পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y可 সংখ্যা] مب ০১:১০, ২১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)~ © —ণ্ড! তাহলে এখন বিশ্রাম নেওয়া দরকার, আচ্ছা বিকেলে কথা হবে এখন। তুমি ওঁকে ঘর দেখিয়ে দাও— কাজী-সাহেব স্বরু করা– . হরগিজ, ঘৰ্ম্ম ছ রোজ, ম-রা যাদু ন-কিশং. কাজী তাহার ফাসী কবিতায় মনোনিবেশ করিলেন । মাধবী রজতকে লইয়া বারান্দায় বাহির হইল। বারান্দাটি বাড়ীর চারিদিক প্রদক্ষিণ করিয়া ঘুরিয়াছে। ড্রয়িংরুমটি পশ্চিমমুখী। তাহারা সে দিকের বারান্দ পার হইয়া উত্তর দিকের বারান্দায় গিয়া পড়িল। রজত তাহার পিছন পিছন যাইতে যাইতে চুড়িগুলির দিকে চাচিতে তাহার হাতের বইখানির নাম সরবে চিন্তা করিবার মত ão offga, Great Hunger-- রজত বইপানির নাম উচ্চারণ করিতে, মাধবী একটু থামিয়া তাঁচার সঙ্গ লষ্টয় মৃদু হাসিয়া বলিল,--ইঁ, বইপানি পড়েছেন ? —পড়েছি । —বড় দুঃখের কথা লেপে, ট্রাজেডি পড়তে আমার মোটেই ভালে৷ লাগে না--- -- গুইটাই জীবনের মৰ্ম্মের কথা । মাধবী যাইতে যাইতে রজতের মুখের দিকে স্মিতনয়নে চাহিয়া বলিল,—আপনি এই বয়সেই দেখছি জীবনের সব অভিজ্ঞতা লাভ করেছেন। —আপনার চেয়ে বয়সে বড় হব বোধ হয় । -তে বলে গালি কান্নার কথা লিপে কি লাভ বলুন ? —জগতের সব শ্রেষ্ঠ সাঙ্গিত্য এই কান্নার সাহিত্য । আমার মোটেই ভালে৷ লাগে না, এত মন পারাপ হয়ে যায়। - –কিন্তু জীবনটা কি দেখুন—আমাদের দেশের লোকের বলে লীলা ; কিন্তু পশ্চিমের লোকুেরrঠিক বলে, সংগ্রাম-- বাহিরের বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে, আর সমাজ রাষ্ট্রের সঙ্গে হানাহানি কাড়াকড়ি— e তাহার দীর্ঘ বিপৰ্য্যন্ত চুলগুলির মধ্যে অঙ্গুলি সঞ্চালন করি। সে আরও কিছু বলিতে যাইতেছিল, মাধবী •থোল, চুলগুলি একটা খোপা করিয়া বাধিতে বাধিতে বলিল,-—এ সব ফিলজফি আমি বুঝি না, যা পড়ে বেশ রমলা 8సి আনন্দ হয় তাই লেখে, যাতে মানুষ বেশ স্বর্থে স্বচ্ছলো থাকে তাই করে— so –কিন্তু জীবনটা ধে দুঃখ কান্নায় ভরা— —তা বলে কি হাতে মান—সত্যি যে লেখকের লেখা পড়ে খালি.কাদতে হয় তার ওপর আমার এমন রাগ হয়—আমুন, এইটা আপনার ঘর— উত্তরদিকের বারান্দা পার হইয়া তাহারা পূৰ্ব্বদিকের শেষ সীমান্তে এক ছোট ঘরের সম্মুগে হাজির হইল। পাশের ঘরে এক দুষ্টামি ভর হাসির শব্দ শোনা গেল, ঘর-দেখানে কাজটা কোন চাকর দিয়া করাইলে ত অতিথিকে সমাদরের বিশেষ ক্রটি গৃহকীর হইত না, এই হাসির এই অর্থ। কৰ্ত্তব্যের মাত্রাট একটু বেশী হইতেছে । o ঘরটি একটু ছোট, আসবাবপত্র সাধারণ। চাকর স্লটকেশ, ব্যাগ, বেডিং ইত্যাদি আগেই অনিয়া ফেলিয়াছে, তাহাকে কি একটা কাজে পাঠাই। মাধবী একটু বিনীত স্বরে বলিল,-দেখুন, আপনার জন্যে ধ্রুপরের একটা ভাল, ঘর বাব ঠিক করেছিলেন— রজ ত বাধা দিয়া বলিল,--ন, না, এ ঘর ত মুন্দর । আমার কলকাতার ঘর যদি দেখেন। --আপনি কাল রাতে আসবেন ভেবে, দোতলার ঠিক এর ওপরের ঘরটাই সাজিয়ে রাপা হয়েছিল, কিন্তু আমার এক বন্ধু— ষ্টা, কিন্তু আমার এক বন্ধু—বলিয়া শাড়ীর রাঙা রং ও চোপের দীপ্ত হাসির ঢেউ তুলিয়। সমস্ত ঘর চঞ্চল করিয়া মাধবীর বন্ধুটি বাতাসের দোলায় দোদুল পুষ্পলতার মত রজতের সম্মুখে আসিয় দাড়াইল । e বিস্ময়বিমুগ্ধনেত্রে রজ ও দেখিল, কালকের পথে-দেখা সেই তরুণী । তরুণী হাস্যমধুরকণ্ঠে বলিয়। যাইতে লাগিল,— হুঁ, কিন্তু এই বন্ধুটি এসে ঘরটি দখল করেছে, আর আপনি আসবেন জানলে— o মাধবী লজ্জায় রাঙা হইয়৷ বিরক্তির সহিত বন্ধটির দিকে চাহিয়া ধীর কণ্ঠে বলিল,—ইনি রমলা বস্ত অঙ্গর हेनि- . হাসির স্তরে রমলা বলিল,—পাক, তোমায় আর