পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯৮ , - في حيجيسيك يتجمعاء

গোচর হয় নাই। অতুলনীয় রাজরাজেশ্বরীর রূপ "রাজপথ আলোকিত করিয়া সম্রাটের সম্মুখে বিরাজিত হইল । চাঞ্চল্যরহিত, স্থির রূপরাশি, অঙ্গে প্রত্যঙ্গে সজ্জিত উৰ্ম্মিমালার লাবণ্যলহরী। -ు বেশ এবং অলঙ্কার রূপের অনুরূপ j ললাটে কুঞ্চিত কেশে এক খণ্ড বৃহৎ হীরক অস্তমান সূৰ্য্যকিরণে জলিতেছে, চূর্ণকুন্তলে মুক্তামাল। রক্ষে মণিমুক্তাখচিত কঞ্চক, হীরকে মাণিক্যে স্বর্ণাঞ্চল ঝল মলায়মান । { মুগ্ধ বিস্ফারিত লোচনে সকলে সেই অপূৰ্ব্ব যুগল মূৰ্ত্তি নিরীক্ষণ করিতে লাগিল। রমণী অপূৰ্ব্ব রূপসী, পুরুষ তেজস্ব ধীর সৌম্য মূৰ্ত্তি । t সম্রাট রাজকন্যার হস্ত মুক্ত করিলেন, কহিলেন, “তোমার শুভাগমনে পাটলীপুত্র ধন্ত হইল!” রাজকন্যা কছিলেন, “আমি আপনার দাসী ।” 8 দিন যায়। রাজকন্ত মালবিক পাটলীপুত্র মগরে কেন আগমন করিয়াছেন কেহ জানে না, কেহ তাহাকে সে কথা জিজ্ঞাসাও করে না। সম্রাট প্রতিদিন র্তাহার সহিত সাক্ষাৎ করেন, র্তাহীদের নানা বিষয়ে অনেক কথোপকথন হয়, কিন্তু রাজকন্যfর আগমনের উদ্দেশ্য সম্রাট কখন জিজ্ঞাসা করেন না, সে কথা উত্থাপন করেন না। © মালবিকার সহিত কথা কহিতে কহিতে সম্রাট বিীন্মত, চমৎকৃত হইতেন । রাজকণ্ঠার বিদ্যানুরাগ, বহুমুখী বিদ্যার অনুশীলন, তাহার যুক্তিপূর্ণ সরস বাক্যালাপ, র্তাহার নম্রতা ও ধীরতা দেখিয়া সম্রাট আশ্চৰ্য্য হইতেন । যাহাতে রাজকন্যার সময় সুখে অতিবাহিত হয় অশোক তাহার নানা ব্যবস্থা করিয়াছিলেন। রাজধানীঙে যে-সকল দেখিবার উপযুক্ত স্থান, সেখানে রাজকন্যাকে পাঠাইয়া দিতেন । পণ্ডিতেরা তাহার সহিত শাস্ত্রালাপ করিতে আসিতেন। দুই-এক দিনেই সম্রাট বুঝিতে পারিয়াছিলেন যে যুবতীস্কলভ আমোদ-প্রমোদে প্রবাসী-আশ্বিন, ১৩২৯ কখন কোন অলঙ্কার ধারণ করিতেন না । [ ২২শ ভাগ, ১ম খণ্ড شیخ یحیی ه حتی یحیی صحیحیی സ്സസ്.സി.സ.സി.സസ് রাজকন্যার অভিরুচি নাই, এজন্য তাঙ্কার আয়োজন করিতেন না। মালবিক যে কলাবিদ্যা জানিতেন না তাহা নহে। বীণা উত্তম বাজাষ্টতেন, অতি মধুর কণ্ঠে কখন কখন গান করিড়েন, কিন্তু অনেক সময় একা থাকিতেন । & রাজকৰ্ম্ম দেখা হইলে স্নানাহারের পূৰ্ব্বে সম্রাট একবার রাজকপ্তাকে দেখতে যাইতেন ; বৈকালে ভ্রমণ করিয়া আসিয়া দ্বিতীয় বার যাইতেন । প্রথম প্রথম অল্পক্ষণ থাকিতেন, তাহার পর সাক্ষাতের সময় দীর্ম হইতে লাগিল। সম্রাট কখন নিজের উদ্যান হইতে ফুল লইয়া আসিতেন, কখন ভূৰ্জপত্রে লিখিত গ্রন্থ লইয়া আসিতেন। রাজকন্যার সহিত নানা বিষয় আলোচনা করিতেন । কিন্তু রূপের আকর্ষণী শক্তি কোথায় যাইবে ? ক্রমে ক্রমে সম্রাট রাজকন্যাকে কয়েক দণ্ড না দেখিলে চঞ্চল হইয়া উঠিতেন । কিন্তু হৃদয়ের ভাব ব্যক্ত করিবেন কিরূপে ? রাজকন্ত অতিথি, তাহার মনের ভাব প্রকাশ করিতেন না, আপনার সম্বন্ধে কোন কথা কহিতেন না, তাহার কথা হইলে কৌশলে অন্য প্রসঙ্গ উত্থাপন করিতেন । , s অশোক লক্ষ্য করিয়াছিলেন যে রাজকন্যা নগরে প্রবেশ করিয়াই সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিয়াছিলেন, আর কেন ? সম্রাট ইহার কোন কারণ নির্ণয় করিতে পারিতেন না। ’ সন্ধ্যার সময় মুক্ত বাতায়নের সম্মুখে বসিয়া সম্রাট ও রাজকন্যার কথোপকথন হুইতেছিল । অশোক কহিলেন, “রাজকন্য, তুমি নিজের সম্বন্ধে কিছুই প্রকাশ করিতে চাহ না। এমন কি কথা থাকিতে পারে যাহা বলিতে তোমার বাধা আছে ?” “কিছুই না, মহারাজ। আপনি ত সকলই অবগত আছেন। আমার পিতা-মাতা নাই, রাজগৃহ ত্যাগ করিয়াছি, একজন আত্মীয়ার গৃহে বাস করি। আমার নিজের সম্বন্ধে বলিবার কিছুই নাই। আত্মকথা বলা সঙ্গতও নয় ।” * 漫 কলিঙ্গ রাজ্য যে অশোক জয় করিয়াছিলেন এবং