্তাচলে ঢাক । g শ্ৰী স্থনীতি দেৰী