পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রসঙ্গ—জেনোয়ার সার্কাস ৭৬৭ The Circus at Genoa জেনোয়ার সার্কাস (লিলারেটর পত্র হইতে ) শৃঙ্খল", প্রভৃতি রক্ষা করিবার নিমিত্ত গুলি চালাইবার পক্ষপাতী হইয়াছেন । জেনোয়ার সার্কাস . মহাযুদ্ধে ইউরোপের প্রধান প্রধান জাতির বিস্তর ক্ষতি হইয়াছে। মানুষ হত, আহত, অঙ্গহীন, অক্ষম হইয়াছে লক্ষ লক্ষ ; অর্থনীশেরও পরিমাণ করা অতি কঠিন। যুদ্ধের অবসানের পর হইতে ইউরোপের বিজয়ী জাতির চেষ্টা করিতেছেন, বে, র্তাহারা, বিশেষ ভঃ ফ্রান্স, কি প্রকারে জামেনীর নিকট হইতে ক্ষতিপূরণের iাকা আদায় করিবেন, কি প্রকারে নিজেদের ভাঙা ঘর ড়িয়া তুলিবেন, কি প্রকারে জামেনীকে চিরকালের তি হীনবল করিয়া রাখিবেন, কি প্রকারে এশিয়া ও আফ্রিকার ভূমি ও অন্যান্য সম্পত্তি এবং বাণিজ্যের বিধ নিজেদের মধ্যে ভাগ করিয়া লইবেন, এবং কি কারে রুশিয়ার নিকট হইতে ক্ষতিপূরণ আদায় রিবেন, বলশেবিকদের প্রভাব নষ্ট করিরেন ও শিয়ার কাচা মাল’ নিজেদের দেশে আমদানী ও নজেদের কারখানায় প্রস্তুত পণ্যদ্রব্য রুশিয়ায় রপ্তানী করিথ ধনবান হইবেন । কেরোসীন ও অন্তবিধ ভূগর্ভস্থ ভৈল মে-যে দুৰ্ব্বল দেশে আছে, डाशबै মালিক হওয়াও বিজেতাদের অন্যতম লক্ষ্য । এই-সকল উদ্দেশ্য সাধনের জন্য, যুদ্ধ শেষ হইবার পর, অনেক কনফারেন্স হইয়। গিয়াছে। কিন্তু উদ্দেশ্য সিদ্ধ হয় নাই। জেনোয়ার কনফারেন্স তাহাদের মধ্যে অন্যতম । , উহাতে বিজয়ীর কাজ হাসিল করিতে পারে নাই, কিন্তু রুশিয়ার প্রতিনিধিরা যে খুব পেলোয়াড় তাহা দেখা গিয়াছে। রুশিয়া ও জামেনী অন্য সব, জাতিদের মুখাপেক্ষা না করিয়া জেনোয়ায় বাণিজ্য ও আত্মরক্ষা বিষযে নিজেদের মধ্যে বুঝাপড় করিয়া লইয়াছে । রুশিয়ার চতুরতা উপলক্ষ করিয়া আমেরিকার লিবারেটর সংবাদপত্র জেনোয়ার কন্‌ফারেন্স কে একটা সাৰ্ব্বাসের মত করিয়া আঁকিয়াছে। তাহাতে রুশিয়ার নির্দেশ মত অন্তান্ত জাতির প্রতিনিধিরূপী জন্তুর নানাবিধ খেল দেখাইতেছে ।