পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } কান্তকবি রজনীকান্ত ৭৩৫ SAMAMAMMMMAMAMAMAMAMMMA AM MMA AMA SAMAAA SAAAAA AAAA AAAA ASASASA AAA AMAAA AAAA SASS SSSSSS MMS MS MA MA AMS কান্তকবি রজনীকান্ত• ১৩১৭ সালের ভাদ্র মাসে কান্তকবি রজনীকান্ত 'সেন প্রায় একবংসর কাল উংকট বোগে ভুগিয়া দেহত্যাগ করেন । তখন র্তাহার বয়স পঁয়তাল্লিশ বৎসর । তিনি কুড়ি বংসর ওকালতী করিয়াছিলেন এবং ওকালতীতে র্তাহীর পসার ও প্রতিপত্তিও যথেষ্ট হইয়াছিল। কিন্তু তাহার যশ ও স্বখ্যাতি উকীল বলিয়া নহে, তাহার নাম ও পদার কবিতায়, গানে, সদালাপে, রসিকতায়, সৌজন্তে, ভালবাসার ও দেশের প্রতি প্রাণের টানে। তিনি সন্ধান্ত বংশে জন্মিয়াছিলেন, সকলের সহিত ভদ্র ব্যবহার করিতেন এবং সকলেই তাহাকে ভালবাসিত । তাহার লোক চিনিবার শক্তি খুব ছিল, তাই তিনি মৃত্যুশয্যায় ঐ ও বাবু নলিনীরঞ্জন পণ্ডিতকে আপনার জীবনচরিত লিখিবার ভার দিয়া যান। বার বংসর পূৰ্ব্বে তিনি যে নলিনী বাবুকে কেমন করিয়া চিনিলেন, ভাবিলে আশ্চৰ্য্য হইতে হয়। আমরা এখন নলিনী বাবুকে বেশ জানি ; তিনি যাহা ধরেন, প্রাণপাত করিয়াও তিনি তাহা করিয়া তুলেন। সে জষ্ঠ শ্রমকে শ্রম জ্ঞান করেন মা, কষ্টকে কষ্ট জ্ঞান করেন না, খরচকে খরচ জ্ঞান করেন না, দূর দূরান্তর যাইতে তিনি কুষ্ঠিত হয়েন না। কোন কাজ হাতে লইলে তিনি তাহাতেই তন্ময় ইয়া যান। তাহার এই তন্মস্ট্রভাব রজনীকান্ত বুঝিতে পারিয়াছিলেন, তাই তাহার হাজার হাজার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক ও ভক্ত থাকিলেও নলিনী বাবুকেই তাহার জীবনচরিত লিখিতে অনুরোধ করেন। নলিনী বাবুও বার বৎসর কাল অকাতরে পরিশ্রম করিয়া, নানা স্থান হইতে অনেক মসলা সংগ্ৰহ করিয়া, পিজিয়া পিজিয়া সেই সকল মসলা হইতে এই স্থপাঠ্য জীবনচরিতখানি বঙ্গবাসীকে উপহার ' দিয়াছেন ।


سسسس علا--سم

  • শ্ৰী নলিনীরঞ্জন পণ্ডিত-প্রণীড়। হৃষীকেশ সিরিজ গ্রন্থাবলীর চতুর্থ গ্রন্থ। মূল চারি টাকা । বহু-চিত্র:শোভিত, আকার উবুল ফ্রাউন ১৬ পেঞ্জি ৪-৫ পৃষ্ঠ । কৃলিঙ্কাত ৩ নং কলেজ ষ্ট্রীট মার্কেট হইতে জেল বুক কোম্পানী কর্তৃক প্রকাশিত ।

রজনীকান্ত র্তাহার জীবন স্বর্থেই কাটাইয়া গিয়াছেন। এমন একখানি জীবনচরিত যে ভাগ্যবানের অদৃষ্টে ঘটে মরণেও তাহার মুখ । নলিনীরঞ্জন একাধারে রজনীকাস্তের জীবনচরিত-লেখক ও তাহার কাব্যের টীকা কার—একাধারে বস্ওয়েল ও মল্লিনাথ । বস্ওয়েল না থাকিলে জনসনের নাম এউ দিনে সকলেই ভুলিয়া যাইত, মল্লিনাথ না হইলেও কালিদাসের কবিতা দুর্ব্যাখ্যাবিষমূচ্ছিত হইয়। এত দিনে কোথায় তলাইয়া সাইত, খুজিয়া খুজিয়া বাহির করিতে হইত। নলিনী বাবু তন্ন উন্ন করিয়া খুজিয়া রজনীকান্তের জীবনের সকল ঘটনা স্থম্মাহুহুস্বরূপে বাঙ্গির করিয়াছেল এবং তঁাহার ছোট ছোট পদ্যগুলি ও গানগুলি কোথায় কি ভাবে লেপ হইয়াছিল, তাগর পূরা ইতিহাস দিয়াছেন। খুজিয়া -- &o-o-o-o: ,কাণ্ডকব রজনীকান্থ মৃত্যু পনের দিন পূৰ্ব্বে ബ്രഅസ്ത