পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3श्च शृ६धप्र1]

  • ** جیمی ۹میایی حضعیت ۶یی

e 導 轟 導 মাগ্রাজ প্রেসীডেন্সীর অন্তর্গত সালেমে নারীদের দ্বারা পরিচালিত একটি সমৰায় ব্যাঙ্ক, গঠিত হইয়াছে। ইহাই ভারতবর্ষে নারীপরিচালিত প্রথম ব্যাঙ্ক। দুই বৎসর হইল এগারো-জন মহিলা মিলিত হইয়া এই ব্যাঙ্ক, স্থাপন করেন, ইতিমধ্যেই ইহার সভসংখ্যা হইয়াছে ৪১ ; ১• টাকা করিয়া ১১০টি শেয়ারে মোট মূলধনের পরিমাণ ১১ • • টাকা ; ৪ • • • টাকা পৰ্য্যন্ত এই মূলধন বাড়ানো ৰাইতে পারিবে । 磡 崇 崇 জাপানে নারীদের রাজনীতিক সভায় যোগদান এতদিন নিষিদ্ধ ছিল। অক্লান্ত আন্দোলনের ফলে নারীরা সম্প্রতি সেই অধিকার লাভ করিয়াছেন, এ সংবাদ প্রবাসীতে ইতিপূৰ্ব্বেই আমরা দিয়াছি। গত ১০ই মে কোবে শহরে জাপানী নারীদের প্রথম রাজনীতিক সভার অনুষ্ঠান হইয়া গিয়াছে। _ 嶺 藥 崇 মিস তোমি ওয়াদা নামী একজন জাপানী মহিলা আমেরিকার ডক্টর অব ফিলজাফি উপুধি লাভ করিয়াছেন । ইহার আগে আর কোনও নারী মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই সৰ্ব্বোচ্চ সন্মানটি লাভ করেন নাই । 粥 嶺 崇 বিগত তিন বৎসরের সমাজহিতচেষ্টার ফলে অামে ওষধি পর্য্যায়ে তাল-জাতীয় এক শ্রেণীর গাছ . ૧૭૭ AeSAeAeMAMSeeMAeAAASAASAASAAMAMMAeMAeeS রিকার যুক্তরাষ্ট্রের শহরগুলি হইতে ৮৩টি সাধারণী-পী উঠিয়া গিয়াছে, প্রায় ৮০০ শহরের নৈতিক আবহাওয়া ফিরিয়া গিয়াছে, সৈনিকদের মধ্যে দুর্নীতি-জাত ব্যাধি হাজারকরা’৯০ হইতে ৬২তে নামিয়াছে। এই হিতচেষ্টার মূলে আমেরিকার নারীদের সাহাধ্য বিশেষভাবে আছে । 繼 犧 嶺 ডানটুসিকের ডায়েট' বা প্রতিনিধি-সভা নারীদিগকে বিচারাসনে বসিতে পুরুষদিগের “ সমান অধিকার দিয়া এক আইন বিধিবদ্ধ করিয়াছেন । • 嶽 * făüof foxfosto Hall of Fame « Woofমন্দিরে ইতিপূৰ্ব্বে যশস্বী পুরুষ ৪ যশস্বিনী নারীদের মূৰ্ত্তি প্রতিকৃতি প্রভৃতি আলাদা প্রকোষ্ঠে•রক্ষিত হইত। উক্ত বিশ্ববিদ্যালয়ের সেনেটের এক অধিবেশনে সম্প্রতি এই প্রভেদ ঘুচাইয়া এক প্রস্তাব গৃহীত হইয়াছে।

  • 。 醬 崇 'সেনোরা দোলোর আরিয়াগা নাম্নী একজন মহিলা মেক্‌সিকোর একটি ষ্টেটের সৰ্ব্বোচ্চ রিচারালয়ের সভ্য নিৰ্বাচিত হইয়াছেন ।

膏 崇 藥 নূতন গ্রীক রাষ্ট্রব্যবস্থায় মুরাদিগকে নিৰ্ব্বাচন প্রভূতি প্রজাস্বত্ব দিয়া একটি আইন বিধিবদ্ধ হইয়াছে। , 5. ওষধি পর্যায়ে তাল-জাতীয় এক শ্রেণীর গাছ অনেকেই বোধ হয় জানেন যে কল, ধান, বঁাশ ও ঘাস প্রভৃতি অনেক উদ্ভিদের ফল পাকিলে গাছ মরিয়া যায় । এজন্য তাহাদিগকে ওষধি’ বলে । তাল জাতীয় গাছ— যথা নারিকেল, খেজুর, শুপারি, সাগু, গোলপাতা প্রভৃতি— সাধারণতঃ বহুবর্ষজীবী। আশ্চর্ঘ্যের বিষয় এই তাল-জাতীয় গাছের মধ্যেও "করিফা’ (Corypha ) নামক এক শ্রেণীর গাছ আছে যাহাঁদের জীবনে একবার মাত্র ফুল ফল হওয়ার পর তাহার। মরিয়া যায়। আব্রহ্ম-ভারতবর্ষে এই •শ্রেণীর ৪ প্রকার গাছ দেখা যায়। Roll- Corypha Elata, 蠟 رتاد حس-اح هم C. Umbraculifera, C. Talliera qyqt C. Macro poda । এতন্মধ্যে প্রথম তিন প্রকারের গাছ বাঙ্গলার বিভিন্ন স্থানে দেথা যায়। বাঙ্গলাদেশে প্রথমটি সাধারণতঃ ‘ব।জুর’ ও দ্বিতীয়টি ‘তালী ও তৃতীয়টি “তারীট’ নামে পরিচিত। • যদিও ইহাদের পাতা ( ছবি দেখুন ) দেপিতে তালের মত, কিন্তু উদ্ভিদবিদ্যবিদগণ ইহাদের ফুল ও ফল পরীক্ষা করিয়া পেঙ্গুর শ্রেণীর নিকটে ইহাদের স্থান নিৰ্দেশ করিয়াছেন। ‘ভালী বাঙ্গলাদেশের বিভিন্ন স্থানে বোপিত হয় ।”