পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] হয়ে পড়েন। যখন তার চেতনা বিকারগ্রস্ত রোগবিষে মুছহিত, তখনও তিনি একটু চেতনা পেয়েই আমাকে খুজেছেন ; মা, স্ত্রী ও ভাইয়েরা যখন তাকে ঔষধ পথ্য খাওয়াতে পারেন নি, আমি তাকে অনুরোধ করতেই হাসিমুখে যুক্ত-করে নমস্কার করে আমার প্রতি তার অসীম প্রীতি নির্ভর ও কৃতজ্ঞতা জানিয়ে আমার অনুরোধ পালন করেছেন । র্তার অকাল-তিরোধানে একপুত্রা মাতার ও পতিব্ৰতা পত্নীর যে ক্ষতি তার ত তুলনা নেই ; কিন্তু সত্যেন্দ্র কেবল পরিবারের আত্মীয় ছিলেন ন—তিনি ছিলেন সমস্ত দেশের আত্মীয় বন্ধু, নিরুৎসাহীর উৎসাহদাতা, সংকীর যশোগায়ক, অন্যায়ের প্রতিরোধী । সত্যেন্দ্রের অভাবে দেশের লোকের ও সাহিত্যের যে ক্ষতি হয়েছে তাও পূরণ হবার নয়। সত্যেন্দ্র রবীন্দ্রনাথের সঙ্গে ১৯১৫ সালে কাশ্মীরে গিয়ে আমাকে চিঠি লিখেছিলেন– চারু, হয়েছে ভূস্বৰ্গ-প্রাপ্তি হঠাৎ অামার, স্বৰ্গী হয়েছি আমি, ভুল নাই তার। ভূ-পূৰ্ব্ব স্বৰ্গীয় কবি অন্ত তাই sings নিসর্গের জয় । আর বিজয় Greetings ! সত্যেন্ত্র যে এত শীঘ্র ভূত-পুৰ্ব্ব স্বৰ্গীয় কবি হবেন ত৷ স্বপ্নেও ভাবি নি। আজ ভূতপূৰ্ব্ব স্বগীয় কবিকে তার শোকসন্তপ্ত বন্ধু শ্রদ্ধাতপণ নিবেদন করছে। ছন্দ-সরস্বতীর প্রিয় দুলাল, মাতৃভূমির বক্ষের ধন, বন্ধুবৎসল কবি আমাদের এই বিচ্ছেদদুঃখ অনুভব করে’ই সাত্বনা দিয়ে গেছেন— · ഘാ যেদিন আবার ফুটুবে মুকুল সেদিন আমায় দেখতে পাবে, ফাগুন-হাওয়া বইলে ব্যাকুল থাকুব দূরে কোন হিসাবে ? আস্ব আমি স্বপন ভরে গভীর রাতে ভুবন পরে ; • হাসব আমিজ্যোৎস্ব সাথে, গাইব যখন কোকিল গাবে। - সত্যেন্দ্র-পরিচয় (tS(t , తగ్ని ۹-بی-عرصههای این گیاه گیست" তোমরা যখন কইবে কথা শুনব আমি শুনব গো তা, • আমার কথা হরষ ব্যথা হায় গো হাওয়ায় ভেসেই যাবে! কবির এই বিশ্বসত্তা আমরা যেন অমৃক্ষণ অনুভব করতে পারি বিশ্বকৰ্ত্তাব কাছে এই প্রার্থনা । ১৯৯২ সালের আগষ্ট মাসে সত্যেন্দ্র তার বন্ধু সতীশচন্দ্র রায় ও অজিতকুমার চক্রবত্তীর সঙ্গে একছাতার তলে দাড়িয়ে ফটো ভোলান । এই তিনজনই অল্প বয়সে নিজের নিজের প্রতিভাচ্ছটায় বঙ্গদেশ উদ্ভাসিত করেন এবং তিনজনেই অল্প বয়সেই পরলোকে যাত্র করলেন । অজিতকুমারের মৃত্যুর পর সত্যেন্দ্র প্রায়ই বলভেন—“তিন জনের দুজন গেল, এবার আমার পালা ।” কবি সত্যেন্দ্র শীঘ্রই “মৃদূরের যাত্রী" হবেন জেনে সকলের কাছে বিদায় চেয়ে গেছেন— আজ আমি তোমাদের জগং হইতে চলে যাই ভাই । জনেকের চেনা মুখ কাল যদি পোঞ্জ দেখিবে সে নাই । 琛 来 獵 আমি যদি বণরে প্রাণে ব্যপ। দিয়ে থাকি আজ ক্ষম। চাই ; স্বেচ্ছায় বেদন মোরে দাও নাই কেহ, , আমি জানি ভাই । 骼 琛 嶺 মনে থাকে মনে কোরো ; আমি তোমাদের ভূলিব না হয় ! তোমাদের সঙ্গহারা সঙ্গী তোমাদেরি— বিদায় ! বিদায়! সত্যেন্দ্র পরলোকের আনন্দলোকে আমাদের পূৰ্ব্বজ হয়ে অপেক্ষা কুরছেন ; আমরা ইহলোকের কৰ্ম্ম সমাপ্ত করে” বিদায় নিলে আবার তার সঙ্গমুখ পেয়ে ধন্য হব, তারই আশ্বাসবাণী আমাদের আশান্বিত করে। তুলেছে। সৰ্ব্বলোকপ্রিয় ভগবান আমাদের সেই আশা পূর্ণ করবেন—এই প্রার্থণ । চারু বন্যাপাধ্যায়