পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা | بی بی عید ه مهم. یع تری به صخ می تا به اه এখানকার অধিকাসীরা পরিশ্রমী, সমজাতিক এবং সমধৰ্ম্মসম্পন্ন। মাছধরা আর নারিকেল চাষই তাদের প্রধান ব্যবসা, এ ছাড়া তার ঘাসের মাদুর বোনে, তুলার স্থত কেটে কাপড় তৈরী করে, ছোটখাট প্রয়োজনীয় কাঠের কাজও করে থাকে । এদের মধ্যে কেউ কেউ সমুদ্রযাত্রার উপযোগী বেশ ভাল নৌকাও তৈরী করতে পারে । " এই-সব নৌকাতে চড়ে তারা এডেন, সিংহল, কলিকাতা এবং এমন কি ব্ৰহ্মদেশ পর্য্যন্ত পাড়ি দেয়। দিবেহি রাজ্যের লোকের মাছ ( শুটুকী ও লোণ), নারিকেলের দড়ি, নারিকেল, নারিকেলের শাস (শুষ্ক অবস্থায় ), কড়ি শামুক, কচ্ছপের খোলা ইত্যাদি রপ্তানি করে ; আর চাল, স্বপারি, তুলাজাত বস্ত্র, তেল, মসলা ও আরো কিছু কিছু জিনিষ আমদানী করে । গত বৎসর সিংহলের অবসরপ্রাপ্ত পুরাতত্ত্বানুসন্ধানী (Arohaeological Commissioner ) fit. §5 fifa বেল মালদ্বীপে গিয়েছিলেন—সেখানের অধিবাসীদের সম্বন্ধে তদন্ত করতে । র্তার রিপোর্টে প্রকাশ যে দেশ কাল ও পাত্র অনুসারে এখানকার শাসনপ্রণালী দ্বীপবাসীদের সম্পূর্ণ উপযোগী। লোকেরা এই শাসনপ্রণালীর অধীনে বেশ স্থখেই আছে। অন্য কোন দেশের সঙ্গে তাদের কোনো রকম যোগ না থাকায় এখানে বিশেষ কোনো রাজনৈতিক হাঙ্গামা নেই। এই দ্বীপগুলির মধ্যে “মালে” নামক দ্বীপে স্বলতান বাস করেন। মালদ্বীপপুঞ্জের মধ্যে “মালে"ই সৰ্ব্বপ্রধান দ্বীপ, খাস সরকারী দপ্তরখানা ইত্যাদি যা কিছু ত৷ মালেতেই বসে ; কিন্তু আকারে মুলের চেয়েও বড় দ্বীপ দ্বীপপুঞ্জের মধ্যে অনেকগুলি আছে । SAS S S AAAA S AAAAA AAAA SAAAAA AAAA S AAAA S rيي يې له ميوه ۶ي ه٦ ۶يه حمي ٩ দিবেহি রাজ্জে - A S AM MA MeMM AAAA S AAA S AASAASAA هلابها AAAAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASeAAA SAAAAA AAAAA মহম্মদ সাম্স্-উদ-দীন-মালদ্বীপের হুলতান মিঃ বেল বলেন, বহুশতাব্দী থেকেই এখানকার প্রজার বেশ উন্নত শাসনবিধির অধীনে বাস করছে। শাসন-ব্যাপারে সেখানকার প্রজাদের অনেক বিষয়েই •{ xfôavi fùzi—AA<5i constitutional monarchy বা বিধি-সংযত রাজত্ব ; স্থলতান এবং তারও • আগেকার অর্থাং দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পর্য্যন্ত নৃপতিগণ প্রজ-সাধারণের প্রতিনিধি সর্দারদের ইচ্ছামতই চলতে বাধ্য হতেন। সর্দারের মধ্যে মধ্যে বিদ্রোহী হোয়ে মারামারি কাটাকাটি ইত্যাদি হাঙ্গামাও - করতো। বর্তমানে স্বলতানকে পরামর্শ দেবার জন্য তিনটি কাউন্সিল আছে। এই কাউন্সিলগুলিকে সিংহল গবৰ্ণমেণ্টের শাসন, ব্যবস্থাপক ও স্বায়ত্তশাসন বিভাগের ( Executive, Legislative, and Alunicipal Councils ) M(ur তুলনা কক্স যেতে পারে। শাসন এবং •খাজনা ও শুষ্ক আদায়ের স্থবিধার জন্য সমস্ত দ্বীপপুঞ্জকে তেরটি বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক বিভাগে প্রধান গভর্ণমেণ্টের (Central Government ) একজন প্রতিনিধি থাকেন এবং তিনিই সেই প্রদেশের সর্বপ্রধান কৰ্ম্মচারী আগেই বলু হয়েছে