পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃእ8 बगाहेब प्णिन । ब्रषङ नििश्टन फ्राज्राहेब्रु घृष्ठ शृश् হাসিতে লাগিল । 尊 রমলাকে বসাইয়া তুলসী-বাৰু বীরাঙ্গায় বাহির হইয়া বাড়ী কাপাইয়া ডাকিতে লাগিলেন,-বাদর, অ বাদর । এ ডাক চাকর গোপালকে । গোপাল বস্তুতঃ তাহার পাশেই দাড়াইয়া ছিল কয়েকবার ডাকিবার পর সাড়া দিতে মামা-বাবু বলিলেন,—যবাদর, শীগ্‌গীর গিয়ে সাম্নের দোকান থেকে—যা গরম খাবার পাবি, গরম যেন হয়, একেবারে টাটুকা, এখন ত জিলিপি ভাঙ্গে, আবার খাবার এনেই বাজার যাবি-ভাল মাছ, বুকলি দেখে নিবি, যেন একটু গন্ধ না হয়, পচা হলে তোরই একদিন কি আমারই একদিন—আর বঁাদর বলেছিলুম না" দাদাবাবুর ঘর ঝেড়ে রাখতে ? শীগ্‌গীর যা হতভাগা-চাকরের দিকে এক দশটাকার নোট ছুড়িয়া ফেলিয়া দিয়া তিনি নববধূকে যথোচিত আদর অভ্যর্থনা করিবার জন্ত ঘরে ঢুকিয় দেখিলেন, রমলা তাহার লাল নীল সব পাথরের টুকরোগুলি ঘাটিতেছে আর শিশিতে ভরা জীবজন্তুগুলির প্রতি বিশ্বিত নয়নে চাহিয়া আছে। রজতকে ঘরে দেখিতে না পাইয়া মামা-বাৰু বলিয়া উঠিলেন—কোথায় গেল উল্লুকটা, বল্লুম ঘরে যা না, ধূলোয় কিচিমিচি, একটা অস্থখ না বাধিয়ে ছাড়বে ना ধুলো, গে কি সামান্ত জিনিষ মা, সব বীজাণুভরা, কত রোগের বীজাণু-ওই যদি দেহ একবার দখল করতে পার্ল, তার পর ডাক্তারই ডাকো আর যতই কঁাদ, ঈশ্বর ঈশ্বর বলে’ চেঁচাও, ও রাজাও মানে ন, উজীরও মানে না, বুদ্ধও মানে না, নেপোলিয়নও মানে না, একবার কল একটু ভেঙ্গে দিল ত, ব্যস—একবারে বন্ধ !—কোথায় গেল সে ?—বলিয়া তিনি ঘরে অতি ব্যস্ত ভাবে ঘুরিতে লাগিলেন। রমলাকে কিরূপে যথোচিত অভ্যর্থনা করিবেন তাহা যেন খুজিয়া পাইতেছেন না। রমলা মৃদুহাস্যে বলিল—আপনি যুদি এর্ত ব্যস্ত হন— রমলার পিঠে এক থাপ্পড় দিয়া মামা-বাৰু বলিলেন— আপনি ? বল, তুই । 噸 এই সরল শিশুর মত মাহবটিকে রমলা দেখিয়াই ভালবাসিন্ধাছিল। সে মৃদ্ধ হাসিয়া মামাবাবুর টুইল প্রবাসী—ভাদে, ১৩২৯ [ ২২শ ভাগ, ১ম খণ্ড সার্টের পিঠের উপর ছেড়া অংশটার দিকে একবার, চাহিয়া বলিল-আচ্ছ এই পাথরগুলো দিয়ে কি হয় ? শিশুর মত হাসিয়া মামাবাবু বলিলেন—বুড়ে ছেলে মা, এ হচ্ছে আমার খেলাঘর দেখছিল না, খেলা করি—কিন্তু বাদরটা কোথায় গেল ? আবার রমলার চিবুক ধরিয়া আদর করিয়া বলিলেন —ও বাদরটার গলায় মুক্তোর হার হলে, মা-লক্ষ্মী । র্তাহার বিছানার পাশে মাথার কাছে একটি ফটোর দিকে রমলা ভক্তিদীপ্ত নয়নে চাহিয়া আছে দেখিয়া মামা-বাবু থামিয়া গেলেন, ধীরে আবার বলিতে লাগিলেন —ই, ওই হচ্ছে রঙ্গতের মা, ও বোনটা যদি আজ থাকৃত, তবে কি আজ—তাহার কথা আবার থামিয়া গেল, চোখ ছলছল করিয়া উঠিল, কত স্থখদিনের স্মৃতি-বিজড়িত করুণগ্নিগ্ধ নয়নে ফটোটির দিকে চাহিয়া রহিলেন । রমলা ধীরে ব্রোমাইড-এনলার্জমেন্ট ফটোটির দিকে অগ্রসর হইল। ফটোটিতে প্রথমেই চোখে পড়ে স্নেহোজ্জল নয়নের দৃষ্টি, চোখ দুইটির উপর প্রশস্ত ললাট প্রসন্নত শাস্তিতে ভরা, মুখখানি হইতে কি কল্যাণময় আনমুদীপ্তি বাহির হইতেছে,—সুখদুঃখময় সংসারের শাস্তিমঙ্গলময়ী ভগবতী মহাশক্তির এ ক্ষেহসৌন্দৰ্য্যময় প্রতিরূপ । সিথির সিদূর তেজোময় কল্যাণটীকার মত জলজল কারতেছে, হাতের সোনা দিয়া বাধানে শাখা তাহার নিষ্ঠ ও সেবার চিহ্ন । রমলার মাথা আপনিই নত হইয়া আসিল, ধীরে সে করজোড়ে কাঠের ফ্রেমে কপাল ঠেকাইয়া প্রণাম করিল। যখন সে মাথা তুলিল, দেখিল, রজত তাহার পাশে আলিয়৷ দাড়াইয়াছে, ছবির চোখ ও ঠোট যেন নড়িয়া উঠিল। সেই স্নিগ্ধ চিরস্নেহময় মুখ হইতে স্নেহশীৰ্ব্বাদ বধিত হইল। আবার দুইজনে যুক্তকরে ছবির কাচে মাথা ঠেকাইয়া বার বার স্বর্গগত জননীর উদ্দেশে প্রণাম করিতে লাগিল । মামা-বাবুর চোখ জলে ভরিয়া আসিল, তিনি এই চিরপ্রিয় মুখের দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিলেন। বিশ্বজননীর আশীৰ্ব্বাদের মত প্রভাতের আলো ঘরখানি উজ্জল করিয়া তুলিল। " , ( ক্রমশ: ) , g শ্ৰী মণীন্দ্রলাল বস্ত্র