পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য ] বিবিধ প্রসঙ্গ—ব্যবস্থাপক সভার সভ্যদের খাইখরচ ও রাহাখরচ বিধান ও যোগ্য অধ্যাপক ও মিশনীরা,এখনও তাদের চেয়ে কম বেতনে স্বস্থ সবল থাকিয় কাজ করিতেছেন। .লয়েড জর্জের মতে আমরা যে কখনও আত্মকুৰ্বৰ ও আত্মনির্ভরের উপযুক্ত হইব না, তাহা তাহার বক্তৃতায় অতি বিশদ ভাষায় বলা হইয়াছে। আমরা ব্যবস্থাপক লভার সভ্য রূপে বা শাসনকর্তা রূপে যতই যোগ্যতা দেখাই না কেন, ইংরেজ সিবিলিয়ানদের নেতৃত্ব ও সাহায্যের অপেক্ষ আমাদিগকে চিরকাল করিতেই হইবে! একদা লঙ মলী বলিয়াছিলেন, যে, তিনি এমন কোন দূরবর্তী ভবিষ্যৎ কালের কল্পনাও করিতে পারেন না যখন ভারতীয়ের স্ব-শাসনক্ষম হইবে । লয়েড জজ ও তদ্রুপ তাহদের সম্বন্ধে বলিতেছেন – “What I want specially to say is this, that, whatever their success, whether as parliamentarians or as administrators, I can see no period when they can dispense with the guidance and assistance of a small nucleus of British Civil Servants—of British officials in India.”

  1. soft's obi ool wits, None are so blind as those that will not see, total cofo Rl বলিয়া পণ করিয়াছে তাহদের মত অন্ধ আর কেহ নাই ৮ লয়েড জজ সেই-জাতীয় লোক,

“সঞ্জীবনী” ও প্রবাসী-স আমরা শ্রাবণ মাসের "প্রবাসী"তে “সীবনী"র যে - ভ্রম দেখাইয়াছিলাম, তাহা “সঞ্জীবনী” “প্রবাসী"র সম্বন্ধে স্বীকার করিয়া লিখিয়াছেন, যে, তিনি যাহা “প্রবাসী” সম্বন্ধে লিখিয়াছিলেন, তাহা "মডার্ণ রিভিউ” সম্বন্ধে সত্য ; এবং ইহা প্রমাণ করিবার জন্য তিনি একটি দীর্ঘ প্রবন্ধ লিখিয়াছেন। তদ্বিষয়ে আমরা ইহাই বলিতে চাই, যে, ঐ প্রবন্ধেরও প্রধান কথাতে এবং অবাস্তর কোন কোন কথাতে ভুল আছে । বস্তায় বিপদ আমাদের দেশের চেয়ে দুঃখী দেশ. পৃথিবীতে আর আছে কি ?" ꬃጎፃ مصممگر محممہ এদেশে লক্ষ লক্ষ লোক জন্ম হইতে মৃত্যু পৰ্যন্ত পেট ভরিয়া খাইতে পায় না, ম্যালেরিয়া, প্লেগ, প্রভৃতি নানা ব্যারি প্রাচুর্তাৰ ত লাগিয়াই আছে, তাহার 7 উপর এমন বৎসর যায় না, যখন দুর্ভিক্ষ, জল-প্লাবন বা ঝড়ে দেশের কোন-না-কোন অংশ সাতিশয় ৰিপন্ন না হয়। গত বৎসর খুলনার দুর্ভিক্ষ লইয়া দেশ বিব্রত ছিল । তাহার জের মিটিতে না মিটিতে বন্যায় মেদিনীপুর ও বাকুড়া জেলার বিস্তুর গ্রাম জলমগ্ন হওয়ায় লোকেরা অত্যন্ত বিপন্ন হইয়াছে। অনেকের গৃহাদির চিহ্ন মাত্র নাই। অনেকুে নিজে মারা পড়িয়াছে, গবাদি পশু. ভাসিয়া গিয়াছে, শস্যক্ষেত্রের অবস্থা দেখিলেই বুঝা যায় এবংসর কোন শখ হইবে না। " মেদিনীপুরে কংগ্রেস অফিসে শ্ৰীযুক্ত সাতকড়িপতি রায় । মহাশয়ের নামে টাকাকড়ি পাঠাইলে বিপন্ন লোকেরা সাহায্য পাইবে : বাঁকুড়ার শিমলাপাল অঞ্চল হইতে যে চিঠি পাইয়াছি, তাহার কিয়দংশ উদ্ধৃত করিয়া দিতেছি – আজ ধনী দরিদ্র সকলেরই এক দশ । এখন তাঁহাদের পক্ষে স্বজাতিবৎসল, আন্তরক্ষক, মহাপ্রাণ ব্যক্তিবর্গের অনুগ্রহই একমাত্র ভরসা। আপনার এখানে আসিয়া স্বচক্ষে অবস্থা দেখিয়া যদি ব্যবস্থা ন করেন, তাহ হইলে এতগুলি লোকের পরিণাম অতি ভয়াবহ হইবে। ইহার মধ্যেই নানারূপ অন্বশ্বের লক্ষণ প্রকাশ পাইতেছে। স্থানীয় কংগ্রেস কমিটিতে যে সামান্ত চাউল সংগৃহীত ছিল, তাহাতেই এই কয়দিন একরূপ কষ্টে চলিল। অতি সত্বর সাহায্য প্রেরণ আবশ্যক। নিম্নলিখিত ঠিকানার সাহায্য প্রেরিত হইলে তাহ উপযুক্ত পাত্রে বিতরিত হইবে। ইতি— শ্ৰীযুক্ত ললিতমোহন পাওl, ভেলাইডিহা কংগ্রেস কমিটির সভাপতি ও সেক্রেটারী, সিমলাপাল পোঃ, বাকুড়ী । ব্যবস্থাপক সভার সভ্যদের খাইখরচ ও রাহীখরচ বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্যেরা খাইখরচ ও রাহখরচ বাবদে দেড় বৎসরে কে কত টাকা লইয়াছেন, ঐযুক্ত হেমচন্দ্র नैऋत्र মুহাশয়ের এক প্রশ্নের উত্তরে ভাহা বাহির ছইয়াছে। সকলে টাকা লন নাই। র্যাহার লইয়াছেন, প্তাহার মোট ১৫২৯২৩y৩ কইয়াছেন। গরীব দেশের পক্ষে ইহ খুব বেশী বলিতে হইবে । শুনা যায়, কোন কোন