পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ყ6 ბ و - مسیر همسایه ممد ۹*۳ প্রবাসী—শ্রাবণ, S S S S S S S S S S AAAA S SAAAS S S S S - ---- ~ --سے ہے۔ cन डांबूल, “वांषि खठि मांभांछ, उदू बांधांचे कथांग्र ८कन बांष पप्ले८ष ?” - লে রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিঞ্জেকে নিজেয় জুg করতে লাগল। তার পরদিন সকালে সে ফল এনে দাঁড়াল, তাপস হাত পেতে মিলে । পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে । शcष छोड़ मन उद्ब्र' ॐ श । কিন্তু তার পরেই নদীর ধারে শিল্পীল গাছের ছায়ায় তার চোখের জল জার থামৃতে চায় না! কি ভালে কি জানি । পরদিন সকলে কাঠকুড়নি তাপসকে প্রণাম করে বললে, “প্ৰভু, আশীৰ্ব্বাঙ্গ চাই ।” তপস্বী জিজ্ঞাসা করূলে, “কেন ?” মেয়টি বললে, “আমি বহুদূর দেশে যাব।” তপস্বী বললে, “যাও, তোমার সাধন সিদ্ধ হো ।” wo SS SSAAAASSSS S S S S S S S S S S S S S S S S S S S SS AAAASS AAAA S AAAAS AAAAA AAAA S S M S একদিন তপস্ত পূর্ণ হলইন্দ্র এসে বললেন, “স্বর্গের অধিকার তুমি লাভ করেছ।” তপস্বী বলে,"তা হলে আর স্বগে প্রয়োজন নেই ।” ইন্দ্র জিজ্ঞাসা করলেন, “কি চাঙ ?” তপস্বী বললে, “এই বনের কাঠকুড়নিকে ৷” ( সবুজ পত্র, মাঘ ও ফাল্গুন, ১৩২৮) শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর

  • ایبے

বৈশাখ বৈশাখ হে, মোনী তাপস, কোন অঙ্গলের ষাণ এমন কোথায় খুঁজে পেলে ? তপ্ত ভালের দীপ্তি ঢেকে" মন্থর মেঘথানি এল গভীর ছায় ফেলে । র"ন্দ্রতপের সিদ্ধি একি ঐ যে তোমীর বক্ষে দেপি ? ওরি লাগি আসন পা৩ে হোম-ষ্ট তাশন স্থেলে ১ নিঠুর, তুমি ভাকিয়েছিলে মৃত্যু-ক্ষুধার মত তোমার রক্ত নয়ন মেলে । ভীষণ তোমীর প্রলয় সাধন প্রাণের বাঁধন যত * যেন হাস্বে অবহেদে । হঠাৎ তোমার কণ্ঠে এ যে - আশাঁর ভাষা উঠুল বেজে, দিলে তরুণ গুণমলরপে করণ সুধা ঢেলে ৷ (ভারতী, আষাঢ় ) শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর ( ভারতী, আষাঢ় ) { अछ ২২শ ভাগ, ১ম খণ্ড - - - S S S S S S S S S S S S S S S S S S SSAS SSAS SSAS SSAS SSAS S S S S S S - বৈশাখী ঝড় হৃদয় আমায়, ঐ বুঝি তোয় বৈশাখী ঝড় আসে । বেড়t-ভাঙার মাতন নামে উদাম উল্লাসে । - - মোহন এল ভীষণ বেশে, আকাশ-ঢাকা জটিল কেশে, ५ीज cॐtभांत मt५न-५न চরম সৰ্ব্বনাশে । বাতাসে তোর স্বর ছিল না, ছিল তাপে ভরা । পিপাসাতে বুক-ফটা তোর रऽक्र कठिन १ज्ञt । জাগ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে, এল তোমার পথের সাথী বিপুল অট্টহাসে । শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর )లిశిన জ্যৈষ্ঠী-মধু আই, ঠুক্রিয়ে মধু-কুলকুলি পালিয়ে গিয়েছে বুলবুলি ;-- টুলুটুলে তাঞ্জ ফলের নিটোলে টাটুকা ফুটিয়ে যুলঘুলি । কুল্‌ কুল্‌ কুল বাস-ভর স্বরু হ’য়ে গেছে রসূ ঝরা, ভোমূরীর ভিড়ে ভীমূরুলগুলে! মউ খুজে ফেরে বিপূকুসূই! ঝাক বেঁধে ফেরে চাক ছেড়ে দুপুরের হরে ডাক্‌ ছেড়ে, অtঙর-বোলানো বt৩াসের কোলে ক্ষেরে বোরে খালি চুল্‌বুলি ! বোলত সোনেল রোদ পিয়ে বুদ হ’য়ে ফেরে রে" দিয়ে ; ফলুদ বনের জলস ফুরলে মৌমাছি এলে রেল তুলি! নিঝুম্ নিথর রোদ খ থ। শিরীষ-ফুলের ফাগ মাথা, ঢুলঢুলে কার চোখ দুটি কালে৷ রাঙা দুটি হাতে লাল ক্ললি ! ঝড়ে-হান ডটে ফজ লি সে মেশে কাচামিঠে মজলিসে ; ‘রং-চোরা ফলে রস কি জোগালো”— কুহু কুহু পুছে কার বুলি । কে চলেছে ঢেল{-বল ঠেলে বুলবুলি-র্থেtঞ্জ। চোথ মেলে ; জারুল-মিঠে ঠোঁট ছুটি কাপে তাপে কঁপে তনু জুইফুলী! ८:ंश्*ं, তfর ওগো,