পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

á१२ ।। প্রবাসী-শ্রাবণ, ১৩২৯ ( ২২শ ভাগ, ১৭ খণ্ড রাজপুতানায় বাঙ্গালীর স্মৃতি পরিত্রাজক v ধৰ্ম্মানন্দ মহাভারতী মহাশয় মিবার ভ্রমণ করিয়া ১৩৯৯ সালে "নবপ্রভা” পত্রিকায় লিখিয়াছিলেন যে, চিতোর-নিবাসী মহামহোপাধ্যায় পণ্ডিত শ্যামলদাসকে এরাজ্যে বাঙ্গালীর বাস সম্বন্ধে জিজ্ঞাসা করায় পণ্ডিতজী বলেন, “এখানে বাঙ্গালী নাই এবং না থাকাই ভাল।” “পঞ্চানন-বাৰু নামে একজন সুশিক্ষিত বাঙ্গালী ব্রাহ্মণ যুবা অজমীঢ় সহরে বড় চাকরি করিতেন। সাহেবদিগের অনুরোধে তাহাকে উদয়পুরের ফৌজদারের (পুলিশ ম্যাজিষ্ট্রেট) পদ প্রদত্ত হইয়াছিল। কয়েকমাস পরে তাহাকে বিষ খাওয়াইয়া এখানকার লোকে মারিয়া ফেলে। সন্দেহযুক্ত মৃত্যুর জন্য বৃটিশ রেসিডেন্টের আদেশে মৃতদেহের শবাস্তক পরীক্ষা (Post-Mortem Examination ) (* îR, gaifa, কিন্তু কেহই অপরাধী বলিয়৷ সন্দিগ্ধ হয় নাই । মৃত বাবুর পরিবারকে মালিক ত্রিশ টাকা পেন্সন দিবার জন্য মহারাজা আদেশ করিয়াছেন।” ধৰ্ম্মানন্দ মহাভারতী মহাশয়ের প্রদত্ত এই সংবাদ আমরা ইতিপূৰ্ব্বে “বঙ্গের বাহিয়ে বাঙ্গালী” গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছিলাম। দুইতিন বৎসর হইল এলাহাবাদে অবসরপ্রাপ্ত কেরৌলীর ভূতপূৰ্ব্ব মন্ত্রী রাওসাহেব ভোলানাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট এই বিষয়ের উল্লেখ করিলে তিনি পঞ্চানন-বাবু ও র্তাহার পিতা স্বৰ্গীয় মাধবচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় সম্বন্ধে তাহার দিনলিপি ও পুরাতন স্মারক বহি হইতে উপকরণ সংগ্ৰহ করিয়া দেন। তাহার সংক্ষিপ্ত বিবরণ আমরা প্রবাসীর পাঠকপাঠিকার গোচর করিলাম। সিপাহী-বিদ্রোহের পূৰ্ব্বে স্বৰ্গীয় মাধবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশ হইতে প্রথম উত্তরপশ্চিমাঞ্চলে আগমন করেন । ofta fsf Atwo stato frwtsh ( Southern Malwa state ) এজেন্টস অফিসে কৰ্ম্মগ্রহণ করেন। তিনি রাজপুতানায় কেরোঁলীর গোস্বামীগৃহে বিবাহ করিয়া শ্বশুরালয়ে থাকিয়া নিমচের কৰ্ম্মের জোগাড় করিয়াছিলেন। সিপাহী-বিদ্রোহের সময় তিনি তথা হইতে পলায়ন করিয়! কেরোঁলী প্রত্যাবর্তন করেন । কেরোঁলীর মহারাজা মদনপাল তাহাকে অক্ষত্ৰ কৰ্ম্মগ্রহণ করিতে না দিয়া কেরোঁলী স্কুলের হেডমাষ্টার করিয়া এবং ৫০ বিঘা ব্রহ্মোত্তর জমী দান করিয়া আপনার কাছেই রাখেন । কেরোঁলীতেই মাধব-বাবুর দেহান্ত হয়। সে সময় কেরেীলীতে গোস্বামীদের এরূপ প্রতিপত্তি ও সন্মান ছিল যে মাধব-বাবু গোস্বামীদের ঘরে বিবাহ করায়, মোহন্তের ভগিনীপতি—এই সম্পর্কে, মহারাজাও র্তাহাকে ভগিনীপতির ন্যায় মান্ত করিতেন। অধিকতর কৌতুকের কথা এই যে শুালক ও ভগিনীপতির মধ্যে যেরূপ কৌতুকামোদ হওয়া স্বাভাবিক ততদূর পর্য্যন্ত ইহঁাদের উভয়ের মধ্যে চলিত । মাধব-বাবুর পুত্র বাবু পঞ্চানন চট্টোপাধ্যায় পূৰ্ব্বে রাজপুতানা রেলওয়ের মালওয়া এগ্‌জামিনার অফিসে কাৰ্য্য করিতেন । এই অফিস পরে উঠিয়া অজমীঢ়ে গেলে তাহার নাম হয় Chief Engineer's Office । রাজপুতান-মালওয়া রেলওয়ে অফিসে তিনি প্রায় পনর বৎসর কার্য্য করিয়াছিলেন । যদিও তিনি অজনীঢ়ে থাকিতেন তথাপি পিতার বিবাহসূত্রে কেরোঁলীর সহিত র্তাহার সম্বন্ধ বিচ্ছিন্ন হয় নাই । র্তাহার প্রতি কেরোঁলীর রাজপরিবারের অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা ছিল। মহারাজা অৰ্জুনপালের বিধবা পত্নী ১৮৮৭ খ্ৰীষ্টাবো। ঐক্ষেত্রাদি দর্শন মানসে যাত্রা করিলে, তাহার সঙ্গে একজন ইংরেজী-জান লোকের আবশ্যক হওয়ায়, তিনি পঞ্চানন-বাবুকে সঙ্গে লইয়া যান। ইতিপূৰ্ব্বে পঞ্চানন-বাৰু মহারাজ মদনপালের পত্নীর সহিত তীর্থভ্রমণে গিয়াছিলেন। তিনি বিলক্ষণ বাকৃপটু ছিলেন। “সভাচতুর" বলিয়া তাহার খ্যাতি ছিল । তিনি রাজপুত সর্দারদিগের সহিত খুব মিশিতে পারিতেন। একসময় উদয়পুরের বর্তমান মহারাণার cछाईबांउ भशंब्रांख श्रृंखनिश् अछगैौएक्ल यांश्रृंभन करब्रन । তিনি পঞ্চানন-বাবুর জাতিথেয়তায় ও বাকৃপটুতায়

  • শুধ বৎসর পূর্বে অর্থাৎ ১৮৮৬ অঙ্গে রাও বাহাদুর ৮ ভোলা-अॉनभम करब्रन अपर vनांपद דו-tאף דאאוזין:5t אזה बांबूर इत्न कलौजीव्र प्ररुशहेत्रि कक्रिच् षांकन । -