পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છક્ષિણrt ] , , সত্যেক্ত-স্মরণে «ፃፃ বীণাপাণি অঙ্গখানি সাজাবে কে নূতন সাজে – ‘হোম-শিখা কোন জালবে সাধক বীর 3. “অভ্র-আবীর” কে ছড়াবে আজকে বাণী কুঞ্জমাঝে— দেশের গৰ্ব্বে করবে উচ্চ শির! বাণী-দেউল পূবে কে আর অতুল মণি-মঞ্জুষা’য়— কে গাথিবে ‘রঙ্গমল্পী আর ; ‘তুলির লিখন হাতে নিয়ে কে ভরাবে স্বযমায় ‘হসস্তিকায় পূজার অর্ঘ্যভার ! আজকে সে যে গেছে চলি গেছে চলি কোন্‌ হুদুরে— সেথায় কি সে শুনছে মোদের বাণী , ভাসিয়ে মায়ে অশ্র-ধারে কোথায় গেল সে কোন পুরে, পত্নীপ্রাণে বজ্র কঠোর হানি ? মৃত্যু যদি নে যায় তাকে কেড়ে মোদের কাছ থেকে মরণের আজ ঘটবে পরাজয় ; অমর সে যে মোদের কাছে—গেছে যে সে কীৰ্ত্তি রেখে-- করেছে সে হৃদয় সবার জয় । নিভল আজি একটা তারা ; থামাল গান একটি পিকৃ— হিয়া সবার উঠল ব্যথায় ভরে’ ; শান্তি লভ, অমর কবি, মৃত্যু,—সে তার প্রাপ্য নিকৃ, বঙ্গ আজি ভাস্কক্ নয়ন-লোরে । শ্ৰী দেবীদাস মুখোপাধ্যায় সত্যেন্দ্র-স্মরণে জীবন-নাট্য অকালে সাঙ্গ করি’ আষাঢ়ের মেঘ-মুকুট মাথায় পরি’ ললাটে আঁকিয়! জয়চন্দন-টীকা করিলে প্রয়াণ যেন গো বহ্নিশিখা ! মেঘলোকে যেথা নন্দনবনছীয়ে স্বচ্ছ সরসী আকুল দখিনা বায়ে, শ্বেত সরগিজ ফুটায়েছে মায়াছবি, সবুজ সায়রে উকি দ্যায় শিশু-রৰি, মৃণাললুব্ধ মরালের মত তুমি সেথা কি গো গেলে ত্যজিয়া মৰ্ত্ত্যভূমি ? ধূলিধূমে ভরা মহানগরীর প্রাণ মারিল কি দিতে তব পুজা-অবদান ? চলে গেলে যেথা চিরবসন্ত রাজে, নুপুরের ধ্বনি নিম্বত বাতাসে বাজে ? ‘মেঘদূত-কবি হাতে নিয়ে মালাগাছি তোমারে বরিতে রয়েছে দাড়ায়ে আঞ্জি । স্বরধুনী তব ভস্ম বুকেতে ধaি • জলধির শিরে দিল সে উজাড় করি’, ফেনপুষ্পের অঞ্জলি ধরি তুলে জয়গাথা তব গাহিল কর্ণমূলে ! দাড়াইয়া এই কঠিন মর্ত্যভূমে দীনহীন এক বন্ধু তোমারে নমে ! * নাই তার হাতে নম্বনফুলহার, অশ্রুর মালা দিতেছে সে উপহার ! সাস্থন পাক অশান্ত তব হিয়া, মেলে যেন সেথtiমনের মত্তন প্রিয় ! স্বরপতি-সভা উজ্জ্বলি রহ কবি, নয়নে ফুটুক অলোক-আলোক-ছবি ! ১২ আষাঢ়, ১৩২৯ স্বরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়