পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ৫ম সংখ্যা ] রমলা • আসছে আর-একজন ! হঠাৎ শুনে এ-সব কথা পথটা কিন্তু এতই সরু ভড়কে গেল বড় বঁচিয়ে জুতোর তলা, ষে ছেলেটি ওধার থেকে পাশ কাটিয়ে দু’জন লোকের হয়েছিল জড় । হয় না মোটেই চলা ! শুকিয়ে গেল মুখখানি তার চলতে গেলে একজনকে উঠলে ভয়ে ঘেমে, নামতে হবেই জলে, পথ ছেড়ে সে নিঃশব্দে কি করা যায় ভাবৃছে বোকা কাদায় এল নেমে ! এগিয়ে যত চলে ! বোকা তখন বুক ফুলিয়ে যেই দু’জনে মাঝ-পথে ঠিক এগিয়ে চলে দেখে পড়ল এসে কাছে, জানতে চাইলে সেই ছেলেটি দাড়িয়ে গেল সামনে যে যার, পিছন থেকে ডেকে— কাদায় পড়ে পাছে ! “পথ না পেয়ে কাল আপনি বোকা মোদের টোকা মাথায় “করেছিলেন যেটা, বললে তখন হেঁকে,— “বলুন তো সে উপায়টা কি, “কে তুমি হে সাম্নে এলে ? “শিখে রাখবো সেটা !” "সর’ এ পথ থেকে । হেসে ফেললে বোকা শুনেই, "মইলে আমি এখনই আঞ্জ বললে ফিরে থেমে-- “কবৃব জেনো তাই, “তোমার মতই কাদায় দাদা “করেছিলাম কালকে যেমন, * “দাড়িয়েছিলাম নেমে !” “পথ যদি না পাই!” ঐ নরেন্দ্র দেব রমল৷ ( ; 8 ) বিবাহের পর রজত ও রমলা পুরী হইতে কিছু দূরে নির্জন সমুদ্রতীরে গ্রীষ্মের বাকি মাসটা কাটাইল । নবদম্পতী প্রথমপ্রেমলীলায় জগতের সব মানুষ ও সব ৰত্ব • যেন ভুলিয়া গেল। প্রতিজন প্রতিজনের নিকট অপরূপ মহাবিস্ময়কর পরমানন্দময় স্বষ্টি, নবজগৎ রূপে প্রকাশিত হইল। আর কোন মানুষের সঙ্গের দরকার রহিল না, এমন কি বহিঃপ্রকৃতির, শোভাও থিয়েটারের দৃশ্যপটের মত তাঁহাদের নবজাগ্ৰত প্রেমের দীপ্তির নিকট স্নান হইয়া গেল । তরুণ ও তরুণীর প্রথম মিলনের দিনগুলি । সে কি বিস্ময়ঘন জানন্দময়, সে কি অন্ধ-আবেগময় মহারহস্যভরা, সে কি অনাস্বাদিত অমৃতের স্বাদে দেহে মনে চিরউন্মাদন। নটরাজ যে মত্ত আনন্দে নৃত্য করিতে করিতে নীহারিকাপুঞ্জ হইতে তারার মালা, অগ্নিপিও হইতে খামলা পৃথিবী হষ্টি করেন, সেই স্থষ্টির আনন্স প্রেমিক-প্রেমিকার চিত্তে