পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য। ] লর্ড টেম্পলমোরের আবাসভূমি গ্লেনভিরে. ক্যাসূল, অধিকার করিয়া তাহার। দেশ দৃঢ়ভাবে নিজেদের প্রতিষ্ঠা করিয়াছে। লিঞ্চ নামক এক ব্যক্তি ইহারের নেতৃত্ব করিতেছেন। খুব সম্ভব ডি ভ্যালের, ও মার্কভিচ ইহাদের সহিত যোগ দিয়া ডাবলিন অবরোধের প্রয়াস পাইবেন। সংবাদ জাসিয়াছে যে দক্ষিণ অয়ারল্যাণ্ডেয় কর্ক প্রদেশ স্বাধীনতা ঘোষণা করির ফ্রি ষ্টেট হইতে বিচ্ছিন্ন হইয় একটি নুতন গণতন্ধের প্রতিষ্ঠা করিয়াছেন । আয়ার্ল্যাণ্ডে যে বিদ্রোহের আগুন জ্বলিয়াছে সহজে যে তাহা নির্বাপিত হইবে তাহ মনে হয় না। যদিও ডাবলিন সহরের বিরোহীর সহজেই হারিয়া গিয়াছে তথাপি দক্ষিণে গণতান্ত্ৰিকদলের প্রতীপ দেখির মনে হয় যে এই বিদ্রোহ সহজে খামিবে না। চীনের গোলযোগ— চীনের অপ্তর্বিপ্লবের প্রকৃত তথ্য এখনও প্রকাশ পায় নাই। যতদূর জীন গিয়াছে তাঁহাতে বুঝা যায় যে পিকিঙ্গ সরকারই ক্রমশ আপন প্রভুত্ব বিস্তার করিতেছেন। চাঙ্গ -সো-লিন যখন রণকুশলী যোদ্ধা উ-পাই-ফুকে বিধ্বস্ত করিয়া ফেলিবার জোগাড় করিয়াছিলেন তখন স্ববিখ্যাত চীন-সেনাপতি ফেঙ্গ-উ-সিয়াঙ্গের অপূৰ্ব্ব কৌশলে চাঙ্গ -সো-লিন সম্পূর্ণরূপে পরাস্ত হন। সেনাপতি ফেঙ্গ, একজন অসাধারণ ব্যক্তি। ইনি ধৰ্ম্মে খৃষ্টান এবং মেথডিষ্ট সম্প্রদায়ভুক্ত। ইহঁীর অধীন সেনাদল কোনরূপ মাদক দ্রব্য সেবন করিতে পায় না, এমন কি ধুমপান পৰ্য্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ। ইনি চীনদেশ হইতে জুয় খেলা ও মাদকদ্রব্য-সেবন নিৰ্ব্বাসিত করিবার সঙ্কল্প করিয়াছেন। দক্ষিণে সান-ইয়tট-সেনের অধীন একদল সেন বিদ্রোহী হইয়। সানকে বন্দী করিয়া ফেলিসার চেষ্টা পায় । সান পলাইয় একটি জাহাজে আশ্রয় লইয়াছেন। সেনাপতি ফেঙ্গ, দক্ষিণচীনকে উত্তরে জানিবার জন্ত দক্ষিণাভিমুখে রওনা হইয়াছেন। আমেরিকার চৈনিক প্রতিনিধি ওয়েলিংটন কু ও অ্যালফুেড সৃজি চীনের এই বিপদকালে চৈনিক রাষ্ট্রইন্থের গতি মঙ্গলের পথে নিয়ন্ত্রিত করিবার উদ্দেণ্ঠে প্রাণপণ চেষ্টা পাইতেছেন। সানের সহিত যাহাঁতে উভয়ে বিরোয মিটাইয় ফেলিয়া একযোগে চীনের মঙ্গলসাধনের জন্ত আত্মনিয়োগে সমর্থ হন তাঁহাই । ইষ্টদের একান্ত অভিলাষ। এই উদেষ্ঠ সফল করিয়া তুলিবার মানসে ইষ্ঠার। চীন অভিমুখে রওনা হইবার জন্ত প্রস্তুত হইয়াছেন। কিন্তু দক্ষিণ-চীনের প্রতিনিযি ম-মুর কথা শুনিয়া মনে হয় উত্তরের সহিত দক্ষিণের মিলন সহজে সম্ভবপর নহে। মা-স্ব বলেন যে, "পেকিঙ্গ সরকার সামরিক বলের উপর প্রতিষ্ঠিত। চীনের জনসাধারণের প্রতিনিধি इंईtब्रां नरश्न । छनमl५iब्र१ प्रक्रि१-5ौन मनृकांtब्रब्रई अशृङ्गांशै। कौएनब्र ভবিষ্যৎ মঙ্গলের জগুই উত্তর-চীন সরকারের বিনাশ একান্ত প্রয়োজন । দক্ষিণ-চীন সেই উদ্দেষ্ঠে আপনার সমস্ত শক্তি নিয়োজিত করিলে।” সান-ইয়াট-সেন চীননৌবহরের সাহায্য লাভ করিয়া ক্যটন সহর আক্রমণ করিবার উদ্যোগ করিতেছিলেন । কিন্তু সে উদ্যমে আমেরিক ও ইংরেজ-সরকার বাধা দিতেছেন এই অজুহাতে যে কানটন সহর ধ্বংস হইলে বিদেশী ব্যবসায়ীদিগের যথেষ্ট ক্ষতি হইবে। ইহাদিগের স্বার্থের দিকে তাকাইয়া ইংরেজ ও মার্কিন সরকার সানকে ক্যানটন আক্রমণ করিতে দিতে পারেন না। ইংরেজ-সরকারের প্রশান্ত মহাসাগরস্থ নৌবহর ক্যান্টন সহরে অসিয়া পৌঁছিয়াছে। সানের আক্রমণ উদ্যোগ ইহাতে ব্যর্থ হইয়াছে। সান নিরুদ্যম হইয় তাহার নৌবহরেই আপাতত অবস্থান করিতেছেন। সনের এই অকস্মাৎ বিপদের পর কি দক্ষিণ ন মাথা তুলিয়া দাঁড়াইতে পারবে? 聯 হেগ-বৈঠক— কান, পারী ও জেন্ত্রোয়-বৈঠকের গুীয় হেগ-বৈঠকেও কোনও দেশ-বিদেশের কথা—ভারতবর্ষ ৬০৭ লাভ হইল না। ইউরোপের সমস্যা পূর্বের স্থায়ই সঙ্কটাপন্ন অবস্থাতেই রহিল। একটা বুঝাপড় ন হইয়া গেগে এরূপ গণ্ডগোলের ভিতর क्ब्रिां cष शूनर्श#न चनडय उांश बूकिब्र७ इंडेबांcभब्र ब्रॉड़ेरेनठिक ধুরন্ধরের স্বার্থকুদ্ধি-প্রণোদিত হইয় নিজেদের পাওনা কড়ার গণ্ডার বুঝিয়া লইতে চাওয়াতে একট রফা-নিম্পত্তি ঘটির উঠতে পারিতেছে ন। যতদিন পর্য্যস্ত এরূপ স্বার্থের সংঘাত চলিবে ততদিন পর্য্যস্ত গোলযোগের আর মীমাংসা হইয়া উঠিলে না এবং ধ্বংসেীমুখ ইউরোপ ধ্বংসের মুথেই চলিতে থাকিবে। রাশিয়ার সহিত ব্যবসাবাণিজ্য আরম্ভ ন হইলে ইউরোপের নষ্ট শিল্পের পুনরুদ্ধার অসম্ভব । সেই দায়ে ঠেকিয় মিত্রশক্তিবর্গ বোল্‌শেভিকদিগের সহিত প্লফানিপত্তির চেষ্টা পাইয়াছিলেন। মিত্রশক্তিবর্গের এই দায়-ঠেক অবস্থা রাশিয়ার অজানা ছিল না। তাই সুযোগ বুঝিয়। রাশির মিত্ৰশক্তিবর্গের নিকট যুদ্ধে রাশিয়ার যে ক্ষতি হইয়াছিল তাহার অধিকাংশই আদায় করিয়া লইবার স্ববিধ খুজিতে লাগিলেন। রাশিয়ার কৃষিবাণিজ্যের অবস্থা আলীর যাহতে পূর্বের স্তায় সমৃদ্ধ হইয়৷ উঠতে পারে তাহার জন্ম তাহার মিত্ৰশক্তিবর্গের নিকট বহুকোটি টাকা ঋণ চাহিলেন । বলিলেন, এই ঋণ না পাইলে তাহারা মিত্রশক্তিবর্গের সহিত কোনও প্রকার যন্দোলন্তে আসিতে প্রস্তুভ নহেন। • ক্লশ-প্রতিনিধি লিট্রভিনকের এই দাবী শুনিয় হেগ-বৈঠকে মিত্ৰশক্তিবর্গের প্রতিনিধির শুস্তিত হইয়। গিয়াছেন। এত কোটি মুত্র। ওঁহিীরা কোথা হইতে দিবেন ? বোল শেভিক প্রতিনিধির কিন্তু বলেন যে ইহার কনে উহাদের কৃষি বাণিজ্য রক্ষণ করা অসম্ভব । যদি রাশিয়াকে ছুর্ভিক্ষের হীত হইতে রক্ষা করিতে হয় তবে ওই বর্ণের ব্যবস্থা মিত্রশক্তিবর্গকে করিতেই হইবে । রাশিয়ায় যদি ফসল না হয় তবে সমস্ত ইউরোপে খাদ্যাভাব হইবে । অতএব সমস্ত ইউরোপের মঙ্গলের জঙ্গ রশিল্পীকে কৰ্ণ দিবীর ব্যবস্থা করা হউক । মিত্রশক্তিবর্গের প্রতিনিধিবর্গ কিন্তু এত বেশী টাকা ঋণ দেওয়৷ অসম্ভব মনে করেন । তাই হুেগ-বৈঠক ভাঙ্গিয়া গিয়ছে। এখন ইউরোপের এই সমস্তার মীমাংস কিরূপে সম্ভব হয় দেখা যাউক । শ্ৰী প্রভাক্তচন্দ্র গঙ্গোপাধ্যায় ভারতবর্ষ দেবপূজায় স্বাদেশিকতা - পুরীর জগন্নথ-মন্দিরের পুরোহিতগণ সম্প্রতি প্রচার করিয়াছেন, জগন্নাথদেবের পুঞ্জার জিনিষ-পত্র সমস্তই স্বদেশী হওয়া সঙ্গত। সুতরাং র্যাহার দেব-দর্শনে আসিলেন তাহারা যেন খদ্দর পরিয়াই আসেন এবং এই রথযাত্রা উপলক্ষ্যে র্যাহার। জগন্নাথদেবকে উপহার দিবেন তাহারা যেন দেশী জিনি এবং খন্দরই প্রদান করেন। ইহার পর ভুবনেশ্বরের পাওরাও এই মত প্রচার করিয়াছেন। ইংরেজী শিক্ষাপ্রাপ্ত হিন্দুরা কি করিবেন, বলা যায় না ; কিন্তু खणब्रांt१ब्र श्रl७|ब्रां नृ शकिरल, अश्च श्नूि१ञ भ:१] श्रtननी জব্যের ব্যবহার বাড়িতে পারে, এবং উtহীরাই সংখ্যায় বেশী। অস্পৃশুদের সহিত ভোজন— গত ২৫ জুন লাহোঁর আর্য্যসমাজ এবং স্বরাজ্য সভার সভাপতি এবং সভ্যগণের উদ্যোগে একটা ভোজ-সভার আয়োজন করা হইয়াছিল। এই ভোজের উদ্দেশ্য ছিল সমস্ত জাতির একত্র ভোজনের দ্বার হিন্দুদের ভিতর হইতে অস্পৃশ্যতার আবর্জন বুঢ়াইবার চেষ্টা করা। ভোজ-সভাতে হাজার হাজার অস্পৃশ্য এবং পতিতমন্ত জাতিকে নিমন্ত্রণ করা হইয়াছিল। আৰ্যসমাজ, ব্রাহ্ম, সনাতনী