পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭છે મરષn ]

  • *** s --- - - - -

fEfà RAfVR ( Chemistry ), খনিবিষ্ঠা (Mining), फूडस (Geology) ऐडानि विषाञ्चब्र७ *दब्र ब्रांर्शिrउन এবং তাহার কতকগুলিতে বেশ উন্নতি লাভও করিয়াছিলেন । তাহারই পরামর্শক্রমে রাজা গোকুলদাস তাহার নিজের ও ভ্রাতুষ্পুত্র বল্লভদাসের নামে, গোকুলKfz TREKfz foss (Gokuldas Ballabhdas Mills) নামে স্থতা ও কাপড়ের বল স্থাপন করেন এবং মধ্যে সেই কলটির অবস্থা যখন মন্দ হইয়া ক্রমে তাহার কপর্ঘ্য বন্ধ হুইবার উপক্রম হয়, শ্ৰীশ-বাবুর চেষ্টায় তাঙ্গ পুনর্জীবন লাভ করে। মধ্যপ্রদেশও বেরার তুলার জন্ত বিখ্যাত এবং এখানে রাজা গোকুলদাস যে অনেকগুলি ¥oil-cotai o ( Ginning Factory) stoo ot: ভাঙ্গা ও শ্ৰীশ-বালুর পরামর্শক্রমে। এখানে পারফেক্ট পটারি siit* H ( Perfect Pottery Works ) nqs afgi গোকুলদাস বল্লভদাসের খনি সম্বন্ধে যে চেষ্ট। তাহারও মূলে তিনিই ছিলেন। র্তাহার মৃত্যুতে জবলপুরের বাঙ্গালীর মধ্যে সৰ্ব্বাপেক্ষ শ্রেষ্ঠ বাঙ্গালী অন্তৰ্হিত झझेब्रां८छ्न । আম্বাজ ১৮৮৮ সালে শ্ৰীশ-বাবুর একটু দূরসম্পৰ্কীয় জামাত কলিকাতা শোভাবাজার রাজবংশীয় ৬ ধীরাজকৃষ্ণ ঘোষ ব্যারিষ্টার মহাশয় জব্বলপুরে আসেন। সুন্দর, স্বপুরুষ, হুবক্তা ও ধীর বিবেচনাগুণে তিনি শ্ৰীশ-বাৰুর, বর্তমানেই জবলপুর বারে (bar) প্রধান পদ লইয়াছিলেন। র্তাহার গুণাবলীর জন্য একদিকে লোকসাধারণ র্তাহাকে যেরূপ মান্য করিত, র্তাহার ধীর বুদ্ধিমত্তার জন্ত উচ্চপদস্থ রাজকৰ্ম্মচারীরাও উtহাকে সেক্টরূপ শ্রদ্ধা করিতেন। এই কারণে বর্তমান কালে জব্বলপুরে রাজা-প্রজা-সম্পৰ্কীয় যে কয়েকটি আধাসরকারী *toto (Semi-offital public ) org इऐश्वग्दछ उांशंब्र गद७निरङ डिनि चङि घनिर्छ उicरु ছিলেন। তিনি জব্বলপুর ডিভিসনে ভিক্টোরিয়া মেমোরিয়াল কমিটির সেক্রেটারী হইয়াছিলেন এবং পরে ১৯০৮ সালে নাগপুরের একজিবিয়ন (প্রদর্শনী) কমিটির ও জব্বলপুর শাখার সম্পাদক হয়েন। এখানকার স্থানীয় ভার্গবং কমার্সিয়াল ব্যান্ধের তিনি আইন সম্বন্ধে ۔ ۔ ۔ ۔ م ۔ ۔ ۔ م ھم سے۔۔۔ ۔ ۔ ~~ --- ۔ ع۔ ۔ ۔ মধ্যপ্রদেশে বাঙ্গালী g o SS S SSAS SSAS SSAAAAAA S AAAAA AA S ASAA AA AAAA AAAA S v ধীরাজকৃষ্ণ গোল, বার-এট-ল, • জব্বলপুর বার লাইব্রেরীর জনপ্রিয় নেত। পরামর্শদাতা ছিলেন ও আমার যতদূর জানা আছে তাহার প্রতিষ্ঠাতেও তাহার যথেষ্ট সাহায্য ছিল । দুইবংসর হইল তিনি সুকালে ৫৩ বৎসর বয়সে হঠাৎ তিনদিনের জরে মারা গিয়াছেন। ঘুেষ সাহেব অন্তি মিষ্টভাষী ও মিশুক লোক ছিলেন। র্তাহার, ডাক্তার সুরেন্দ্রনাথ বরাটের এবং এখানকার ভূতপূৰ্ব্ব সিভিল জঙ্গ ৮ মাধবচন্দ্র বন্ধ্যোপাধ্যায় মহাশয়ের চেষ্টায় এখানে ওরিয়েণ্টাল ক্লাব নামে একটি ক্লাব স্থাপিত হয়।• অল্পদিনের মধ্য ক্লাবৃটি বেশ উন্নতিশীল অবস্থায় পদার্পণ করে। এবুং স্থানীয় সন্ধান্ত ভদ্রলোকদিগের একমাত্র মিলনের স্থান হইয়া দাড়াইয়াছিল। কলিকাতার বাহিরে খুব কম স্থানে যাহা হইয়াছে ঘোষ সাহেব, ডাক্তার বরাট প্রভৃতির চেষ্টায় তাহা অর্থাং ক্লাবের নিজের বাড়ী পর্য্যন্ত ইয়াছিল । কিন্তু আমাদের অনেক কাৰ্ঘ্যের শেষ কালে যাহা ঘটিয়া থাকে এ ক্ষেত্রেও তাহাই ঘটিয়াছিল অর্থাৎ এত চেষ্টা করিয়াও ক্লাবটিকে র্তাহার বঁাচাইয়। রাখিতে পারেন নুই। তবে তাহারা যে রাস্ত।