পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ இது 13 ...፵ን፤ పాత్రe **Nూళ్లే - 『、 |= Eiko =இஇ இY (I 2 কয়েকটি রাজনৈতিক প্রশ্ন বৰ্ত্তমান সময়ে তিনটি রাজনৈতিক প্রশ্ন সৰ্ব্বাপেক্ষ অধিক চিন্তা ও আলোচনার বিষয় হইয়াছে। নিরূপপ্রব আইনভঙ্গ তদন্ত কমিটি কিছুদিন হইতে ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে, গিয়া প্রধান প্রধান অসহযোগীর সাক্ষ্য লইয়া স্থির করিতে চেষ্টা করিতেছেন, যে, দেশ ব্যাপকভাবে নিরুপদ্রব আইনভঙ্গ করিবার উপযুক্ত হইয়াছে কি না। তাহার সঙ্গে সঙ্গে আরও দুইটি বিষয় আলোচিত হইতেছে । কংগ্রেসওয়ালাদের অধিকাংশ কয়েক বৎসর হইতে অসহযোগনীতির পক্ষপাতী হইয়াছেন। কিন্তু এখনও কংগ্রেসের এমন সভ্য আছেন যাহার, অসহযোগ প্রচেষ্টার মূলীভূত নীতিসমূহ সম্পূর্ণরূপে মানেন না, বা মানিতে প্রস্তুত নহেন। মহারাষ্ট্রের অধিকাংশ কংগ্রেসওয়াল, কিছুকাল হইতে, ব্যবস্থাপক সভাসমূহে প্রতিনিধিরূপে প্রবেশ করিয়া, তথায় দেশহিতসাধনের চেষ্টার পক্ষপাতী হইয়াছেন । অন্যান্য প্রদেশেও এই মতাবলম্বী লোক আছেন। চট্টগ্রামে বঙ্গীয় প্রাদেশিক কমৃফারেন্সের সভানেত্রী শ্ৰীমতী বাসন্তী দেবীর অভিভাষণে এই মত সমর্থিত হইয়াছিল । অবশ্য তাহার প্রতিকূল সমালোচনাও হইয়াছিল। কংগ্রেস ও অসহযোগ দলের আলোচ্য আর-একটি বিষয় এই, বে, যে-সব কংগ্রেস্ট- ও অসহযোগদল-হুক্ত আইনজীবী সরকারী আদালতে নিজ নিজ ব্যবসা ছাড়িয়া দিয়াছিলেন বা স্থগিত রাখিয়াছিলেন, তাহাঁদের পুনৰ্ব্বার আইন ব্যবসায়ে প্রবৃত্ত হওয়া উচিত কি না। g উল্লিখিত তিনটি প্রশ্ন প্রধানতঃ অসহযোগীদের চিন্তার বিষয় হইলেও মডারেটরাও তাহার আলোচনা করিতেছেন। অন্ধপ, ব্রিটিশ প্রধান মন্ত্রীর একটি বক্তৃতা প্রধানতঃ মডারেটুদের ভাবনার কারণ হইয়া থাকিলেও, উহ অসহযোগী ও মডারেট উভয়দলের লোকদের আলোচনার বিযয় হইয়াছে । কয়েকজন নেতার কারামোচন এই প্রকার গুরুতর প্রশ্ন-সকলের আলোচনার সময় অসহযোগ আন্দোলনের প্রবর্তক ও নেতা মহাত্মা গান্ধী স্বাধীন থাকিলে বড় ভাল হইত। তিনি দেশের অবস্থা বুঝিয়৷ তদনুরূপ ব্যবস্থা সম্বন্ধে পরামর্শ দিতে পারিতেন । কিন্তু যদিও এসময়ে তাহার কারাবাসে দেশ তাহার পরামর্শ ও নেতৃত্ব হইতে বঞ্চিত রহিয়াছে, তথাপি র্তাহার কারাবাসু দ্বার অসহযোগীদের পরীক্ষাও হইতেছে । কেবলমাত্র • একজন নেতার বুদ্ধিবিবেচনা রাজনীতিজ্ঞান দৃঢ়তা ও সাহসের বলে কোনও রাষ্ট্রীয় প্রচেষ্টা চলিতে বা সফল হইতে পারে না । দলের অন্যান্ত লোক ও নেতাদেরও চিন্তা ও কাজ করিবার ক্ষমতা থাকা চাই, এবং দৃঢ়ভ ও সাহস আদি গুণ থাকা চাই। ইহা অতি সাধারণ কথা। কিন্তু সাধারণ কথা হইলেও ভুলিয়া গেলে চলিবে না । স্বথের বিষয়, সমুদয় নেতা কারারুদ্ধ হন নাই ; এবং যাহারা হইয়াছিলেন, তাহাদের মধ্যেও ক্রমে ক্রমে কেহ কেহ কারামুক্ত হইতেছেন। তাহারা ত্যাগ স্বীকার ও দুঃখ ভোগ করিয়া নেতৃত্বের যোগ্যতা সপ্রমাণ করিয়াছেন। আমরা তাহাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করিতেছি । (i. শ্ৰীযুক্ত চিত্তরঞ্জন দাশ মহাশয় কয়েকদিনের মধ্যেই দেশের অবস্থা বিশেষভাবে জানিয়া লইতে পরিবেন। অসংযোগীগণ র্তাহাঙ্ক পরামর্শ শুনিবার জন্ত • ব্যগ্র