পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማዕ8 SAASA SAAAAS AAAAA AAAA SAAAAA AAAA AAAAA و به عیتی به ع o দ্বিতীয় পরিচ্ছেদ t বনদেবী মধ্যাহ্নের সময় আহারাদির জন্য নির্দিষ্ট স্থানে गकण नौकांबैौ ७क्ज श्ण । विशऔणाहर्जब्र चडूङ বাহুবলের কথা শুনিয়া সকলে ভূয়সী প্রশংসা করিতে লাগিল। সকলে বুঝিল বিহারীলাল না থাকিলে মনসবদার বরাহ হইতে রক্ষা পাইতেন না । আহারাদির পর অৰ্দ্ধ দ গু বিশ্রাম করিয়া সকলে গৃহের অভিমুখে ফিরিল । ফিরিবার সময় অন্য পথ দিয়া, ছুই তিন দলে বিভক্ত হইয়৷ চলিল। জলালুদ্দীন ও বিহারীলাল এবার বর্ণ ছাড়িয়া বন্ধুক লইলেন। জলে নানা জাতীয় পক্ষী, তাহারই শীকার হইবে। ছুই জনের লক্ষ্য অব্যর্থ, পার্থী উড়াইয়া মারিতে লাগিলেন। অম্লচরের সংগ্ৰহ করিতে লাগিল। তাহার পর অনেক দূর পর্য্যন্ত আর কিছু দেখিতে পাওয়া যায় না। বোধ হয় বন্দুকের আওয়াজে পার্থী উড়িয়া গিয়া থাকিবে। মনসবদার ও বিহারীলাল দুই জনে তীক্ষ দৃষ্টিতে চারিদিকে দেখিতেছিলেন। অকস্মাৎ উভয়ে দেখিলেন বনের মধ্যে একপাশ্বে প্রাচীন বটবৃক্ষমূলে একটি রমণী একাকিনী বসিয়৷ রহিয়াছে। র্তাহাদের কণ্ঠস্বর ও অশ্বের পদধ্বনি শুনিয়া উঠিয়া দাড়াইল। কৌতুহলাক্রান্ত হইয়া জলালুদ্দীন g রমণীর সন্মুখে উপনীত হইয়া অশ্বের গতি রোধ করিলেন । । সঙ্গে সঙ্গে বিহারীলাল দাড়াইলেন। পশ্চাতে দাড়াইয়া আচুচরেরা বিস্ময়বিহ্বল দৃষ্টিতে রমণীর প্রতি চাহিয়া ছিল । সাক্ষাৎ বনদেবীর ন্যায় এই নারী কে ? এমন স্থানে একাকিনী কি করিতেছে? ধনীর ঘরের পুরস্ত্রী না হউক, . নীচ জাতীয় দরিদ্র রমণী নহে। বঙ্গ ও বেশ বহুমূল্য না হউক, পরিচ্ছন্ন পরিষ্কার। পরিধানের ধরণে বিদেশিনী বিবেচনা হয়। আলুলায়িতদীর্ঘকেশী, রূপে বন আলোকিত করিয়াছে। বিশাল নম্বনের দৃষ্টি স্থির, ‘ਚੋਂ । অশ্বারোহী অঙ্গধারী পুরুষদিগকে দেখিয়া কিছুমার कक्षल द बख शहेल न । ८षभन मैंiष्प्लाहेब्राझिल ८महेরূপ দাড়াইয়া রছিল। g মন্দার জিজ্ঞাসা করিলেন, “তুমি কে?" প্রবাসী--ভাদ্র, ১৩২৯ SSAS SSAS SSAS SSAS SSAS AAAAA AAAA AAAA AAAA ASAS A AAAAA AAAS S ASASASA AAA AAASA SAASAASAA AA ASAA AA ASASASA AAA AAAA AAA SAAAAA AAAA AAASS [૨રન જ્ઞાન, પ્રમ ૧૦ রমণীর ক্র ঈষং কুঞ্চিত হইল, কছিল, “জঙ্কিত: এই বনবাসিনী।” * * “কি জাতি ?” - “আমার পরিচয় জানিয়া আপনার কি হইৰে ?” “আমি রাজকৰ্ম্মচারী । অজ্ঞাত ব্যক্তির পরিচয় লইবার আমার ক্ষমতা আছে।” a B. “আমি ক্ষত্রিয়কল্প ।” “কোথায় নিবাস ?” "এইমাত্র ভ বলিলাম--সম্প্রতি আমি এই বনবাসিনী ।” “এখানে কেমন করিয়া আসিয়াছ ?” “কিছু দূর আপনার স্তায় অশ্বারোহণে, অবশিষ্ট পথ পদব্রজে ।” “এমন জনশূন্ত বনে তোমার কি প্রয়োজন ?” “বনবাসের বাসন ।” “তুমি কি বনবাসের যোগ্য৷ ?” “তাহার বিচারক আপনি নহেন।” মন্‌সৰ্বদারের কৌতুহল—সেই সঙ্গে আরও কোন মনোভাব-বাড়িতেছিল। কিছু রাগও হইতেছিল। রুক্ষ স্বরে সংক্ষেপে কহিলেন, “তোমাকে আমাদের সঙ্গে যাইতে হইবে।” অনুচরদিগকে আদেশ করিলেন, “এই স্ত্রীলোককে অশ্বে আরোহণ করাইয়া দুর্গে লইয় চল ।” t a বিহারীলাল এতক্ষণ প্রস্তরমূৰ্ত্তির ন্যায় নিম্পন্দ ছিলেন। এখন একটি মাত্র কথা কহিলেন, “কেন ?” স্বরে আলস্য নাই, কোমলতা নাই, তীক্ষ, তীব্র, স্পষ্ট কণ্ঠ । আকাশপ্রান্তে বিদ্যুৎপ্রভার ন্যায় একবার চক্ষু জলিয়া উঠিল। মন্‌সৰ্বদার বিহারীলালের প্রতি চাহিয়া কহিলেন, “এই রমণী একাকিনী, অসহায়, ছর্গের অন্তঃপুরে আশ্রয় পাইবে ।” বিহারীলাল প্রথম কথা কহিতেই রমণী তাহার প্রতি কটাক্ষ করিয়াছিল। এখন অবনত নয়নে তাহার উত্তরের প্রতীক্ষা করিতেছিল। . - বিহারীলাল মন্ধদারকে ৰছিলেন, “ইনি একাৰিনী