পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ]

  • ایر - = کی s-می. ع.. يټ

জয়ন্তী SJJAAASA SAAAAS AAAAA AAAA AAAA AAAAeMMMAMA AMAMA AJA MMA AAAA AAS AAAAA AAAA AAAA S AAAAA AMJJSAS A SAS SSAS SS জয়ন্তী তৃতীয় পরিচ্ছেদ বিহারীলাল ও পুণ্ডরীক বিহারীলালের পূৰ্ব্বপুরুষের হিন্দুস্থানী। বহু দিন পূৰ্ব্বে উfহাদের একজন বঙ্গ প্রদেশের উত্তর-পূৰ্ব্ব সীমান্তে আসিয়া বাস করিয়াছিলেন। এখন তাহার ধনাঢ্য জমিদার। বিহারীলাল উহাদের বংশধর ও সম্পত্তির বর্তমান অধিকারী। - অল্প বয়সে বিহারীলালের পিতামাতার মৃত্যু হয়। পিতৃব্য বনগুয়ারিলাল ও উহার পত্নী শিশু বিহারীলালকে লালন প্লালন করেন । বনওয়ারিলাল সত্যনিষ্ঠ, চরিত্রবান, বিহারীলালকে যত্ন পূর্বক শিক্ষা দিয়াছিলেন। ব্যায়ামাদি শিখাইবার জন্য উত্তম লোক নিযুক্ত করিয়াছিলেন। জমিদারী ও অপর সম্পত্তির সুব্যবস্থা করিয়৷ বিষয় অনেক বাড়াইয়াছিলেন । বিহারীলাল বয়ঃপ্রাপ্ত হইলে তাহাকে সকল সম্পত্তি বুঝাইয়া দিয়া অবসর গ্রহণ করেন । দুই বৎসর হইল তাহর মৃত্যু হইয়াছে। বিহারীলাল সচ্চরিত্র, ধীর, বুদ্ধিমান । শিক্ষাগুণে বিলাসলালসাবর্জিত, আমোদ-প্রমোদে অধিক অঙ্গুরাগ নাই, তোষামোদপ্রিয়ত নাই, অথচ কোনরূপ বিরক্তিও নাই। সকল, বিষয় নিজে দেখিতেন, সকল দিকে নজর রাখিতেন। খাজনা আদায়ের জন্য উৎপীড়ন বা অন্ত কোন রূপ অত্যাচার করিতেন না বলিয় প্রজার। র্তাহার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল, ও মুক্তকণ্ঠে তাহার মুখ্যাতি করিত। বিহারীলালের কিশোর বয়সে পিতৃব্য র্তাহার বিবাহ দেন। বিবাহের অল্প দিন পরেই পিত্রালয়ে বধুর মৃত্যু হয়। বিহারীলাল এ পর্যন্ত দ্বিতীয় বার দার পরিগ্রহ করেন নাই। এখন তাহার বয়স ছাব্বিশ বৎসর। বিধবা পিতৃব্য বাড়ীর গৃহিণী, বিহারীলালকে মুবার বিবাহ করিতে অনুরোধ করিতেন। তাহার সম্মুখে বিহারীলাল চুপ করিয়া থাকিতেন, পরোক্ষে বলিতেন, বিবাহের জন্ত ব্যস্ত হইধার প্রয়োজন নাই। চৌধুরীদিগের বসতবাটা আটালিকা বলিলে অভুক্তি হয় না। পুরুষানুক্ৰমে ৰাড়ীর আয়তন বাড়িতেছিল। তিন চার মহল বাড়ী, বিস্তর লোকজন, সিংহদরজায় হাতী সাধা, তাহার বাহিরে গোপালজীর মন্দির, মন্দিরের সম্মুথে বৃহৎ পুষ্করিণী। একদিকে অশ্বশীল, তাহার পাশে হস্তীশাল। মব এক দিকে প্রকা ও বাগান, তাহাতে সকল জাতীয় ফল । অন্দর মহলে খিড়কীর দিকেও, পুষ্করিণী ও প্রাচীর দিয়া ঘেরা বাগান। সিংহ, দ্বাবুের উপর সকাল সন্ধ্যায় রোশনচেীকা বাজিত । বৈঠকখানায় তিন চারিট বড় বড় কামর, চারিদিকে ঝাড় লণ্ঠন, দেয়ালে ছবি, যে দিকে দেখ ঐশ্বর্ঘ্যের নিদর্শন। একটা ঘরে সকল রকমের বাদ্যযন্ত্র, যেখানে " সৰ্ব্বদা মহফিল, মোজরা নাচ হইত। বিহারীলালের আমলে সে-সকল অনেক কমিয়া গিয়াছিল, ভবে - দেওয়ালি ও গেলিতে বংশপ্রথা অনুসারে উৎসব হইত। অন্যান্য বিষয়ে, আহার ব্যবহারে? আচার বিচারে, কথাবাৰ্ত্তায় চৌধুরী ব“শ বাঙ্গালীর মত হইয় গিয়াছিলেন, কেবল স্ত্রীলোকেরা হিন্দুস্থানী ধরণে কাপড় পরিভেন ও পুরুষের মাথায় টুপি কিৰ পাগড়ী ব্যবহার করিতেন। cन नभ१ दिशबौजाश्नब भाडाब भङ्गा इश्च डशन বিহারীলাল নিতান্ত শিশু । বালককে স্তন্যদুগ্ধ পান করাইবার জন্য গ্রাম হইতে একজন ধায়ী নিযুক্ত করা হয়। তাহার কোলে একটি পুত্র, বিহারীলালের অপেক্ষ। দেড় বৎসরের বড়। নাম পুণ্ডরীক। বাল্যাবস্থায় ও কৈশোরের প্রথম অবস্থায় পুণ্ডরীক বিহারীলালের থেলার সাণী ও তাহার নিত্যসঙ্গী । বিহারীলালের বয়স যখন ষোল ও পুণ্ডরীকের সাড়ে সতেরে, সেই সময় পুরীবের মাতার মৃত্যু হয়। সেই সময় হইতে ‘গে বিহারীলালুর কাছে থাকিত। পুণ্ডরীক ঠিক ভূত্যের মত নয়। অপরের সাক্ষাতে বিহারীলালের সহিত মৃন্মানপূর্বক কথা কহিত, আর. কেহ না থাকিলে সমবয়স্ক বন্ধুর মত।. বিহারীলাল তাহাকে অভ্যৰ’গ্রেহ ৰুরিষ্ণন,৪ কেই राइएक রচ বধ