পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• "לצ"ל প্রবাসী—আশ্বিন, છે૭૨૭ [ ২২শ ভাগ, ১ম খণ্ড SMeAeeAAA AAAA AAAA AAAA AAAAS A SAS SSAS SSAS SSAS SSASAS SS SAAAAAA AAMMeM eAAeSAMMeAAA AAAA SAAMMeMAAA AAAA ASAS A SAS S S AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS লিখিয়াছেন, তাহার পিতার মদের মাত্রা দিন দিন বাড়ি“তেছে, তিনি কিছুতেই উহাকে দমন করিত্বে পারিতেছেন না। চিঠিটি বুকের ভিতর ফেলিয়া মাধবী আবার অন্ধকারের দিকে চাহিয়া বসিয়া রহিল। কি একখানি ইংরেজী নভেলে মাধবী পড়িয়াছিল, ..We marry only to develop ourselves, why should we otherwise marry at all. Witolt; বিকাশের জন্তই বিবাহ, তাহা ছাড়া বিবাহের অন্য সার্থকতা কোথায় আত্মার সে বিকাশের পথ এ বিবাহজীরনের ভিতর দিয়া কেমন করিয়া সে খুজিয়া পাইবে ? যে প্রেমের আলোয় জীবন পদ্মের মত ফুটিয়া উঠিয়া কলমণের বর্ণে সেবার সৌরভে চারিদিক আনন্দিত করে,সে প্রেম,—ভাবিতে ভাবিতে সে যেন ক্লান্ত হইয়া পড়িল, পর্দা দিয়া জানল বন্ধ করিয়া আলোর পর্দাটা টানিয়া বিছানায় চুপ করিয়া গুইয়া পড়িল। যতীন যখন ঘুমাইতে আসিল, তখন একটা বাজিয়া গিয়াছে। যতীন বিছানার কাছে আসিতে মাধবী গষ্ঠীরকণ্ঠে বলিল,-দেখ— & i,-বলিয়া যতীন এক পাশে শুইয়া পড়িল । মাধবী গম্ভীরভাবে বলিয়া যাইতে লাগিল,—বাবার বড় অস্থখ, ভাবছিলুম একবার যাব। বেশ, যাওঁনা,—বলিয়া যতীন চোখ বুজিল। –ត្, f আচ্ছ, যেদিন খুলি, কালই যেতে পার, বড় ঘুম পেয়েছে,—বলিয়া যতীন ভাল করিয়া শুইল, কিছুক্ষণের মধ্যেই নিদ্রায় অসাড় হইল। - যতীনের দিকে চাহিয়া মাধবীর যেন কেমন ভয় হইল, এ যেন কে অপরিচিত। ধীরে সে বিছানা হইতে উঠিয়৷ জানলার কাছে আসিয়া বসিল । নয়নের কালো-তারার মত কালো আকাশ করুণনয়নে তাহার দিকে চাহিয়া আছে, শুধু ছেড়া মেঘের মাঝখানে একটি তার জলজল করিতেছে। সেই তারার দিকে চাহিয়া সহসা মাধবীর মাকে মনে পড়িল । ছেলেবেলায় এক বর্ধারাত্রের স্মৃতি জাগিয়া উঠিল—অন্ধকার সিড়িতে ভয় পাইয়া সে কিরূপে ছুটিতে ছুটিতে ঘরে ঢুকিয়া মার কোলে আশ্রয় লইয়া শান্তি পাইয়াছিল। সেই রকম কোন স্নিগ্ধ শীতল স্নেহময় ক্রোড়ের আশ্রয়ের জন্য তাহার প্রাণ র্কাদিয়া উঠিল । বাহিরের অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ জলিয়৷ উঠিতে লাগিল আর শূন্তঘরে ইলেকট্রিকের আলো আর মাধবীর দুই চক্ষু জুলিতে লাগিল। &r. , ( ক্রমশ: ) go শ্ৰী মণীন্দ্রলাল বসু দিবেহি রাজ্জে মালদ্বীপপুঞ্জের নাম আমরা প্রায় সকলেই শুনেছি, কিন্তু আমরা অনেকেই এই দ্বীপ ও সেখানের অধিবাসীদের সম্বন্ধে কিছুই জানি না বন্ধেও বোধ হয় অত্যুক্তি হয় না। এস্থানের অধিবাসীরা তাদের জন্মভূমিকে *দিবেহি রাজে” (দ্বীপ-রাজ্য) বলে। আপনার সকলেই জানেন যে, মালদ্বীপপুঞ্জ ভারত-মহাসাগরের কোলে কতকগুলি ছোট ছোট দ্বীপের নাম। এই দ্বীপগুলি পাশাপাশি লম্বালম্বি ভাবে সাজান। সিংহল দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকুল থেকে এগুলি প্রায় সাড়ে চারশে। মাইল দূরে অবস্থিত সৰ্ব্বসমেত তেরো চেন্ধটি দ্বীপ আছে। প্রত্যেক দ্বীপটির মাঝে খানিকটা অগভীর জলাভূমি সেগুলিকে বিযুক্ত করে রেখেছে। দ্বীপগুলি মাপে ও আকারে এক নয়, কোনোটি গোল, কোনোটি বাদামী, এই রকম নানা আকারের আছে। মালদ্বীপের অধিবাসীরা কোনো একটা বিশেষ জাতির (race) বংশধর। তাদের নিজেদের গভর্ণমেণ্ট, ভাষা, ইতিহাস প্রভৃতি আছে। এই ইতিহাস থৈৰে জানতে পারা যায় যে তারা একটি পুরাতন সভ্য জাতি। গত বৎসরের আদম-হ্যারিতে জানতে পারা গেছে যে দিবেছি রাজ্যের গোকসংখ্যা সত্তর হাজারেরও বেশী