পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... 88 আচ্ছা মার্টিষ্ট হলেই কি কুঁড়ে হতে হবে ? sাতে কি কাজ চলে?--পশ্চিমের লোকেরা এগিয়ে চলেছে দেখে, এই মোটরকারের মত ; আর আমাদের দেশ-গুরুরগাড়ীর মত ক্যাচর ক্যাচর শব্দে আৰ্ত্তনাদ করতে করতে কোনোমতে চলেছে।--প্রাণ চাই –একে ত দেশটা ঝিমিয়ে পড়েছে, তার উপর তোমরাও যদি আলস্তের মেীতাত লাগাও— —তা হলে দেশের আর কোন আশাই নেই–ও নিরুদ্দেশ ছুটে মরার চেয়ে পথট উপভোগ করতে করতে - যাওয়া ভালো— —স্বাক্, তোমাৰ সঙ্গে তর্ক করতে চাই না, ছোটবেলা থেকেই আমি ষে-পাতায় অঙ্ক’ কলেছি তার পাশেই তুমি ছবি একেছে—তোমায় আমায় গরমিল হয়ে আসছে— এখন যুছে কোথায় ? —হাজারিবাগে । —বেড়াতে ? * --বেড়াতে ঠিক নয়, ছবি অঁাকৃতে । –দেই বেড়াতেই গেলো। --ত নয় হে, এক ধনী ভদ্রলোক এক আর্টিষ্ট চান, র্তার ঘরের দেওয়ালে ছবি একে দেবে, তা ছাড়া বোধ হয় কয়েকখান| portrait ৪ আঁকৃতে হবে--আমার আক ছবি দেখেছিলেন, তাই পাঠিয়েছেন। –তা হলে এদেশে অfটষ্টের নেহাৎ starve করে না দেখছি! আচ্ছ ভদ্রলোকের কি রকম টাকা বল ত, জমিদার ? —তা ত বলতে পারি না, ভাই । • —দেখ, যাচ্ছ ও-সব খোজ রাখনি ?—দেখ, আমি একটা capitalist খুঁজছি, বেশী নয়—এখন বিশ লাখ টাকা হলেই হবে, একটা কয়লার খনি, একটা মাইকার, আরও কয়েকটা আইডিয়া আছে । —ত তুমি এখন কি করছ ? —আীি ? ইঞ্জিনিয়ারিং কলেজে সেই ফিরিঙ্গি প্রফেসারটার সঙ্গে বক্সিং লড়াই জানে!, তার সঙ্গে মারামাল্পি করে ত কলেজ ছেড়ে দিলুম, তারপর কপাল ঠুকে দেশ ছেড়ে বেরিয়ে পড়লুম, আমেরিকায় बइब्र'cाऊँ ছিলুম, exhibitions, ডেকে প্রবাসী—বৈশাখ, ১৩২৯ MAAA AAAA AAAA AAAA AAAA AAAAeAMMM AA AMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAMAMMAMeM AAAeMAAA AAAA AAMAMMMMMMAMAA AMMAMAMMAMMAMeMAAA S AAAAS { ২২শ ভাগ,১ম খণ্ড জাৰ্ম্মানীতে মাস ছয় কাটিয়ে এই কয়েকমাস হোলো দেশে এসেছি—ই, আশ্চৰ্য দেশ জার্শ্বানী-একটা দেশ বটে, worth living— —তা এখানে কি কৰ্বছ ? —এখন ঝাঝায় একটা খনি’তৈরী করবার কনট্রাক্ট পেয়েছি—আর এই ছোটনাগপুরে boring করে’ বেড়াচ্ছি—কয়লাটয়লা নয়—এখানে অন্য কোন ধাতু নিশ্চয় আছে— — গুপ্তধনের সন্ধানে আছ বলে ! —ঠিক বলেছ, দেখি ভাগ্যে যদি থাকে, তবে কি জানো আলাদীনের যে প্রদীপ না হলে দৈত্য আসে না রত্নও পাওয়া যায় না, সেই প্রদীপটা বুঝলে ত, রূপচাদ ভাই, রূপচাদ– o —তা আর বুঝছি না, তবে ভাই আমি যে রত্বের է সন্ধানে আছি ত তোমার ও প্রদীপেও মেলে না—সে সাত রাজার ধন এক মাণিক—প্রাণের প্রদীপ জালিয়ে তাকে খুঁজতে হয়— কাহার দুইটি স্বপ্নময় চোখ ভাহার সম্মুখে ভাসিয়া উঠিল । —৪, তুমি এখনও সেই ছেলেবেলার মত আছ —পালি তরুণী—ছোটবেলায় আমরা পয়সা পেলেই চানাচুর কি বেগুনী কি লাটু, কিন্তুম, আর তুমি কিনৃতে জলছবি কি বঁাশী কি ফুল—s-সব বঁাশী ফুলে পেট ভরে না—বুঝলে ? _ —এখনও ভাই বুঝতে আরম্ভ করিনি। —বুঝবে একদিন—এই যে বাংলার গ্রামে গ্রামে সব ম্যালেরিয়ায় ভুগছে—:ও যতই কুইনিন-মিক্‌শ্চার খাও আর বন কেটে মশারি বুনে মশা তাড়াও—কিছুতেই কিছু হবে না, মেদিন সিল্ভার টনিক পেটে পড়ত্বে স্বক্ষ হবে দেখবে কোথায় ম্যালেরিয়—ওই কুলীগুলো ভূ নিয়ে এসেছে—মোটরটা কি শুধু শুধু তেতেছে, ধরে প্রায় একশে মাইল drive করে আসছি, আবার আধঘণ্টার মধ্যে ষ্টেশন পেছতে হবে । o কুলীগুলি জল ঢালিয়া মোটরের চাকাগুলি,ঠাৎ, করিতে লাগিল। যতীন, যদিও খুঁজতের অপেক্ষ